ETV Bharat / state

বকেয়া দু'মাসের মজুরি, প্রতিবাদে কাজ না করার সিদ্ধান্ত শ্রমিকদের - wage

বকেয়া রয়েছে দু'মাসের মজুরি৷ প্রতিবাদে আজ থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কিলকোট চা বাগানের শ্রমিকরা৷

কিলকোট চা বাগান
author img

By

Published : Apr 29, 2019, 3:23 PM IST

কিলকোট, 29 এপ্রিল : বাগান বন্ধ রেখে কাজ না করার সিদ্ধান্ত নিল ডুয়ার্সের কিলকোট চা বাগানের শ্রমিকরা৷ তাঁদের বকেয়া রয়েছে প্রায় দু'মাসের মজুরি৷

শনিবার বকেয়া মজুরির দাবিতে বাগান ম্যানেজার জয় মুখার্জিকে প্রায় চার ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা৷ বিক্ষোভের জেরে এপ্রিল মাসে অগ্রিম এক সপ্তাহের মজুরি দেওয়া হয় শ্রমিকদের৷ বিক্ষোভ তুলে নেন শ্রমিকরা৷ অভিযোগ, এরপরই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার৷ আজ ফের বকেয়া মজুরির দাবি জানান কিলকোট চা বাগানের শ্রমিকরা৷ তৃণমূলের চা বাগান শ্রমিক সংগঠন ও বিকাশ পরিষদের PTWU যৌথভাবে আজ সকালে বাগানের সামনে গেট মিটিং করে৷ সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে বন্ধ রাখা হবে বাগান৷

বাগানের শ্রমিক নেতা রামচন্দ্র প্রজা বলেন, "কাজ করেও শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। এইভাবে কাজ করে কোনও লাভ নেই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকে কোনও শ্রমিক বাগানে কাজ করবে না। বিষয়টি লিখিতভাবে বাগান কর্তৃপক্ষকে জানানো হবে।

কিলকোট, 29 এপ্রিল : বাগান বন্ধ রেখে কাজ না করার সিদ্ধান্ত নিল ডুয়ার্সের কিলকোট চা বাগানের শ্রমিকরা৷ তাঁদের বকেয়া রয়েছে প্রায় দু'মাসের মজুরি৷

শনিবার বকেয়া মজুরির দাবিতে বাগান ম্যানেজার জয় মুখার্জিকে প্রায় চার ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান শ্রমিকরা৷ বিক্ষোভের জেরে এপ্রিল মাসে অগ্রিম এক সপ্তাহের মজুরি দেওয়া হয় শ্রমিকদের৷ বিক্ষোভ তুলে নেন শ্রমিকরা৷ অভিযোগ, এরপরই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার৷ আজ ফের বকেয়া মজুরির দাবি জানান কিলকোট চা বাগানের শ্রমিকরা৷ তৃণমূলের চা বাগান শ্রমিক সংগঠন ও বিকাশ পরিষদের PTWU যৌথভাবে আজ সকালে বাগানের সামনে গেট মিটিং করে৷ সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে বন্ধ রাখা হবে বাগান৷

বাগানের শ্রমিক নেতা রামচন্দ্র প্রজা বলেন, "কাজ করেও শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। এইভাবে কাজ করে কোনও লাভ নেই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ থেকে কোনও শ্রমিক বাগানে কাজ করবে না। বিষয়টি লিখিতভাবে বাগান কর্তৃপক্ষকে জানানো হবে।

BT
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.