ETV Bharat / state

Mamata Banerjee: শালবনিতে জিন্দালদের জমিতে নয়া শিল্প গড়ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : May 27, 2023, 8:40 PM IST

Updated : May 27, 2023, 11:08 PM IST

শালবনিতে নয়া শিল্প গড়তে চলেছে রাজ্য সরকার ৷ শনিবার শালবনিতে দাঁড়িয়ে সেই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

Etv Bharat
ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর
ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনি, 27 মে: শালবনির সভা থেকে রাজ্যে নয়া শিল্প নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ৷ তৎকালীন বাম সরকার শালবনিতে জিন্দালদের স্টিল ফ্যাক্টরির জন্য জমি দিয়েছিল ৷ কিন্তু সেই আমলে কারখানা তৈরি হয়ে ওঠেনি ৷ জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর শনিবার সেই প্রসঙ্গ তুলে শালবনির সভা থেকে রাজ্যে নয়া শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷

এদিন শালবনি থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ মণিপুরের মতো এ রাজ্যেও জাতি হিংসায় ইন্ধন জোগাচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ৷ বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও এদিন একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ঝাড়গ্রামের একাধিক এলাকার প্রসঙ্গ তুলে তিনি স্পষ্টতই অভিযোগ করেন, বাম আমলে এই এলাকার কোনও উন্নয়নই হয়নি ৷ বরং রাজ্যে পালাবদলের পরই শালবনি, গড়বেতা, লোধাশুলির মতো এলাকায় উন্নয়ন হয়েছে ৷ তার সঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, শালবনিতে নতুন শিল্প আনতে চলেছে সরকার ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "শালবনিতে জিন্দালদের কারখানার জন্য যতটা জমি লেগেছে, বাদবাকি জমি যেটা কোনও কাজে লাগেনি সেই জমি ওরা আমাদের ফেরত দিচ্ছে ৷ আমরা এখানে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে ৷ শালবনিতে আরও একটা ইন্ডাস্ট্রি হবে ৷"

এরই সঙ্গে বামেদের কার্যত এদিন তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বাম-বিজেপির মধ্য়ে এক অশুভ আঁতাত হয়েছে ৷ যে জোটে রয়েছে কংগ্রেসও ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "রাম-বাম-শ্য়াম তৃণমূলকে গাল দেয় সব সময় ৷ গাল দেওয়াটা আপনার অধিকার, কিন্তু অনেকেই হেট স্পিচ দিচ্ছেন ৷ তা বরদাস্ত করা যাবে না ৷"

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা

এরই সঙ্গে এদিন 2011 সালের রাজ্যের সরকার পরিবর্তনের প্রসঙ্গও ফের একবার টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "আমরা গুজরাতের বিজেপি সরকার বা কেরলের সিপিএম সরকার নই, যে বদলা নেব ৷ আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই ৷ সিপিএম বলে আমাদের গ্রেফতার করেনি কেন? দয়া করে সিপিএম কর্মী-নেতাদের গ্রেফতার করিনি ৷" মুখ্যমন্ত্রী স্মৃতিচারণা করতে গিয়ে জানান, সিপিএম যে অন্য়ায় করেছে, রেশনের মতো সপ্তাহে একদিন একবার করে মারা দরকার বলে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্য়ায় ৷ সেই কথা মনে করিয়ে তিনি বলেন, "আমি বলি, বন্দুক, লাঠির দরকার নেই, বিচুটি পাতা দিলেই হবে ৷"

ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনি, 27 মে: শালবনির সভা থেকে রাজ্যে নয়া শিল্প নিয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ৷ তৎকালীন বাম সরকার শালবনিতে জিন্দালদের স্টিল ফ্যাক্টরির জন্য জমি দিয়েছিল ৷ কিন্তু সেই আমলে কারখানা তৈরি হয়ে ওঠেনি ৷ জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর শনিবার সেই প্রসঙ্গ তুলে শালবনির সভা থেকে রাজ্যে নয়া শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷

এদিন শালবনি থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ মণিপুরের মতো এ রাজ্যেও জাতি হিংসায় ইন্ধন জোগাচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ৷ বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও এদিন একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ঝাড়গ্রামের একাধিক এলাকার প্রসঙ্গ তুলে তিনি স্পষ্টতই অভিযোগ করেন, বাম আমলে এই এলাকার কোনও উন্নয়নই হয়নি ৷ বরং রাজ্যে পালাবদলের পরই শালবনি, গড়বেতা, লোধাশুলির মতো এলাকায় উন্নয়ন হয়েছে ৷ তার সঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, শালবনিতে নতুন শিল্প আনতে চলেছে সরকার ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "শালবনিতে জিন্দালদের কারখানার জন্য যতটা জমি লেগেছে, বাদবাকি জমি যেটা কোনও কাজে লাগেনি সেই জমি ওরা আমাদের ফেরত দিচ্ছে ৷ আমরা এখানে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে ৷ শালবনিতে আরও একটা ইন্ডাস্ট্রি হবে ৷"

এরই সঙ্গে বামেদের কার্যত এদিন তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, বাম-বিজেপির মধ্য়ে এক অশুভ আঁতাত হয়েছে ৷ যে জোটে রয়েছে কংগ্রেসও ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "রাম-বাম-শ্য়াম তৃণমূলকে গাল দেয় সব সময় ৷ গাল দেওয়াটা আপনার অধিকার, কিন্তু অনেকেই হেট স্পিচ দিচ্ছেন ৷ তা বরদাস্ত করা যাবে না ৷"

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের নামে রাজ্যে জাতির মধ্যে অশান্তি বাঁধাতে চায় বিজেপি: মমতা

এরই সঙ্গে এদিন 2011 সালের রাজ্যের সরকার পরিবর্তনের প্রসঙ্গও ফের একবার টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "আমরা গুজরাতের বিজেপি সরকার বা কেরলের সিপিএম সরকার নই, যে বদলা নেব ৷ আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই ৷ সিপিএম বলে আমাদের গ্রেফতার করেনি কেন? দয়া করে সিপিএম কর্মী-নেতাদের গ্রেফতার করিনি ৷" মুখ্যমন্ত্রী স্মৃতিচারণা করতে গিয়ে জানান, সিপিএম যে অন্য়ায় করেছে, রেশনের মতো সপ্তাহে একদিন একবার করে মারা দরকার বলে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্য়ায় ৷ সেই কথা মনে করিয়ে তিনি বলেন, "আমি বলি, বন্দুক, লাঠির দরকার নেই, বিচুটি পাতা দিলেই হবে ৷"

Last Updated : May 27, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.