ETV Bharat / state

জলপাইগুড়িতে চালু হল ভার্চুয়াল কোর্ট

author img

By

Published : Jun 30, 2020, 8:13 PM IST

জলপাইগুড়িতে আজ থেকে শুরু হল ভার্চুয়াল কোর্ট। অনলাইনের মাধ্যমে হল মামলার শুনানি।

virtual court started in Jalpaiguri
virtual court started in Jalpaiguri

জলপাইগুড়ি, 30 জুন : জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চালু হল ভার্চুয়াল কোর্ট। প্রিন্সিপাল কোর্ট থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসেই ভার্চুয়াল মামলার শুনানি হয়।

এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন, "Covid 19 এর জন্য হাইকোর্ট, প্রিন্সিপাল বেঞ্চ,জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বন্ধ ছিল।আজ ভার্চুয়াল কোর্ট চালু হল। ক্রিমিনাল কেসের বেল এবং অ্যান্টি বেলের আবেদন করা যেতে পারে। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে কাজ হবে। আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেও একটি মামলার শুনানি হল।2014 সালের জানুয়ারি মাসে গাঁজা, বন্দুক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। জলপাইগুড়িতে বসেই প্রিন্সিপাল কোর্টের সঙ্গে সফল ভাবেই শুনানি হয় এই মামলার।"

সহকারি সরকারি আইনজীবী অতিদি শঙ্কর চক্রবর্তী আরও বলেন, "প্রিন্সিপাল বেঞ্চেই বিচারকরা বসবেন,এবং মামলাকারীরা অর্থাৎ সেই সকল আইনজীবীরা বাড়িতে না চেম্বারে বসেই অনলাইনের মাধ্যমে লড়বেন। বেল এবং অ্যান্টি বেল অনলাইনেই হবে। এবার থেকে পুলিশকে কেস ডাইরি নিয়ে কোর্টে আসতে হবে না। আইনজীবীর চাহিদা অনুযায়ী পুলিশকে কেস ডাইরির এভিডেন্স অনলাইনে পাঠাতে হবে।"

জলপাইগুড়ি, 30 জুন : জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চালু হল ভার্চুয়াল কোর্ট। প্রিন্সিপাল কোর্ট থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসেই ভার্চুয়াল মামলার শুনানি হয়।

এদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে বলেন, "Covid 19 এর জন্য হাইকোর্ট, প্রিন্সিপাল বেঞ্চ,জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বন্ধ ছিল।আজ ভার্চুয়াল কোর্ট চালু হল। ক্রিমিনাল কেসের বেল এবং অ্যান্টি বেলের আবেদন করা যেতে পারে। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে কাজ হবে। আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেও একটি মামলার শুনানি হল।2014 সালের জানুয়ারি মাসে গাঁজা, বন্দুক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ তাদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। জলপাইগুড়িতে বসেই প্রিন্সিপাল কোর্টের সঙ্গে সফল ভাবেই শুনানি হয় এই মামলার।"

সহকারি সরকারি আইনজীবী অতিদি শঙ্কর চক্রবর্তী আরও বলেন, "প্রিন্সিপাল বেঞ্চেই বিচারকরা বসবেন,এবং মামলাকারীরা অর্থাৎ সেই সকল আইনজীবীরা বাড়িতে না চেম্বারে বসেই অনলাইনের মাধ্যমে লড়বেন। বেল এবং অ্যান্টি বেল অনলাইনেই হবে। এবার থেকে পুলিশকে কেস ডাইরি নিয়ে কোর্টে আসতে হবে না। আইনজীবীর চাহিদা অনুযায়ী পুলিশকে কেস ডাইরির এভিডেন্স অনলাইনে পাঠাতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.