ঝাড়গ্রাম, 21 মার্চ : রবিবার ঝাড়গ্রামে রোড শো করলেন ঘাটালের সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের তারকা দীপক অধিকারী ওরফে দেব । ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে অনুব্রত মণ্ডলের পর এবার প্রচারে এলেন দেব । এদিন সকাল থেকেই দেবকে দেখার জন্য ঝাড়গ্রাম শহরের সাধারণ মানুষকে রাস্তার দুধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় । ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা রোড শো করেন দেব ।
অন্যদিকে ঝাড়গ্রামে রোড শো করার পর বিনপুর বিধানসভার প্রার্থী দেবনাথ হাঁসদার সমর্থনে শীলদা বাজারে শীলদা স্কুল মাঠে জনসভা করেন দেব । দেবকে দেখার জন্য সভায় উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড় । এদিনের জনসভায় দেব বলেন , " রাম রহিমের মাঝে যারা দেওয়াল তোলে তাদের খেলা এই ভোটে শেষ হবে ।"
আরও পড়ুন : অনুব্রত মণ্ডলের রোড-শোতে খেলা হবে গানে উদ্যম নাচ মহিলা কর্মী সমর্থকদের
এবারের ভোটের শাসক বিরোধী সকলের মুখেই একটাই স্লোগান "খেলা হবে" । এই খেলা হবে প্রসঙ্গে দেব বলেন , "মানুষকে ভালো রাখার খেলা হবে। মানুষকে শান্তিতে রাখার খেলা হবে । মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার খেলা হবে । মানুষ যেন শান্তিতে থাকে , উন্নয়ন হয় , মানুষে যেন হাঁসি খুশি থাকে সেই খেলা হবে ।" তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন , " যারা হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে তাঁদের খেলা শেষ হবে । যাঁরা রাম আর রহিমের মাঝে দেওয়াল তৈরি করে তাঁদের খেলা শেষ হবে । যারা মিথ্যা প্রচার করে , বাংলার নাম খারাপ করে তাদের খেলা শেষ হবে । অতএব বাংলা জিতবে , মানুষ জিতবে সেই খেলায় হবে ।"