ETV Bharat / state

Tourist Special Train : এনজেপি থেকে যাত্রা শুরু হল ভিস্তাডোমের - Central Minister John Barla

আজ সকালে টুরিস্ট স্পেশ্যাল ট্রেনের উদ্বোধন করলেন মন্ত্রী জন বার্লা ৷ বিশেষ ভিস্তাডোম কোচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা ৷ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, সেখান থেকে ফের শিলিগুড়িতে ফিরবে স্পেশ্যাল ট্রেন ৷

ভিস্তাডোম কামরার টুরিস্ট স্পেশ্যাল ট্রেন
ভিস্তাডোম কামরার টুরিস্ট স্পেশ্যাল ট্রেন
author img

By

Published : Aug 28, 2021, 2:43 PM IST

শিলিগুড়ি, 28 অগস্ট : ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বুক চিরে পথ চলা শুরু হল টুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডোমের । বন্যপ্রাণী, ঘন জঙ্গল, বিস্তীর্ণ চা বাগান দেখার আনন্দ দিতে পর্যটকদের জন্য ওই ট্রেনে থাকছে কাচে মোড়ানো ভিস্তাডোম কামরা । আজ সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ওই পর্যটকদের জন্য টুরিস্ট স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা । উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্রকুমার চৌধুরী, আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যরা ।

উদ্বোধনের দিনে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ট্রেনের । উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার চৌধুরী বলেন, "প্রথম দিনে এই টুরিস্ট স্পেশ্যাল ট্রেনটির দারুণ সাড়া মিলেছে । আগামী তিনটে যাত্রার টিকিট এখনই শেষ হয়ে গিয়েছে। চাহিদা যদি এরকমই থাকে তবে আগামীতে ভিস্তাডোম কামরা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।"

আরও পড়ুন : Protest In Darjeeling : হেরিটেজ টয়ট্রেনকে বেসরকারিকরণের প্রতিবাদে 11টি রেল স্টেশনে বিক্ষোভ

শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার 2 ঘণ্টা যাত্রাপথের জন্য অবশ্য পর্যটকদের গুনতে হবে 770 টাকা । কিন্তু ভাড়া নিয়ে কুছ পরোয়া নেহি প্রকৃতিপ্রেমীদের । আপাতত শুক্র, শনি ও রবি- সপ্তাহে এই 3 দিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি পর্যন্ত চলবে ওই টুরিস্ট স্পেশাল ট্রেনটি।

জলপাইগুড়ি থেকে আগত পর্যটক কোয়েল ঘোষ বলেন, "উত্তরবঙ্গের জন্য এই ধরনের কাচের কামরার পাশাপাশি ডুয়ার্সের জন্য টুরিস্ট স্পেশাল ট্রেন সত্যিই অনেক বড় পাওনা ।" তিনি আশা করছেন পুজোর সময় এই ট্রেনের চাহিদা আরও বাড়বে ৷ ভাড়াটা বেশি হলেও পরিষেবা যা মিলবে, তার জন্য এই দাম ঠিক মনে করছেন তিনি ।

হাওড়া থেকে আগত পর্যটক সুস্মিতা ঘোষ বলেন, "প্রথমবার কাচের কামরায় প্রকৃতির রূপ উপভোগ করব । একদম নতুন এক অভিজ্ঞতা হবে ।" কলকাতার আরেক পর্যটক ভিক্টর হালদার বলেন, "কাচের কামরার মধ্যে বসে প্রকৃতি দেখার অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি । শুধুমাত্র এই ট্রেনটিতে চড়ব বলেই ছুটে এসেছি ।"

শিলিগুড়ি, 28 অগস্ট : ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বুক চিরে পথ চলা শুরু হল টুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডোমের । বন্যপ্রাণী, ঘন জঙ্গল, বিস্তীর্ণ চা বাগান দেখার আনন্দ দিতে পর্যটকদের জন্য ওই ট্রেনে থাকছে কাচে মোড়ানো ভিস্তাডোম কামরা । আজ সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে ওই পর্যটকদের জন্য টুরিস্ট স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা । উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্রকুমার চৌধুরী, আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যরা ।

উদ্বোধনের দিনে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ট্রেনের । উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার চৌধুরী বলেন, "প্রথম দিনে এই টুরিস্ট স্পেশ্যাল ট্রেনটির দারুণ সাড়া মিলেছে । আগামী তিনটে যাত্রার টিকিট এখনই শেষ হয়ে গিয়েছে। চাহিদা যদি এরকমই থাকে তবে আগামীতে ভিস্তাডোম কামরা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।"

আরও পড়ুন : Protest In Darjeeling : হেরিটেজ টয়ট্রেনকে বেসরকারিকরণের প্রতিবাদে 11টি রেল স্টেশনে বিক্ষোভ

শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার 2 ঘণ্টা যাত্রাপথের জন্য অবশ্য পর্যটকদের গুনতে হবে 770 টাকা । কিন্তু ভাড়া নিয়ে কুছ পরোয়া নেহি প্রকৃতিপ্রেমীদের । আপাতত শুক্র, শনি ও রবি- সপ্তাহে এই 3 দিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি পর্যন্ত চলবে ওই টুরিস্ট স্পেশাল ট্রেনটি।

জলপাইগুড়ি থেকে আগত পর্যটক কোয়েল ঘোষ বলেন, "উত্তরবঙ্গের জন্য এই ধরনের কাচের কামরার পাশাপাশি ডুয়ার্সের জন্য টুরিস্ট স্পেশাল ট্রেন সত্যিই অনেক বড় পাওনা ।" তিনি আশা করছেন পুজোর সময় এই ট্রেনের চাহিদা আরও বাড়বে ৷ ভাড়াটা বেশি হলেও পরিষেবা যা মিলবে, তার জন্য এই দাম ঠিক মনে করছেন তিনি ।

হাওড়া থেকে আগত পর্যটক সুস্মিতা ঘোষ বলেন, "প্রথমবার কাচের কামরায় প্রকৃতির রূপ উপভোগ করব । একদম নতুন এক অভিজ্ঞতা হবে ।" কলকাতার আরেক পর্যটক ভিক্টর হালদার বলেন, "কাচের কামরার মধ্যে বসে প্রকৃতি দেখার অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি । শুধুমাত্র এই ট্রেনটিতে চড়ব বলেই ছুটে এসেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.