ETV Bharat / state

ময়নাগুড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাক ছিনতাই - ময়নাগুড়ি থানা

ময়নাগুড়ির 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷ লরি ছিনতাইয়ের অভিযোগ উঠল 6 ছিনতাইকারীর বিরূদ্ধে ৷ ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ট্রাক ড্রাইভার ও তার খালাসি
ট্রাক ড্রাইভার ও তার খালাসি
author img

By

Published : Jan 28, 2021, 3:07 PM IST

জলপাইগুড়ি, 28 জানুয়ারি : রাত প্রায় তিনটে ৷ ময়নাগুড়ির 31 নম্বর জাতীয় সড়কের অসম সংলগ্ন এলাকা ৷ 6 জন ছিনতাইকারী হামলা চালায় জাতীয় সড়কের পাশে থাকা একটি লরির উপর ৷ ঝনঝনিয়ে কাচ ভাঙার আওয়াজে হকচকিয়ে যান লরির ড্রাইভার ও খালাসি ৷ তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লরি চালাতে শুরু করে ছিনতাইকারীরা ৷

লরি চালকের নাম মহম্মদ আকরাম ৷ তাঁর সঙ্গে ছিলেন একজন খালাসি ৷ চালবোঝাই লরিটি প্রথমে দিল্লি থেকে শিলিগুড়ি আসে চাল আনলোড করার জন্য ৷ পরে ময়নাগুড়ি থেকে লরিটির আলু বোঝাই করে বিহারে রওনা দেওয়ার কথা ছিল ৷ স্থানীয় একটি ধাবায় খেয়ে জাতীয় সড়কের পাশেই লরিটি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আকরাম ও তাঁর খালাসি ৷ হঠাৎই আওয়াজে ঘুম ভেঙে গেলে ছিনতাইকারীদের মুখোমুখি হন তাঁরা ৷

আরও পড়ুন:শিলিগুড়ি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি

আকরামের অভিযোগ, লরিতে ওঠে 6 জন দুষ্কৃতী ৷ তাদের মধ্যে একজন মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখাতে শুরু করে ৷ হাত-পা বেঁধে রাখে মারধরও করে তারা ৷ লুটপাট চালানোর পর ঘটনাস্থান থেকে 10-20 কিলোমিটার দুরে রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় হাত-পা খুলে তাঁদের নামিয়ে দিয়ে লরি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা ৷

পরে ধাতস্থ হয়ে আকরাম ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এর আগেও 31 নম্বর জাতীয় সড়কে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৷ কয়েকজন ট্রাক ড্রাইভার অভিযোগও জানিয়েছিল ময়নাগুড়ি থানায় ৷ কিন্তু দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তিতে পুলিশি গাফিলতির দিকেই আঙুল উঠছে ৷

জলপাইগুড়ি, 28 জানুয়ারি : রাত প্রায় তিনটে ৷ ময়নাগুড়ির 31 নম্বর জাতীয় সড়কের অসম সংলগ্ন এলাকা ৷ 6 জন ছিনতাইকারী হামলা চালায় জাতীয় সড়কের পাশে থাকা একটি লরির উপর ৷ ঝনঝনিয়ে কাচ ভাঙার আওয়াজে হকচকিয়ে যান লরির ড্রাইভার ও খালাসি ৷ তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লরি চালাতে শুরু করে ছিনতাইকারীরা ৷

লরি চালকের নাম মহম্মদ আকরাম ৷ তাঁর সঙ্গে ছিলেন একজন খালাসি ৷ চালবোঝাই লরিটি প্রথমে দিল্লি থেকে শিলিগুড়ি আসে চাল আনলোড করার জন্য ৷ পরে ময়নাগুড়ি থেকে লরিটির আলু বোঝাই করে বিহারে রওনা দেওয়ার কথা ছিল ৷ স্থানীয় একটি ধাবায় খেয়ে জাতীয় সড়কের পাশেই লরিটি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আকরাম ও তাঁর খালাসি ৷ হঠাৎই আওয়াজে ঘুম ভেঙে গেলে ছিনতাইকারীদের মুখোমুখি হন তাঁরা ৷

আরও পড়ুন:শিলিগুড়ি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি

আকরামের অভিযোগ, লরিতে ওঠে 6 জন দুষ্কৃতী ৷ তাদের মধ্যে একজন মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখাতে শুরু করে ৷ হাত-পা বেঁধে রাখে মারধরও করে তারা ৷ লুটপাট চালানোর পর ঘটনাস্থান থেকে 10-20 কিলোমিটার দুরে রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় হাত-পা খুলে তাঁদের নামিয়ে দিয়ে লরি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা ৷

পরে ধাতস্থ হয়ে আকরাম ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এর আগেও 31 নম্বর জাতীয় সড়কে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৷ কয়েকজন ট্রাক ড্রাইভার অভিযোগও জানিয়েছিল ময়নাগুড়ি থানায় ৷ কিন্তু দিনের পর দিন একই ঘটনার পুনরাবৃত্তিতে পুলিশি গাফিলতির দিকেই আঙুল উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.