ETV Bharat / state

শুভেন্দুর আরোগ্য কামনায় যজ্ঞ অনুগামীদের - Jhargram

গতকাল শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের আরও তিনজনের কোরোনা পজ়িটিভ হওয়ার খবর পাওয়া যায় । এরপরই শুভেন্দু অনুগামীদের একের পর এক সোশাল সাইটে পোস্ট শুরু হয় ।

Shuvendu Adhikary
author img

By

Published : Sep 26, 2020, 9:36 PM IST

ঝাড়গ্রাম, 26 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞ আয়োজন করল শুভেন্দুর অনুগামীরা । আজ ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিল্কিগড় এলাকাায় মা কনক দুর্গা মন্দিরে পঞ্চমহাযজ্ঞের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন কয়েকশো অনুগামী সহ তাঁর আত্ম সহায়ক মানস রঞ্জন ভুঁইঞা ও তাঁর পরিবার। পঞ্চ পুরোহিত দিয়ে এই মহাযজ্ঞের আয়োজন করা হয় ।

গতকাল শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের আরও তিনজনের কোরোনা পজ়িটিভ হওয়ার খবর পাওয়া যায় । এরপরই শুভেন্দু অনুগামীদের একের পর এক সোশাল সাইটে পোস্ট শুরু হয় । পশ্চিম মেদিনীপুরের বেশকিছু শুভেন্দু অনুগামী ও ঝাড়গ্রামের অনুগামীরা মিলে হাজির হন জামবনি ব্লকোর চিল্কিগড়ে । তারা কনক দুর্গা মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির চত্বরে মহাযজ্ঞ করেন । এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার স্নেহাশিস ভকত, সৌমেন আচার্য, দিলেশ্বর মাহাত, দেবব্রত ভুঁইঞা, পশ্চিম মেদিনীপুরের রমা গিরির মত কয়েকশো শুভেন্দু অনুগামী ।

তৃণমূল নেতা রমা গিরি বলেন, " আমাদের নেতা শুধু নয়, ঘরের ছেলে শুভেন্দু অধিকারী । জঙ্গলমহলে দিনের পর দিন যেভাবে কাজ করে চলেছেন তাতে তিনি এলাকায় মুক্তিসূর্য হিসেবেই পরিচিত । তাঁরই দ্রুত সুস্থ কামনা আমাদের সার্বিক এই মহাযজ্ঞের আয়োজন । ষোড়শ উপাচারে দেবীর পুজো করে আমরা তাঁর দ্রুত সুস্থ কামনা আবেদন করছি ।"

শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক মানস রঞ্জন ভুঁইঞা বলেন, “ বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনার জন্যই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অনুগামীরা আমরা একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়েছি । যাতে এই মহাযজ্ঞের মাধ্যমে মায়ের কাছে আবেদন দ্রুত যেন সুস্থ করে দেন জঙ্গলমহলের ঘরের ছেলেকে।”

ঝাড়গ্রাম, 26 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত হয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞ আয়োজন করল শুভেন্দুর অনুগামীরা । আজ ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিল্কিগড় এলাকাায় মা কনক দুর্গা মন্দিরে পঞ্চমহাযজ্ঞের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন কয়েকশো অনুগামী সহ তাঁর আত্ম সহায়ক মানস রঞ্জন ভুঁইঞা ও তাঁর পরিবার। পঞ্চ পুরোহিত দিয়ে এই মহাযজ্ঞের আয়োজন করা হয় ।

গতকাল শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের আরও তিনজনের কোরোনা পজ়িটিভ হওয়ার খবর পাওয়া যায় । এরপরই শুভেন্দু অনুগামীদের একের পর এক সোশাল সাইটে পোস্ট শুরু হয় । পশ্চিম মেদিনীপুরের বেশকিছু শুভেন্দু অনুগামী ও ঝাড়গ্রামের অনুগামীরা মিলে হাজির হন জামবনি ব্লকোর চিল্কিগড়ে । তারা কনক দুর্গা মন্দিরে পুজো দেওয়ার পর মন্দির চত্বরে মহাযজ্ঞ করেন । এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার স্নেহাশিস ভকত, সৌমেন আচার্য, দিলেশ্বর মাহাত, দেবব্রত ভুঁইঞা, পশ্চিম মেদিনীপুরের রমা গিরির মত কয়েকশো শুভেন্দু অনুগামী ।

তৃণমূল নেতা রমা গিরি বলেন, " আমাদের নেতা শুধু নয়, ঘরের ছেলে শুভেন্দু অধিকারী । জঙ্গলমহলে দিনের পর দিন যেভাবে কাজ করে চলেছেন তাতে তিনি এলাকায় মুক্তিসূর্য হিসেবেই পরিচিত । তাঁরই দ্রুত সুস্থ কামনা আমাদের সার্বিক এই মহাযজ্ঞের আয়োজন । ষোড়শ উপাচারে দেবীর পুজো করে আমরা তাঁর দ্রুত সুস্থ কামনা আবেদন করছি ।"

শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক মানস রঞ্জন ভুঁইঞা বলেন, “ বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনার জন্যই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অনুগামীরা আমরা একসঙ্গে মন্দিরে উপস্থিত হয়েছি । যাতে এই মহাযজ্ঞের মাধ্যমে মায়ের কাছে আবেদন দ্রুত যেন সুস্থ করে দেন জঙ্গলমহলের ঘরের ছেলেকে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.