ETV Bharat / state

চলন্ত ট্রেনে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার 2 জওয়ান

ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কয়েকজন জওয়ান ছাত্রী সহ প্রিন্সিপালের ওপর চড়াও হন। অশালীন আচরণ করেন। অভিযোগের ভিত্তিতে দুই জওয়ানকে আটক করে নিউ জলপাইগুড়ি GRP। পরে তাঁদের সেনা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

s
author img

By

Published : Apr 11, 2019, 11:27 PM IST

Updated : Apr 11, 2019, 11:33 PM IST

শিলিগুড়ি, 11 এপ্রিল : চলন্ত ট্রেনে ছাত্রী সহ প্রিন্সিপালের শ্লীলতাহানির অভিযোগে দুই জওয়ান গ্রেপ্তার। ধৃতদের নাম কানহারাম ও মুকেশ কাসানা রাম। ঘটনা প্রসঙ্গে NJP-র ADRP পার্থপ্রতিম রায় বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই জওয়ানকে আটক করা হয়েছিল। পরে তাদের সেনা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।"

জানা গেছে, শিক্ষামূলক ভ্রমণ শেষে আজ সন্ধ্যায় মাল জংশন থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছিল বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ১৯ জন ছাত্রী। তাদের সঙ্গে ছিলেন প্রিন্সিপাল ও দু'জন কলেজ কর্মী। ওই স্টেশন থেকেই ২০ জন জওয়ান একই কামরায় চাপেন। রেল সূত্রে খবর, ওই কামড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল না। সেই সুযোগে কয়েকজন জওয়ান ছাত্রী সহ প্রিন্সিপালের ওপর চড়াও হন। অশালীন আচরণ করেন।

ঘটনার প্রতিবাদ করায় জওয়ানরা দূরে সরে গেলেও কটূক্তি করতে শুরু করেন বলে অভিযোগ। এরপর ট্রেনটি শিলিগুড়ি জংশন পৌঁছাতেই প্রিন্সিপাল ডঃ বিদিশা ঘোষ দস্তিদার GRP-তে অভিযোগ জানান। অবশ্য ওই স্টেশনে ট্রেনটি অল্প সময়ে দাঁড়ায়। তাই GRP-র তরফে জানানো হয়, NJP স্টেশনে ট্রেন পৌঁছাতেই ব্যবস্থা নেওয়া হবে। এরপর ট্রেন NJP পৌঁছাতেই শিলিগুড়ি জংশন GRP ও NJP GRP-র তরফে অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে সেনা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত জওয়ানদের পানাগড়ে পোস্টিং ছিল। তাঁরা চালসায় ফায়ারিং প্র্যাকটিসে গেছিল।

শিলিগুড়ি, 11 এপ্রিল : চলন্ত ট্রেনে ছাত্রী সহ প্রিন্সিপালের শ্লীলতাহানির অভিযোগে দুই জওয়ান গ্রেপ্তার। ধৃতদের নাম কানহারাম ও মুকেশ কাসানা রাম। ঘটনা প্রসঙ্গে NJP-র ADRP পার্থপ্রতিম রায় বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই জওয়ানকে আটক করা হয়েছিল। পরে তাদের সেনা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।"

জানা গেছে, শিক্ষামূলক ভ্রমণ শেষে আজ সন্ধ্যায় মাল জংশন থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছিল বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ১৯ জন ছাত্রী। তাদের সঙ্গে ছিলেন প্রিন্সিপাল ও দু'জন কলেজ কর্মী। ওই স্টেশন থেকেই ২০ জন জওয়ান একই কামরায় চাপেন। রেল সূত্রে খবর, ওই কামড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল না। সেই সুযোগে কয়েকজন জওয়ান ছাত্রী সহ প্রিন্সিপালের ওপর চড়াও হন। অশালীন আচরণ করেন।

ঘটনার প্রতিবাদ করায় জওয়ানরা দূরে সরে গেলেও কটূক্তি করতে শুরু করেন বলে অভিযোগ। এরপর ট্রেনটি শিলিগুড়ি জংশন পৌঁছাতেই প্রিন্সিপাল ডঃ বিদিশা ঘোষ দস্তিদার GRP-তে অভিযোগ জানান। অবশ্য ওই স্টেশনে ট্রেনটি অল্প সময়ে দাঁড়ায়। তাই GRP-র তরফে জানানো হয়, NJP স্টেশনে ট্রেন পৌঁছাতেই ব্যবস্থা নেওয়া হবে। এরপর ট্রেন NJP পৌঁছাতেই শিলিগুড়ি জংশন GRP ও NJP GRP-র তরফে অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে সেনা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত জওয়ানদের পানাগড়ে পোস্টিং ছিল। তাঁরা চালসায় ফায়ারিং প্র্যাকটিসে গেছিল।

Wb_Darj_11Apr_19_CM_Sanjib_7205425 ------------- চৌকিদার চোর, ঝুটা, লুঠেরা হে: মমতা দার্জিলিং, ১১ এপ্রিল : চৌকিদার চোর, ঝুটা, লুঠেরা হে। বৃহস্পতিবার দার্জিলিংয়ে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন দার্জিলিংয়ের মোটরস্ট্যাণ্ডে নির্বাচনীসভা করেন তিনি । তৃণমূল নেত্রীর ভাষনে এদিন প্রথম থেকেই বিজেপি তথা মোদি নিশানায় ছিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রসঙ্গে মমতা বলেন, একজন হেলিক্প্টারে এলেন । কালিম্পংয়ে নামলেন । ভাষণ দিলেন । আর চলে গেলেন । বলছেন ভোট দিন । কেন ভোট দিতে হবে? পাহাড়ের জন্য কী করেছেন ? আর মোদি দেশটাকে শেষ করে দিলেন । জিএসটি, নোটবন্দির অত্যাচার । কৃষকদের আত্মহত্যা ।কর্মসংস্থান নেই । কালো ধনা ফেরাবেন বলেছিলেন । কী হল? মিথ্যাবাদী। আগে বলেছিল আমি চা ওয়ালা । এখন বলছেন চৌকিদার । নিজের নামে সিনেমা বানিয়ে প্রচার করছেন । আর বলছেন বাংলায় ক্ষমতায় এলে এনআরসি করবেন । সবাইকে খেদাতে চাইচ্ছে । একটাও আসন মিলবে না । আগে দিল্লি সামলান । তারপর বাংলার কথা ভাবুন । কোনোওভাবেই এনআরসি হতে দেব না । সিটিজেনশিপ বিলের কথা বলা হচ্ছে । এটা হলে ৫ বছর বিদেশি হয়ে থাকতে হবে। তৃণমূলের এমপিরাই প্রথম সিটিজেনশিপের বিরোধিতা করেছেন । পুলওয়ামা কান্ড নিয়ে বলেন, আগে থেকে খবর ছিল । রোখা গেল না কেন। জওয়ান মরলে প্রেম, বিজেপি শেম শেম ! কৃষক মরলে প্রেম, বিজেপি শেমশেম ! এভাবেই এদিন বিজেপি তথা মোদির প্রতি আক্রমনের ঝাঝ ছিল মমতার গলায় । শুক্রবার কার্সিয়াঙয়ে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী ।
Last Updated : Apr 11, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.