ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে যুবককে গণপ্রহার - বানারহাট

গ্রাম থেকে শিশুকন্যাকে নিয়ে পালাচ্ছে ৷ এই অভিযোগে এক যুবককে মারধর করা হল ৷

Youth beating
author img

By

Published : Sep 1, 2019, 8:57 AM IST

ধুপগুড়ি, 1 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধর করা হল ৷ পুরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷ ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়ির ৷

গতকাল ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার তেলিপাড়া মোড়ে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, একটি বাড়ি থেকে নয় মাসের একটি শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছিল সে ৷ তারা ধরে ফেলে ৷ এরপরই ওই যুবককে গাছে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা ৷

Victim boy
আক্রান্ত যুবক

যুবকটি জানায়, সে ভুটান সংলগ্ন চামুর্চি এলাকার বাসিন্দা ৷ সে মানসিক ভারসাম্যহীন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ যুবককে উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যায় । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল 2019 বা গণপ্রহার রোধ বিল । এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে, দোষী ব্যক্তির সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড ৷ এবং এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ।

ধুপগুড়ি, 1 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধর করা হল ৷ পুরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷ ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়ির ৷

গতকাল ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার তেলিপাড়া মোড়ে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, একটি বাড়ি থেকে নয় মাসের একটি শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছিল সে ৷ তারা ধরে ফেলে ৷ এরপরই ওই যুবককে গাছে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা ৷

Victim boy
আক্রান্ত যুবক

যুবকটি জানায়, সে ভুটান সংলগ্ন চামুর্চি এলাকার বাসিন্দা ৷ সে মানসিক ভারসাম্যহীন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ যুবককে উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যায় । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল 2019 বা গণপ্রহার রোধ বিল । এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে, দোষী ব্যক্তির সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড ৷ এবং এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ।

Intro:nullBody:ছেলেধরা সন্দেহে গণপিটুনি যুবককে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যুবককে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার তেলিপাড়া মোড়ে।জানা যায় এদিন তেলিপাড়ার কালুয়া পুল এলাকার পাশের একটি বাড়ি থেকে নয় মাসের একটি শিশু কন্যাকে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের কাছে হাতে নাতে ধরা পরে এক যুবক বলে দাবি করে কয়েকজন।ধরতে পেরেই বেশ কয়েকজন ওই যুবককে গাছের সাথে বেঁধে মারধর করে বলে অভিযোগ।ঐ যুবক নিজেকে ভুটান সংলগ্ন চামুর্চি এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়। সে আরো জানায় সে একজন মানসিক রোগী।
পুলিশ ওই যুবককে আটক করে বানারহাট থানায় নিয়ে যায়। ঘটনাটি কে গুজব বলে দাবি করে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.