জলপাইগুড়ি, 1 জানুয়ারি: ডুয়ার্সে বেড়াতে এসে নতুন বছরে ঘরে ফেরা হল না নদিয়ার প্রদীপ সাহার ৷ শুক্রবার সস্ত্রীক ও বন্ধুদের সঙ্গে প্রকৃতির কোলে বেড়াতে এসেছিলেন তিনি ৷ রবিবার আচমকাই তাঁর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
বন্ধু জয়দেব বিশ্বাস বলেন, "সকাল থেকেই প্রদীপ গ্যাসের সমস্যার কথা বলছিল ৷ দু'দিন ধরে নানা রকম খাওয়া-দাওয়া হয়েছে ৷ শনিবার দুপুরবেলা বুকে ব্যথার কথা বলে ৷ কাছের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় ৷ তারপর আর ঘুরতে না-গিয়ে প্রদীপ স্ত্রী'য়ের সঙ্গে হোটেলে এসে বিশ্রাম নেয় ৷ তারপর হোটেল ছেড়ে বেরনোর পর রাস্তায় তাঁর আচমকাই বুকে ব্যথা শুরু হয় ৷ প্রদীপ অজ্ঞান হয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ৷" ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় ৷ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷
শুক্রবার সস্ত্রীক কৃষ্ণনগর-লাগোয়া বেথুয়া এলাকার বাসিন্দা প্রদীপ বন্ধুদের সঙ্গে প্রায় 60 জন বাসে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের জলদাপাড়া বেড়াতে আসেন। শনিবার সকালে পৌছানোর পর সব কিছু স্বাভাবিক থাকলেও রবিবার সকাল থেকে প্রদীপ সাহা অসুস্থ হয়ে পড়েন। জলদাপাড়া নিকটবর্তী মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। এরপর বাকিরা ঘুরে আসার পর রবিবার বিকালে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিলে ধূপগুড়ি আসার পথে অসুস্থ হয়ে পড়েন প্রদীপ ৷ তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ আচমকাই এই ঘটনায় শোকাহত সকলেই ৷
আরও পড়ুন:
1. বর্ষবরণে কেমন কাটালেন শহরের ফুটপাথবাসীরা ? প্রদীপের নীচে সেই আঁধারই
2. 5 বছর বয়সি, 51 ইঞ্চি লম্বা রামলালার মূর্তি বসছে অযোধ্যার মন্দিরে, বড় ঘোষণা ট্রাস্টের
3. বর্ষশেষে বড় প্রাপ্তি, বক্সায় আবারও বাঘের দর্শন; বেজায় খুশি বন দফতর