ঝাড়গ্রাম, 15: হাতির দল বেরিয়েছে শুনে গ্রামবাসীদের সঙ্গে হাতি দেখতে গিয়েছিলেন ৷ তখনই পড়ে যান একটি হাতির সামনে ৷ পালাতে পারেননি ৷ হাতি শুঁড়ে জড়িয়ে ধরে তাঁকে ৷ তবে কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন ৷ আপাতত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তিনি ৷ বৃহস্পতিবার বিকেলে লোধাশুলি রেঞ্জের চন্দ্রী বিটের সিমলির জঙ্গলে ঘটনাটি ঘটেছে ।
বৃহস্পতিবার বিকেলে লোধাশুলি রেঞ্জের চন্দ্রী বিটের সিমলির জঙ্গলে 30/34টি হাতির একটি দল ঢোকে । এই খবর পেয়ে গ্রামবাসীদের সঙ্গে হাতি দেখতে গিয়েছিলেন ঝাড়গ্রাম ব্লকের সিমলি গ্রামের বাসিন্দা শম্ভু শবর । তখনই হঠাৎ করে একটি হাতির সামনে পড়ে যান শম্ভু । তাঁকে শুঁড়ে জড়িয়ে ধরে হাতিটি । কোনওক্রমে শম্ভু শুঁড় ছাড়িয়ে মাটিতে পড়তেই এলোপাথাড়ি লাথি মারতে শুরু করে হাতিটি । তবে কোনওমতে পালিয়ে বাঁচেন ৷
আপাতত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি । বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন শম্ভু ৷ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান প্রতিবেশীদের ৷
আরও পড়ুন: সন্তানকে নিয়ে পথে করোনা আক্রান্ত বাবা, পুলিশের চেষ্টায় মায়ের কোলে ফিরল শিশু