ETV Bharat / state

Jalpaiguri Body Recovered: আলুর বস্তাবোঝাই ট্রাক থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ - ময়নাগুড়ির খবর

আলুর বস্তাবোঝাই ট্রাক থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হল ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনায় (Jalpaiguri Body Recovered) চাঞ্চল্য ৷

unidentified youth body recovered from a truck loaded with potato sacks in Jalpaiguri
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 28, 2023, 4:06 PM IST

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: আলুর বস্তাবোঝাই ট্রাক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হল ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে (Jalpaiguri Body Recovered) ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই যুবককে খুন করে দেহ লোপাট করার জন্য ট্রাকের বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল ৷ মৃত যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে ৷ তাঁর ঘাড়ের পিছনে রক্তও দেখা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ময়নাগুড়ি বাইপাসের ধারে ওজন মাপার জন্য এসে দাঁড়িয়েছিল আলুর বস্তাবোঝাই ওই ট্রাকটি ৷ সেই সময়েই আলুর বস্তার আড়াল থেকে যুবকের দেহ উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ৷ তারা দেহটি প্রাথমিকভাবে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে ৷

আরও পড়ুন: সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

যে ট্রাক থেকে দেহটি উদ্ধার করা হয়েছে, সেটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ট্রাকের চালক ও খালাসিকেও আটক করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে এ নিয়ে ইতিমধ্য়েই কথা বলেছে পুলিশ ৷ কিন্তু, চালক ও খালাসির দাবি, তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না ! কে, কখন, কীভাবে ট্রাকের ভিতর দেহ লুকিয়ে রেখে গিয়েছে, তা তাঁদের জানা নেই ৷ তাঁরা কিছুই দেখেননি বা শোনেননি !

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়াকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমাদের কাছে খবর আসে ময়নাগুড়ি বাইপাসের ধারে ধর্মকাঁটায় আলুবোঝাই ট্রাক থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আমরা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছি ৷ গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ গাড়িটিতে মালবাজারের ক্রান্তীর কাঠামবাড়ি এলাকায় আলু বোঝাই করা হয়েছিল ৷ গন্তব্য ছিল অসম ৷ তবে, কীভাবে মৃতদেহ গাড়িতে এল, সেটা এখনও জানা যায়নি ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি ধরা পড়েছে ৷ তদন্ত এগোলে বাকিটা বোঝা যাবে ৷"

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: আলুর বস্তাবোঝাই ট্রাক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হল ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে (Jalpaiguri Body Recovered) ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই যুবককে খুন করে দেহ লোপাট করার জন্য ট্রাকের বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল ৷ মৃত যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে ৷ তাঁর ঘাড়ের পিছনে রক্তও দেখা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ময়নাগুড়ি বাইপাসের ধারে ওজন মাপার জন্য এসে দাঁড়িয়েছিল আলুর বস্তাবোঝাই ওই ট্রাকটি ৷ সেই সময়েই আলুর বস্তার আড়াল থেকে যুবকের দেহ উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ৷ তারা দেহটি প্রাথমিকভাবে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে ৷

আরও পড়ুন: সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

যে ট্রাক থেকে দেহটি উদ্ধার করা হয়েছে, সেটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ট্রাকের চালক ও খালাসিকেও আটক করা হয়েছে ৷ তাঁদের সঙ্গে এ নিয়ে ইতিমধ্য়েই কথা বলেছে পুলিশ ৷ কিন্তু, চালক ও খালাসির দাবি, তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না ! কে, কখন, কীভাবে ট্রাকের ভিতর দেহ লুকিয়ে রেখে গিয়েছে, তা তাঁদের জানা নেই ৷ তাঁরা কিছুই দেখেননি বা শোনেননি !

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়াকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমাদের কাছে খবর আসে ময়নাগুড়ি বাইপাসের ধারে ধর্মকাঁটায় আলুবোঝাই ট্রাক থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আমরা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছি ৷ গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ গাড়িটিতে মালবাজারের ক্রান্তীর কাঠামবাড়ি এলাকায় আলু বোঝাই করা হয়েছিল ৷ গন্তব্য ছিল অসম ৷ তবে, কীভাবে মৃতদেহ গাড়িতে এল, সেটা এখনও জানা যায়নি ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি ধরা পড়েছে ৷ তদন্ত এগোলে বাকিটা বোঝা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.