ETV Bharat / state

ASHA Worker Harassed in Jhargram: আবাস যোজনার সমীক্ষার সময় আশা কর্মীকে হেনস্তা, অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠালো আদালত

গত সোমবার আবাস যোজনার (PMAYG) বাড়ির সমীক্ষার সময় ঝাড়গ্রামের বড়বাড়ি গ্রামে এক আশা কর্মীকে হেনস্তার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় কমল মাহাতো নামে একজন স্পেশাল হোমগার্ডকে (Special Home Guard) গ্রেফতার করেছে ৷ শনিবার আদালত (Jhargram Court) তাঁকে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে ৷

asha-worker-harassed-during-pmayg-survey-jhargram-court-sent-accused-to-police-custody
ASHA Worker Harassed in Jhargram: আবাস যোজনার সমীক্ষার সময় আশা কর্মীকে হেনস্তা, অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠালো আদালত
author img

By

Published : Dec 10, 2022, 8:19 PM IST

ঝাড়গ্রাম, 10 ডিসেম্বর: আবাস যোজনার (PMAYG) বাড়ির সমীক্ষা করতে গিয়ে গত সোমবার ঝাড়গ্রামে এক আশা কর্মী (ASHA Worker Harassed) আক্রান্ত হয়েছিলেন ৷ সেই ঘটনায় কমল মাহাতো নামে একজন স্পেশাল হোমগার্ডকে (Special Home Guard) গ্রেফতার হয়েছে । শনিবার ঝাড়গ্রাম আদালত (Jhargram Court) অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷

গত সোমবার ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি গ্রামে ঘটনাটি । ওইদিন আবাস যোজনার বাড়ির সমীক্ষা করতে এলাকায় গিয়েছিলেন কাকলি মাহাতো নামে এক আশা কর্মী ৷ সঙ্গে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার এবং মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিযোগ, বড়বাড়ি গ্রামে সমীক্ষা করার সময় নয়াগ্রাম থানায় কর্তব্যরত কমল মাহাতো নামে এক স্পেশাল হোমগার্ড আবাস যোজনার বাড়ির তালিকা দেখার জন্য জোরাজুরি করতে থাকেন । তাঁর দাবি ছিল যে তাঁর স্ত্রীর নাম প্রথমে তালিকায় ছিল, কিন্তু পরে তা বাদ দেওয়া হয় ৷ কিন্তু তাঁকে তালিকা দেখাননি কাকলি মাহাতোরা ৷ অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কমল মাহাতো ৷ তিনি প্রথমে কাকলিদের কটাক্ষ করেন ৷ তার পর কাকলির হাতে থাকা নথি ছিঁড়ে দেন ৷ কাকলিকে হেনস্তাও করেন ৷

কমলের বাবা মহেন্দ্র মাহাতো বলেন, "বাড়িতে সমীক্ষা করতে আসার সময় আমার ছেলে তালিকা দেখতে চেয়েছিল । তাঁরা সকলেই বলেন, তালিকা দেখানো যাবে না ৷ উপর মহলে গিয়ে তালিকা দেখে নেবেন ৷ তারপরে আমার ছেলে তালিকা দেখতে জন্য জোর করতে কাগজটি ছিঁড়ে যায় ৷’’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রামের বিডিও অভিগ্না চক্রবর্তী ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ করেন । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বড়বাড়ি গ্রাম থেকে কমল মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ অভিযুক্তের আইনজীবী শান্তনু ঘোষ বলেন, "আমার মুক্কেল কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন ৷ তাঁকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে ।’’

আরও পড়ুন: সরকারি আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হুমকির শিকার আশাকর্মীরা, দ্বারস্থ বিডিও-র

ঝাড়গ্রাম, 10 ডিসেম্বর: আবাস যোজনার (PMAYG) বাড়ির সমীক্ষা করতে গিয়ে গত সোমবার ঝাড়গ্রামে এক আশা কর্মী (ASHA Worker Harassed) আক্রান্ত হয়েছিলেন ৷ সেই ঘটনায় কমল মাহাতো নামে একজন স্পেশাল হোমগার্ডকে (Special Home Guard) গ্রেফতার হয়েছে । শনিবার ঝাড়গ্রাম আদালত (Jhargram Court) অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে ৷

গত সোমবার ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি গ্রামে ঘটনাটি । ওইদিন আবাস যোজনার বাড়ির সমীক্ষা করতে এলাকায় গিয়েছিলেন কাকলি মাহাতো নামে এক আশা কর্মী ৷ সঙ্গে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার এবং মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিযোগ, বড়বাড়ি গ্রামে সমীক্ষা করার সময় নয়াগ্রাম থানায় কর্তব্যরত কমল মাহাতো নামে এক স্পেশাল হোমগার্ড আবাস যোজনার বাড়ির তালিকা দেখার জন্য জোরাজুরি করতে থাকেন । তাঁর দাবি ছিল যে তাঁর স্ত্রীর নাম প্রথমে তালিকায় ছিল, কিন্তু পরে তা বাদ দেওয়া হয় ৷ কিন্তু তাঁকে তালিকা দেখাননি কাকলি মাহাতোরা ৷ অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কমল মাহাতো ৷ তিনি প্রথমে কাকলিদের কটাক্ষ করেন ৷ তার পর কাকলির হাতে থাকা নথি ছিঁড়ে দেন ৷ কাকলিকে হেনস্তাও করেন ৷

কমলের বাবা মহেন্দ্র মাহাতো বলেন, "বাড়িতে সমীক্ষা করতে আসার সময় আমার ছেলে তালিকা দেখতে চেয়েছিল । তাঁরা সকলেই বলেন, তালিকা দেখানো যাবে না ৷ উপর মহলে গিয়ে তালিকা দেখে নেবেন ৷ তারপরে আমার ছেলে তালিকা দেখতে জন্য জোর করতে কাগজটি ছিঁড়ে যায় ৷’’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রামের বিডিও অভিগ্না চক্রবর্তী ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ করেন । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বড়বাড়ি গ্রাম থেকে কমল মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ অভিযুক্তের আইনজীবী শান্তনু ঘোষ বলেন, "আমার মুক্কেল কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন ৷ তাঁকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে ।’’

আরও পড়ুন: সরকারি আবাস যোজনার সার্ভে করতে গিয়ে হুমকির শিকার আশাকর্মীরা, দ্বারস্থ বিডিও-র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.