ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় গ্রেপ্তার জামবনি থানার ইন্সপেক্টর

সম্প্রতি IC হিসেবে লালগড় থানার দায়িত্বে এসেছেন অরিন্দম ভট্টাচার্য । থানার মালখানার দায়িত্বে আগে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । তাঁকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে দায়িত্ব দেওয়া হয় । তারপর মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় মামলা রুজু করেন অরিন্দমবাবু । তারাপদবাবু এখন জামবনি থানায় রয়েছেন । অস্ত্র চুরির ঘটনার তদন্তে নেমে তারাপদবাবু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Inspector arrested in arms theft case
আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় গ্রেপ্তার তারাপদ টুডু ।
author img

By

Published : Jan 22, 2020, 11:12 PM IST

লালগড়, 22 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে 18টি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় জামবনি থানার ইন্সপেক্টর তারাপদ টুডু সহ 4 জনকে গ্রেপ্তার করা হল । ধৃতদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

সম্প্রতি IC হিসেবে লালগড় থানার দায়িত্বে এসেছেন অরিন্দম ভট্টাচার্য । থানার মালখানার দায়িত্বে আগে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । তাঁকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে দায়িত্ব দেওয়া হয় । তারপর মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় মামলা রুজু করেন অরিন্দমবাবু । তারাপদবাবু এখন জামবনি থানায় রয়েছেন । অস্ত্র চুরির ঘটনার তদন্তে নেমে তারাপদবাবু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মালখানায় রাখা 18টি বন্দুকের হিসেব মিলছিল না । তারপর 409 ধারায় মামলা রুজু হয় । অভিযোগ, মালখানার দায়িত্বে থাকাকালীন তারাপদবাবু আগ্নেয়াস্ত্রগুলি সরিয়েছিলেন ।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার রাঠোর বলেন, "তদন্ত চলছে । ধৃতদের বক্তব্যে অসংগতি রয়েছে । আমরা খতিয়ে দেখছি, লালগড় থানার মালখানা থেকে কীভাবে আগ্নেয়াস্ত্র চুরি গেল । ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।" সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন, "ধৃতদের 10 দিনের হেপাজত চেয়েছিলাম কিন্তু বিচারক পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।"

লালগড়, 22 জানুয়ারি : লালগড় থানার মালখানা থেকে 18টি আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় জামবনি থানার ইন্সপেক্টর তারাপদ টুডু সহ 4 জনকে গ্রেপ্তার করা হল । ধৃতদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

সম্প্রতি IC হিসেবে লালগড় থানার দায়িত্বে এসেছেন অরিন্দম ভট্টাচার্য । থানার মালখানার দায়িত্বে আগে ছিলেন ইন্সপেক্টর তারাপদ টুডু । তাঁকে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জাকে দায়িত্ব দেওয়া হয় । তারপর মালখানা থেকে আগ্নেয়াস্ত্র চুরির ঘটনায় মামলা রুজু করেন অরিন্দমবাবু । তারাপদবাবু এখন জামবনি থানায় রয়েছেন । অস্ত্র চুরির ঘটনার তদন্তে নেমে তারাপদবাবু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মালখানায় রাখা 18টি বন্দুকের হিসেব মিলছিল না । তারপর 409 ধারায় মামলা রুজু হয় । অভিযোগ, মালখানার দায়িত্বে থাকাকালীন তারাপদবাবু আগ্নেয়াস্ত্রগুলি সরিয়েছিলেন ।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার রাঠোর বলেন, "তদন্ত চলছে । ধৃতদের বক্তব্যে অসংগতি রয়েছে । আমরা খতিয়ে দেখছি, লালগড় থানার মালখানা থেকে কীভাবে আগ্নেয়াস্ত্র চুরি গেল । ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।" সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন, "ধৃতদের 10 দিনের হেপাজত চেয়েছিলাম কিন্তু বিচারক পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।"

Intro:লালগড় থানার বাজেয়াপ্ত 18 টি আর্মসের নিখোঁজের ঘটনায় অ্যারেস্ট হলো পূর্বে দায়িত্বে থাকা এক এস আই অফিসার এক সিভিক গ্রেফতার , অভিযুক্ত দের ঝাড়গ্রাম কোর্টে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন l Body:
লালগড় থানার বাজেয়াপ্ত 18 টি আর্মসের নিখোঁজের ঘটনায় অ্যারেস্ট হলো পূর্বে দায়িত্বে থাকা এক এস আই অফিসার এক সিভিক গ্রেফতার , অভিযুক্ত দের ঝাড়গ্রাম কোর্টে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন l

ঘটনা প্রসঙ্গে জানাযায় লালগড় থানার সম্প্রতি দায়িত্ব পান আইসি অরিন্দম ভট্টাচার্য l পূর্বের লালগড় থানার মালখানার দায়িত্বে থাকা তারাপদ টুডু কে সরিয়ে বিশ্বজিৎ পাঞ্জা কে দায়িত্ব দেওয়া হয় l এই দায়িত্ব পাওয়ার পরই 21 তারিখ একটি মামলা রুজু করেন আইসি অরিন্দম ভট্টাচার্য l তিনি মালখানায় থাকা বাজেয়াপ্ত 18 টি আর্মসের হদিশ পাচ্ছিলেন না l সেই ভিত্তিতে তিনি মামলা রুজু করেন l এই মামলা তদন্ত করতে গিয়ে অবশেষে পূর্বে দায়িত্বে থাকা তারাপদ টুডু অফিসারসহ এক সিভিক ও দুজন সাধারণ মানুষ মিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ l এরা হলেন তারাপদ টুডু ,লক্ষীরাম রানা,দিলীপ সেনাপতি ও সুধাংশু সেনাপতি l 16 ই জানুয়ারি এবছর বিশ্বজিৎ পাঞ্জা মালখানার দায়িত্ব পান ,তারাপদ টুডু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় অসঙ্গতি লক্ষ্য করেন l 18 টা সেফ কাস্টডি বন্দুকের হিসেব মিলছিল না l মূলত এই অস্ত্রগুলো 2008 এর পর থেকে মাওবাদী পিরিয়ডের সময়ে বাজেয়াপ্ত করা হয় l এই অসঙ্গতির ভিত্তিতে 409 ধারায় মামলা রুজু l অভিযোগ এরা নিজেদের যোগ সাজোগের মধ্যদিয়েই বাজেয়াপ্ত করা আঠারোটি আর্মস মালখানা থেকে সরিয়ে ফেলে l এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ঝাড়গ্রামে l এই দিন এই চারজনকে ঝাড়গ্রাম কোর্টে তোলা হলে বিচারক সব শোনার পর পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন l যদিও ঝাড়গ্রাম পুলিশ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল l ফলে যেই রক্ষক সেই ভক্ষক এর ভূমিকায় অবতীর্ণ পুলিশদের কঠিন থেকে কঠিনতর সাজা আবেদন করেছে বিভিন্ন মহল l প্রশ্ন উঠছে কিভাবে পুলিশি হেফাজতে থাকা এই উদ্ধার হওয়া আর্মস গায়েব হয়ে গেল , কেনই বা কেউ টের পেল না , সে বিষয়েও একাধিক প্রশ্ন উঠছে l যদিও এ বিষয়ে কোনো পুলিশ অফিসার মুখ খোলেন নি l এ বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিত কুমার রাঠোর কে জানতে চাওয়া হলে তিনি বলেন পুরো ঘটনাটা তদন্ত সাপেক্ষ ,ওই তারাপদ এবং দুজন যে গ্রামবাসী কে আমরা ধরেছি তাদের বক্তব্যের অসংগতি এবং এই সম্বন্ধে বিভিন্ন তথ্য গোপনের জন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছি আমরা খতিয়ে দেখছি কিভাবে এই বাজেয়াপ্ত আর্মস তাদের কাছে গেল লালগড় থানা থেকে l এছাড়াও এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও আমরা খোঁজখবর চালাচ্ছি l সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন 5 /20 মামলা রুজু হয় এই এসআইয়ের বিরুদ্ধে আর সেই ভিত্তিতে এদিন কোর্টে তোলা হয় l দশদিনের হেফাজতের চেয়েছিলাম কিন্তু বিচারক সব শোনার পর পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন l

Conclusion:লালগড় থানার বাজেয়াপ্ত 18 টি আর্মসের নিখোঁজের ঘটনায় অ্যারেস্ট হলো পূর্বে দায়িত্বে থাকা এক এস আই অফিসার এক সিভিক গ্রেফতার , অভিযুক্ত দের ঝাড়গ্রাম কোর্টে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.