ETV Bharat / state

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত যুবতি

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবতির ৷ আহত আরও এক ৷

while clicking selfie one young girl died at Malbazar
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত যুবতি
author img

By

Published : Jan 26, 2020, 11:32 PM IST

মালবাজার, 26 জানুয়ারি : সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত যুবতি ৷ আহত আরও এক যুবতি ৷ মালবাজার ব্লকের ওদলাবাড়ি এলাকার ঘিস নদীর উপর রেল সেতুতে ঘটনাটি ঘটে ৷

মৃতার নাম রমা রায় (18) ৷ স্থানীয়দের বক্তব্য, সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে অনেকেই ওই এলাকার বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক করতে গেছিল ৷ ময়নাগুড়ির নতুন বাজার এলাকা থেকে পিকনিক করতে এসেছিল রমা ও তারই সহপাঠী জয়শ্রী রায় ৷ রেল সেতুর উপর দাঁড়িয়ে তারা সেলফি তুলছিল ৷ এমন সময় একটি ট্রেন এসে পিছন থেকে তাদের ধাক্কা মারে ৷ ছিটকে সেতু থেকে নিচে পড়ে যায় দু'জন ৷ ঘটনাস্থানেই মারা যায় রমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রেল পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় জয়শ্রীকে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

প্রত্যক্ষদর্শী সজল সাহা জানান, "দু'জনের মধ্যে একজন সেলফি তুলতে ও আর এক জন টিকটক ভিডিয়ো দেখতে ব্যস্ত ছিল ৷ পিছন থেকে স্পিডে একটি ট্রেন আসছিল ৷ কিন্তু ওই দুই যুবতির সেদিকে কোনও হুঁশই ছিল না ৷ ট্রেনের ধাক্কায় দু'জনেই ছিকটে সেতুর নিচে পড়ে যায় ৷ " তাঁর অভিযোগ, এই এলাকায় রেল পুলিশের পাহারার ব্যবস্থা নেই ৷ রেললাইনের উপর দিয়ে লোক চলাচল করে ৷ বলেন, "প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থার জন্য ৷"

মালবাজার, 26 জানুয়ারি : সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত যুবতি ৷ আহত আরও এক যুবতি ৷ মালবাজার ব্লকের ওদলাবাড়ি এলাকার ঘিস নদীর উপর রেল সেতুতে ঘটনাটি ঘটে ৷

মৃতার নাম রমা রায় (18) ৷ স্থানীয়দের বক্তব্য, সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে অনেকেই ওই এলাকার বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক করতে গেছিল ৷ ময়নাগুড়ির নতুন বাজার এলাকা থেকে পিকনিক করতে এসেছিল রমা ও তারই সহপাঠী জয়শ্রী রায় ৷ রেল সেতুর উপর দাঁড়িয়ে তারা সেলফি তুলছিল ৷ এমন সময় একটি ট্রেন এসে পিছন থেকে তাদের ধাক্কা মারে ৷ ছিটকে সেতু থেকে নিচে পড়ে যায় দু'জন ৷ ঘটনাস্থানেই মারা যায় রমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রেল পুলিশ ৷ গুরুতর আহত অবস্থায় জয়শ্রীকে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

প্রত্যক্ষদর্শী সজল সাহা জানান, "দু'জনের মধ্যে একজন সেলফি তুলতে ও আর এক জন টিকটক ভিডিয়ো দেখতে ব্যস্ত ছিল ৷ পিছন থেকে স্পিডে একটি ট্রেন আসছিল ৷ কিন্তু ওই দুই যুবতির সেদিকে কোনও হুঁশই ছিল না ৷ ট্রেনের ধাক্কায় দু'জনেই ছিকটে সেতুর নিচে পড়ে যায় ৷ " তাঁর অভিযোগ, এই এলাকায় রেল পুলিশের পাহারার ব্যবস্থা নেই ৷ রেললাইনের উপর দিয়ে লোক চলাচল করে ৷ বলেন, "প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবস্থার জন্য ৷"

Intro:Body:পিকনিকে এসে সেল্ফি তুলতে ট্রেনের ধাক্কায় মৃত ছাত্রী,আহত তার সহ পাঠী।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ডুয়ার্সের ওদলাবাড়ি ঘিস নদীর উপর রেল সেতুতে।২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় জমান।ময়নাগুড়ি নতুন বাজার এলাকা থেকে একটি দল এদিন ঐ ঘিস নদী এলাকায় পিকনিক করতে আসে।স্থানীয়দের দাবি মেয়েদুটি রেল সেতুর ওপর দিয়ে হাটছিলো এবং সেতুর ওপর সেল্ফি তুলছিল বলে অভিযোগ। মেয়ে দুটি। হঠাৎ সেই সময় একটি ট্রেন চলে আসে। আর এতেই ট্রেনের ধাক্কায় রেল সেতু থেকে ছিটকে পরে মেয়ে দুটি। নদীতেই মৃত্যু হয় একটি মেয়ের।তার নাম রমা রায়। গুরুতর আহত জয়শ্রী রায়কে অবস্থায় প্রথমে ওদলাবাড়ি হাসপাতাল এবং পরে সেখান থেকে মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.