ETV Bharat / state

ময়নাগুড়িতে ছিনতাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অসম থেকে উদ্ধার ট্রাক - ময়নাগুড়ি

বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ ময়নাগুড়ি অসম মোড় সংলগ্ন এলাকা থেকে চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাকটিকে ছিনতাই করে দুষ্কৃতীরা । রাতেই অসম থেকে উদ্ধার হল ট্রাক ।

ruck rescued from Assam within hours of being snatched at Mainaguri
ruck rescued from Assam within hours of being snatched at Mainaguri
author img

By

Published : Jan 29, 2021, 9:33 PM IST

জলপাইগুড়ি, 29 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই হয়েছিল ট্রাক ৷ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অসম থেকে উদ্ধার হল সেই ট্রাক । জি পি এস-এর সুত্র ধরে উদ্ধার করা হল ট্রাকটিকে । সঙ্গে ধৃত 2 দুষ্কৃতী ।

বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ ময়নাগুড়ি অসম মোড় সংলগ্ন এলাকা থেকে চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ট্রাক ছিনতাই করে একদল দুষ্কৃতী । এরপরই ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন বিহারের বাসিন্দা ট্রাকের মালিক । দ্রুত তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতেই অসম থেকে ছিনতাই হওয়া ট্রাকটিকে উদ্ধার করল পুলিশ । ট্রাক ছিনতাই করে অসমের দিকেই পালিয়েছিল ওই দুষ্কৃতীরা । জি পি এস ট্র‍্যাকিং-এর মাধ্যমে ট্রাকের অবস্থান জানতে পারে পুলিশ । এরপর অসমের চাপর থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয় ট্রাকটি । ধৃত 2 জন দুই দুষ্কৃতীরই বাড়ি উত্তরপ্রদেশ বলে জানা গিয়েছে ।

গতকাল সকালে ট্রাকের চালক (যিনি ট্রাকটির মালিকও) মহম্মদ আক্রম জানিয়েছিলেন, ময়নাগুড়িতে ট্রাকে আলু লোড করে বিহারের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা ৷ বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ ময়নাগুড়ির 31 নং জাতীয় সড়কের অসম মোড় সংলগ্ন এলাকায় বিশ্রাম নিতে দাঁড়ান ৷ ট্রাকে ঘুমিয়ে পড়েন তিনি ও খালাসি । এমন সময় গাড়ির কাঁচ ভেঙে 6 জন দুষ্কৃতী হামলা চালায় । আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রাখা হয় তাঁদের । রানিরহাট মোড় এলাকায় মহম্মদ আক্রম ও খালাসিকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

পুলিশকে ধন্যবাদ জানালেন ট্রাক মালিক ৷

আরও খবর: ময়নাগুড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাক ছিনতাই

ময়নাগুড়ি থানা সুত্রে জানা গিয়েছে, ট্রাকটিকে মণিপুরে নিয়ে গিয়ে বিক্রি করার ছক করে ছিল দুষ্কতীদের । কিন্তু বৃহস্পতিবারই ময়নাগুড়ি থানা থেকে পুলিশের একটি দল অসমে পৌছায় । রাতেই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ছিনতাই হওয়া ট্রাকটিকে উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ । আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তুলে রিমান্ডে নেবে পুলিশ । ধৃত 2 দুস্কৃতীকে জেরা করে বাকি আরও 4 দুষ্কৃতীর খোঁজ চালানো হচ্ছে ।

আরও খবর: ময়নাগুড়ির তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার BJP নেতা

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বলেন, "আমরা ট্রাক উদ্ধার করেছি । দু'জনকে গ্রেপ্তারও করা হয়েছে ।"

জলপাইগুড়ি, 29 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই হয়েছিল ট্রাক ৷ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অসম থেকে উদ্ধার হল সেই ট্রাক । জি পি এস-এর সুত্র ধরে উদ্ধার করা হল ট্রাকটিকে । সঙ্গে ধৃত 2 দুষ্কৃতী ।

বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ ময়নাগুড়ি অসম মোড় সংলগ্ন এলাকা থেকে চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ট্রাক ছিনতাই করে একদল দুষ্কৃতী । এরপরই ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন বিহারের বাসিন্দা ট্রাকের মালিক । দ্রুত তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতেই অসম থেকে ছিনতাই হওয়া ট্রাকটিকে উদ্ধার করল পুলিশ । ট্রাক ছিনতাই করে অসমের দিকেই পালিয়েছিল ওই দুষ্কৃতীরা । জি পি এস ট্র‍্যাকিং-এর মাধ্যমে ট্রাকের অবস্থান জানতে পারে পুলিশ । এরপর অসমের চাপর থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয় ট্রাকটি । ধৃত 2 জন দুই দুষ্কৃতীরই বাড়ি উত্তরপ্রদেশ বলে জানা গিয়েছে ।

গতকাল সকালে ট্রাকের চালক (যিনি ট্রাকটির মালিকও) মহম্মদ আক্রম জানিয়েছিলেন, ময়নাগুড়িতে ট্রাকে আলু লোড করে বিহারের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা ৷ বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ ময়নাগুড়ির 31 নং জাতীয় সড়কের অসম মোড় সংলগ্ন এলাকায় বিশ্রাম নিতে দাঁড়ান ৷ ট্রাকে ঘুমিয়ে পড়েন তিনি ও খালাসি । এমন সময় গাড়ির কাঁচ ভেঙে 6 জন দুষ্কৃতী হামলা চালায় । আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রাখা হয় তাঁদের । রানিরহাট মোড় এলাকায় মহম্মদ আক্রম ও খালাসিকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷

পুলিশকে ধন্যবাদ জানালেন ট্রাক মালিক ৷

আরও খবর: ময়নাগুড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাক ছিনতাই

ময়নাগুড়ি থানা সুত্রে জানা গিয়েছে, ট্রাকটিকে মণিপুরে নিয়ে গিয়ে বিক্রি করার ছক করে ছিল দুষ্কতীদের । কিন্তু বৃহস্পতিবারই ময়নাগুড়ি থানা থেকে পুলিশের একটি দল অসমে পৌছায় । রাতেই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ছিনতাই হওয়া ট্রাকটিকে উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ । আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তুলে রিমান্ডে নেবে পুলিশ । ধৃত 2 দুস্কৃতীকে জেরা করে বাকি আরও 4 দুষ্কৃতীর খোঁজ চালানো হচ্ছে ।

আরও খবর: ময়নাগুড়ির তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার BJP নেতা

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বলেন, "আমরা ট্রাক উদ্ধার করেছি । দু'জনকে গ্রেপ্তারও করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.