ETV Bharat / state

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোরোনা হাসপাতালে ভরতি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধানাগারের 2 বন্দী

author img

By

Published : Apr 22, 2020, 11:52 AM IST

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জ্বর ও শ্বাসকষ্টে উপসর্গসহ এক বন্দীকে সংশোধনাগার থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গড়ে ওঠা কোরোনা হাসপাতালে পাঠান । আরও একজনকে নিয়ে যাওয়া হয়।

jalpaiguri
jalpaiguri

জলপাইগুড়ি, 22 এপ্রিল : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধানাগারের দুই বন্দীকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এক অপরাধীকে ওই হাসপাতালে ভরতির একদিন পরেই আরও এক বন্দীকে নিয়ে যাওয়া হয়। এর জেরে শোরগোল পড়ে গেছে সংশোধনাগারে ।


জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গসহ এক বন্দীকে সংশোধনাগার থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গড়ে ওঠা কোরোনা হাসপাতালে পাঠান । সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI )বিভাগে তাকে ভরতি রাখা হয়েছে । এর জেরে সংশোধনাগারের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । কারারক্ষীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ।

এই মুহুর্তে সংশোধনাগারে 1278 জন আবাসিক রয়েছে । সংশোধনাগারের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা সেই অর্থে নেই । ফলে, একে অপরের থেকে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি । জলপাইগুড়ি কোরোনা হাসপাতাল সূত্রের খবর, এখানে ছয়জন ভরতি রয়েছে । তাদের মধ্যে তিনজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । বাকিদের পাঠানো হবে ।

জলপাইগুড়ি, 22 এপ্রিল : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধানাগারের দুই বন্দীকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এক অপরাধীকে ওই হাসপাতালে ভরতির একদিন পরেই আরও এক বন্দীকে নিয়ে যাওয়া হয়। এর জেরে শোরগোল পড়ে গেছে সংশোধনাগারে ।


জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গসহ এক বন্দীকে সংশোধনাগার থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গড়ে ওঠা কোরোনা হাসপাতালে পাঠান । সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI )বিভাগে তাকে ভরতি রাখা হয়েছে । এর জেরে সংশোধনাগারের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । কারারক্ষীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ।

এই মুহুর্তে সংশোধনাগারে 1278 জন আবাসিক রয়েছে । সংশোধনাগারের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা সেই অর্থে নেই । ফলে, একে অপরের থেকে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি । জলপাইগুড়ি কোরোনা হাসপাতাল সূত্রের খবর, এখানে ছয়জন ভরতি রয়েছে । তাদের মধ্যে তিনজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । বাকিদের পাঠানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.