ETV Bharat / state

ভারতীয় সেনার সাহসিকতায় মুগ্ধ ২৯ দেশের ৪২ সামরিক প্রতিনিধি - army

করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই । ভারতীয় সেনার উদ্যোগে সিকিমের ইন্দো-চিন সীমান্ত নাথু-লা সহ দুর্গম ও প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে খুশি চিনসহ ২৯টি দেশের ৪২ জন সেনাবাহিনীর প্রতিনিধিরা ।

২৯টি দেশের ৪২ জন সেনাবাহিনীর প্রতিনিধিরা
author img

By

Published : May 3, 2019, 5:12 AM IST

কালিম্পং, ৩ মে : বিভিন্ন প্রতিকূলতাকে তুচ্ছ করে দিনের পর দিন প্রত্যন্ত এলাকায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে চলেছে ভারতীয় সেনা । সিকিমের ইন্দো-চিন সীমান্ত নাথু-লা সহ দুর্গম ও প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে এই বিষয়ে অবহিত হলেন চিনসহ ২৯টি দেশের ৪২ জন সেনাবাহিনীর প্রতিনিধি ।

করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই । ভারতীয় সেনার উদ্যোগে এই ধরনের পরিচিতি ভ্রমণে খুশি প্রতিনিধিরা । নাথু-লা পাস ছাড়াও ছাঙ্গু লেক, বনঝাকারি জলপ্রপাত, হিমালয় জ়ুওলজিকাল পার্কসহ আকর্ষণীয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক স্থানগুলি পরিদর্শন করেন তাঁরা ।

nathula
করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই

১ মে থেকে ২ মে পর্যন্ত দু'দিনের এই কর্মসূচির ভূয়সি প্রশংসাও করেছেন উপস্থিত সামরিক প্রতিনিধিরা । তাঁদের বিভিন্ন বিষয়ে অবহিত করান ভারতীয় সেনাবাহিনীর ব্ল্যাক ক্যাট ডিভিশনের GOC । চিনের পিপলস আর্মির মেজর জেনেরাল ইউ হিবো এই প্রতিনিধি দলে ছিলেন । সবাই ভারতীয় সেনার চ্যালেঞ্জ ও সাহসিকতায় মুগ্ধ হন ।

কালিম্পং, ৩ মে : বিভিন্ন প্রতিকূলতাকে তুচ্ছ করে দিনের পর দিন প্রত্যন্ত এলাকায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে চলেছে ভারতীয় সেনা । সিকিমের ইন্দো-চিন সীমান্ত নাথু-লা সহ দুর্গম ও প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে এই বিষয়ে অবহিত হলেন চিনসহ ২৯টি দেশের ৪২ জন সেনাবাহিনীর প্রতিনিধি ।

করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই । ভারতীয় সেনার উদ্যোগে এই ধরনের পরিচিতি ভ্রমণে খুশি প্রতিনিধিরা । নাথু-লা পাস ছাড়াও ছাঙ্গু লেক, বনঝাকারি জলপ্রপাত, হিমালয় জ়ুওলজিকাল পার্কসহ আকর্ষণীয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক স্থানগুলি পরিদর্শন করেন তাঁরা ।

nathula
করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই

১ মে থেকে ২ মে পর্যন্ত দু'দিনের এই কর্মসূচির ভূয়সি প্রশংসাও করেছেন উপস্থিত সামরিক প্রতিনিধিরা । তাঁদের বিভিন্ন বিষয়ে অবহিত করান ভারতীয় সেনাবাহিনীর ব্ল্যাক ক্যাট ডিভিশনের GOC । চিনের পিপলস আর্মির মেজর জেনেরাল ইউ হিবো এই প্রতিনিধি দলে ছিলেন । সবাই ভারতীয় সেনার চ্যালেঞ্জ ও সাহসিকতায় মুগ্ধ হন ।

Intro:দার্জিলিং,০৪ মার্চ : একজনকে কুড়ি বছর পর। আর এক জনকে তিন বছর পর বাড়িতে ফিরিয়ে দিয়ে নজির। দার্জিলিয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পিঙ্কি বিশ্বকর্মা নামে ওই যুবতীর অদম্য সমাজ সেবার কাছে হার মানছে অর্থের সমস্যা থেকে শুরু করে লোকবল। শুধু সমাজ সেবার ইচ্ছেকে ভর করে শৈলশহর দার্জিলিংয়ের পথে ঘাটে অসহায় অসুস্থদের পাশে দাঁড়াতে তাঁর এক মাত্র অনুপ্রেরণা মাদার টেরেজা। এভাবেই সম্প্রতি দার্জিলিং থেকে কোচবিহারের একজনকে উদ্ধার করে চিকিৎসায় সুস্থ করে তাঁর পরিবারের কাছে ফেরাতে সক্ষম হন তিনি । এরপর উত্তর প্রদেশের এক যুবককেও পরিবারের কাছে ফেরান তিনি।


Body:এভাবেই একের পর কাজ করে চলেছেন পিঙ্কি। এখন তাঁর পাশে পাশে কলেজ পড়ুয়া সহ আরও অন্তত ৬০। সংখ্যাটা হু হু করে বাড়ছে দিনকে দিন। কোনও রকম সরকারি সাহায্য ছাড়াই একাজে প্রশংসা কুড়িয়েছে সমাজের সব মহলের। নিজেরাই অর্থ জোগাড় করে পাহাড়ের পথেঘাটে অসহায় অবস্থায় পড়ে থাকা অসুস্থ, অপুষ্টির শিকার মানুষদের মাদার টেরেজার কায়দায় কাছে টেনে নিচ্ছেন পিঙ্কি ও তাঁর স্বেচ্ছাসেবকরা। এরপর কাছের মানুষের মতোই ওইসব মানুষদের নাওয়া-খাওয়া থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা ও কাউন্সেলিংয়েরমাধ্যমে ফের স্বাভাবিক জীবনের মুলস্রোতে ফেরানো। এভাবেই এখন এক ডাকে পাহাড়ের মানুষ তাঁকে চেনে। মাদার টেরেজার জোর হাত করা ছবিকে প্রতীক করে 'নমস্তে ফাউন্ডেশন' নামে তাঁর ওই স্বেচ্ছাসেবী সংস্থা এভাবেই পাহাড়ে নজর কাড়ছে।


Conclusion:পিঙ্কি বিশ্ব কর্মা বলেন, কোচ বিহারের এক যুবক ২০ বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। কোনও ভাবে দার্জিলিংয়ে এসে পড়েছিলেন। আর যেতে পারেননি। মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াতেন। ডাসবিনের খাবার খেয়ে কোনও রকমে এতদিন বেঁচে ছিলেন। নিজের নাম-ঠিকানা বলতে পারতেন না। তাঁকে দেখতে পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হয়। তাঁর নাম রাখা হয় রাজু।এরপর রাজু সুস্থ হয়ে উঠলে নিজের বাড়ির ঠিকানা বলার পর তাঁকে বাড়ি ফেরানো হয়। এভাবেই উত্তর প্রদেশের বিজয় কুমার এসে পড়ে ছিল দার্জিলিং পাহাড়ে। তিন বছর থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁকেও সুস্থ করে ২৮ ফেব্রুয়ারি বাড়ি ফেরানো হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.