ETV Bharat / state

খড়গপুর-টাটানগর রুটে লোকাল ট্রেন চালুর দাবি, ঝাড়গ্রামে বিক্ষোভ কংগ্রেসের - Jhargram Station

ট্রেন না চলায় প্রতিদিন বাসে করে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এতে খরচও বেশি হচ্ছে ৷ পাশাপাশি অনেক সময় বাস সময়মতো না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ জানাচ্ছেন ঝাড়গ্রামের বাসিন্দারা ৷

Jhargram zila congress protest at Jhargram Station
ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস
author img

By

Published : Nov 17, 2020, 7:07 PM IST

ঝাড়গ্রাম, 17 নভেম্বর : খড়গপুর-টাটানগর রুটে লোকাল ট্রেন চালুর দাবিতে ঝাড়গ্রাম স্টেশনে বিক্ষোভ জেলা কংগ্রেসের ৷ ট্রেনের দাবিতে জেলা কংগ্রেসের তরফে ডেপুটেশন জমা দেওয়া হল স্টেশন ম্যানেজারকে ৷

বুধবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ অথচ রেল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে খড়গপু- টাটানগর রুটের গুরুত্বপূর্ণ জায়গা ঝাড়গ্রাম । খড়গপুর-টাটানগর রুটে কেবলমাত্র স্টিল এক্সপ্রেস চলছে ৷ তাও রিজার্ভেশন ছাড়া যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না । এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সাধারণ মানুষকে খড়গপুর, মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের চাকুলিয়া, ঘাটশিলা, টাটানগর যেতে হলে ভোগান্তির শিকার হতে হচ্ছে । খড়গপুর-টাটানগর রুটে অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা ঝাড়গ্রাম রেল স্টেশনে দীর্ঘক্ষণ অবস্থান করেন ৷ পরে স্টেশন ম্যানেজার হীরালাল মুর্মুর কাছে লোকাল ট্রেন চালানোর দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ।

ঝাড়গ্রাম শহরের বাসিন্দা কালীশংকর সাহা, জয়দেব গিরি, এস কে নুরুল আলি, এস কে রাজিবুল আলি-রা বলেন, "প্রতিদিন বাসে করে কাজের জন্য খড়গপুরে যেতে হয় ৷ ফলে খুবই সমস্যায় পড়তে হচ্ছে আমাদের । এই রুটে লোকাল ট্রেন চালু হলে খুবই উপকার হয় ৷"

ঝাড়গাম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ দে বলেন, "খড়গপুর-টাটানগর রুটে লোকাল ট্রেন চালানোর দাবিতে ঝাড়গ্রাম স্টেশনে অবস্থান-বিক্ষোভ এবং স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে । এই রুটে ট্রেন অবিলম্বে চালু করা দরকার ৷ লোকাল ট্রেন না থাকার কারণে ঝাড়গ্রাম, খাটখুরা, গিধনি, বাঁশতলা, সরডিহা এইসব এলাকার মানুষ খুবই সমস্যায় পড়ছেন ।"

ঝাড়গ্রাম, 17 নভেম্বর : খড়গপুর-টাটানগর রুটে লোকাল ট্রেন চালুর দাবিতে ঝাড়গ্রাম স্টেশনে বিক্ষোভ জেলা কংগ্রেসের ৷ ট্রেনের দাবিতে জেলা কংগ্রেসের তরফে ডেপুটেশন জমা দেওয়া হল স্টেশন ম্যানেজারকে ৷

বুধবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ অথচ রেল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে খড়গপু- টাটানগর রুটের গুরুত্বপূর্ণ জায়গা ঝাড়গ্রাম । খড়গপুর-টাটানগর রুটে কেবলমাত্র স্টিল এক্সপ্রেস চলছে ৷ তাও রিজার্ভেশন ছাড়া যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না । এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সাধারণ মানুষকে খড়গপুর, মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের চাকুলিয়া, ঘাটশিলা, টাটানগর যেতে হলে ভোগান্তির শিকার হতে হচ্ছে । খড়গপুর-টাটানগর রুটে অবিলম্বে লোকাল ট্রেন চালানোর দাবিতে জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা ঝাড়গ্রাম রেল স্টেশনে দীর্ঘক্ষণ অবস্থান করেন ৷ পরে স্টেশন ম্যানেজার হীরালাল মুর্মুর কাছে লোকাল ট্রেন চালানোর দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ।

ঝাড়গ্রাম শহরের বাসিন্দা কালীশংকর সাহা, জয়দেব গিরি, এস কে নুরুল আলি, এস কে রাজিবুল আলি-রা বলেন, "প্রতিদিন বাসে করে কাজের জন্য খড়গপুরে যেতে হয় ৷ ফলে খুবই সমস্যায় পড়তে হচ্ছে আমাদের । এই রুটে লোকাল ট্রেন চালু হলে খুবই উপকার হয় ৷"

ঝাড়গাম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ দে বলেন, "খড়গপুর-টাটানগর রুটে লোকাল ট্রেন চালানোর দাবিতে ঝাড়গ্রাম স্টেশনে অবস্থান-বিক্ষোভ এবং স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে । এই রুটে ট্রেন অবিলম্বে চালু করা দরকার ৷ লোকাল ট্রেন না থাকার কারণে ঝাড়গ্রাম, খাটখুরা, গিধনি, বাঁশতলা, সরডিহা এইসব এলাকার মানুষ খুবই সমস্যায় পড়ছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.