ETV Bharat / state

Siliguri Minor abduction : ক্যাফে থেকে অপহৃত কিশোর ! ধৃত তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদকের দুই শাগরেদ - কিশোর অপহরণে ধৃত তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের দুই শাগরেদ

বাড়ি থেকে ক্যাফেতে গিয়েছিল ভক্তিনগরের বাসিন্দা কিশোর ৷ আর বাড়ি ফেরেনি ৷ এর মধ্যে অপহৃতরা মুক্তিপণ চেয়ে ফোন করে তার বাবাকে ৷ অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে (two TMC workers arrested on charge of abducting minor boy in siliguri) ৷

Siliguri Minor abduction from Caffe
শিলিগুড়ির এই ক্যাফে থেকে অপহৃত কিশোর
author img

By

Published : Jan 21, 2022, 8:20 AM IST

Updated : Jan 21, 2022, 8:43 AM IST

শিলিগুড়ি, 21 জানুয়ারি : ক্যাফে থেকে অপহৃত কিশোর । শিলিগুড়ির ভারতনগরের একটি ক্যাফে থেকে কিশোরকে অপহরণ করা হয় । অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, এদের মধ্যে দু'জন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তীর অনুগামী । আটক করা হয়েছে ক্যাফের এক মহিলা কর্মীকে (two TMC workers arrested on charge of abducting minor boy in siliguri) । অপহৃত কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ৷

অপহৃত কিশোর রিতঙ্কর সিংহ এনজিপি 35 নং ওয়ার্ডের বাসিন্দা ৷ তার বাবা মানিক সিংহ জানান, গত 13 জানুয়ারি দুপুর দুটো নাগাদ ভারতনগর ক্যাফে যায় রিতঙ্কর ৷ রাত সাড়ে ন'টার সময় তিনি ছেলেকে ফোন করেন ৷ কিন্তু ফোন বন্ধ ছিল ৷ এরপর ফোন করলেও পাওয়া যায়নি রিতঙ্করকে ৷ 14 জানুয়ারি মানিক সিংহ ওই ক্যাফেতে গিয়ে জানতে পারেন, তাঁর ছেলে আগের দিন দুপুর 3টে নাগাদ ক্যাফেতে এসেছিল ৷ এরপর সে কোথায় গিয়েছে, তা কেউ বলতে পারেনি ৷

শিলিগুড়ির একটি ক্যাফে থেকে অপহৃত কিশোর

আরও পড়ুন : BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

14 তারিখ রাতে স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে রিতঙ্করের বাবা থানায় যান ৷ থানায় ঢোকার আগে একটি ফোন আসে এবং তাঁর কাছ থেকে 40 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় ৷ ফোনে আরও জানানো হয় যে, তাঁর ছেলের গাড়িটি এনজিপি ওয়াইন শপের কাছে আছে ৷ অপহরণকারীদের ফোন আসার পরই 15 জানুয়ারি পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয় । শুরু হয় তদন্ত । 17 জানুয়ারিও মুক্তিপণ চেয়ে ফোন আসে রিতঙ্করের বাবার কাছে ৷

তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ভক্তিনগর থানার পুলিশ ৷ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফুলেশ্বরি থেকে আটক করা হয় তপন দাস, রতন পালকে (বাবু) । তাদের বয়ান অনুযায়ী 19 জানুয়ারি দেশবন্ধুপাড়ার একটি বন্ধ ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত কিশোরকে । এরপর গ্রেফতার হয় তপন দাস, রতন পাল, রাজ সিংহ । ভারতনগরের ওই ক্যাফেতেও হানা দেয় পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ক্যাফে থেকে কিশোরকে অপহরণের ছক কষা হয়েছিল । ক্যাফের এক কর্মী মুনমুন দাসকে আটক করা হয়েছে । ধৃত তপন দাস ও রতন পাল 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী । আসন্ন শিলিগুড়ি পৌরনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা রাজ্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তীর সঙ্গে তপন দাসের সম্পর্ক খুবই ভাল । অপহৃত যুবকের বাবা মানিক সিংহ বলেন, "পুলিশ ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা আমার সঙ্গে সহযোগিতা করেছে । এর পিছনে কী কারণ রয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখুক ।" অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তী অভিযুক্ত তৃণমূল কর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।

শিলিগুড়ি, 21 জানুয়ারি : ক্যাফে থেকে অপহৃত কিশোর । শিলিগুড়ির ভারতনগরের একটি ক্যাফে থেকে কিশোরকে অপহরণ করা হয় । অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, এদের মধ্যে দু'জন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তীর অনুগামী । আটক করা হয়েছে ক্যাফের এক মহিলা কর্মীকে (two TMC workers arrested on charge of abducting minor boy in siliguri) । অপহৃত কিশোরকে উদ্ধার করেছে পুলিশ ৷

অপহৃত কিশোর রিতঙ্কর সিংহ এনজিপি 35 নং ওয়ার্ডের বাসিন্দা ৷ তার বাবা মানিক সিংহ জানান, গত 13 জানুয়ারি দুপুর দুটো নাগাদ ভারতনগর ক্যাফে যায় রিতঙ্কর ৷ রাত সাড়ে ন'টার সময় তিনি ছেলেকে ফোন করেন ৷ কিন্তু ফোন বন্ধ ছিল ৷ এরপর ফোন করলেও পাওয়া যায়নি রিতঙ্করকে ৷ 14 জানুয়ারি মানিক সিংহ ওই ক্যাফেতে গিয়ে জানতে পারেন, তাঁর ছেলে আগের দিন দুপুর 3টে নাগাদ ক্যাফেতে এসেছিল ৷ এরপর সে কোথায় গিয়েছে, তা কেউ বলতে পারেনি ৷

শিলিগুড়ির একটি ক্যাফে থেকে অপহৃত কিশোর

আরও পড়ুন : BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন

14 তারিখ রাতে স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে রিতঙ্করের বাবা থানায় যান ৷ থানায় ঢোকার আগে একটি ফোন আসে এবং তাঁর কাছ থেকে 40 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় ৷ ফোনে আরও জানানো হয় যে, তাঁর ছেলের গাড়িটি এনজিপি ওয়াইন শপের কাছে আছে ৷ অপহরণকারীদের ফোন আসার পরই 15 জানুয়ারি পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয় । শুরু হয় তদন্ত । 17 জানুয়ারিও মুক্তিপণ চেয়ে ফোন আসে রিতঙ্করের বাবার কাছে ৷

তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ভক্তিনগর থানার পুলিশ ৷ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফুলেশ্বরি থেকে আটক করা হয় তপন দাস, রতন পালকে (বাবু) । তাদের বয়ান অনুযায়ী 19 জানুয়ারি দেশবন্ধুপাড়ার একটি বন্ধ ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় অপহৃত কিশোরকে । এরপর গ্রেফতার হয় তপন দাস, রতন পাল, রাজ সিংহ । ভারতনগরের ওই ক্যাফেতেও হানা দেয় পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ক্যাফে থেকে কিশোরকে অপহরণের ছক কষা হয়েছিল । ক্যাফের এক কর্মী মুনমুন দাসকে আটক করা হয়েছে । ধৃত তপন দাস ও রতন পাল 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী । আসন্ন শিলিগুড়ি পৌরনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা রাজ্য কমিটির সম্পাদক প্রতুল চক্রবর্তীর সঙ্গে তপন দাসের সম্পর্ক খুবই ভাল । অপহৃত যুবকের বাবা মানিক সিংহ বলেন, "পুলিশ ও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা আমার সঙ্গে সহযোগিতা করেছে । এর পিছনে কী কারণ রয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখুক ।" অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তী অভিযুক্ত তৃণমূল কর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।

Last Updated : Jan 21, 2022, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.