শিলিগুড়ি, 11 এপ্রিল : চলন্ত ট্রেনে ছাত্রী সহ প্রিন্সিপালের শ্লীলতাহানির অভিযোগে দুই জওয়ান গ্রেপ্তার। ধৃতদের নাম কানহারাম ও মুকেশ কাসানা রাম। ঘটনা প্রসঙ্গে NJP-র ADRP পার্থপ্রতিম রায় বলেন, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই জওয়ানকে আটক করা হয়েছিল। পরে তাদের সেনা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।"
জানা গেছে, শিক্ষামূলক ভ্রমণ শেষে আজ সন্ধ্যায় মাল জংশন থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিয়ালদার উদ্দেশে রওনা দিয়েছিল বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের ১৯ জন ছাত্রী। তাদের সঙ্গে ছিলেন প্রিন্সিপাল ও দু'জন কলেজ কর্মী। ওই স্টেশন থেকেই ২০ জন জওয়ান একই কামরায় চাপেন। রেল সূত্রে খবর, ওই কামড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল না। সেই সুযোগে কয়েকজন জওয়ান ছাত্রী সহ প্রিন্সিপালের ওপর চড়াও হন। অশালীন আচরণ করেন।
ঘটনার প্রতিবাদ করায় জওয়ানরা দূরে সরে গেলেও কটূক্তি করতে শুরু করেন বলে অভিযোগ। এরপর ট্রেনটি শিলিগুড়ি জংশন পৌঁছাতেই প্রিন্সিপাল ডঃ বিদিশা ঘোষ দস্তিদার GRP-তে অভিযোগ জানান। অবশ্য ওই স্টেশনে ট্রেনটি অল্প সময়ে দাঁড়ায়। তাই GRP-র তরফে জানানো হয়, NJP স্টেশনে ট্রেন পৌঁছাতেই ব্যবস্থা নেওয়া হবে। এরপর ট্রেন NJP পৌঁছাতেই শিলিগুড়ি জংশন GRP ও NJP GRP-র তরফে অভিযুক্তদের শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে সেনা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত জওয়ানদের পানাগড়ে পোস্টিং ছিল। তাঁরা চালসায় ফায়ারিং প্র্যাকটিসে গেছিল।