জলপাইগুড়ি, 3 জুন : কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে জেলায় । জলপাইগুড়িতে কোরোনা মোকাবিলার জন্য বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের COVID হাসপাতাল তৈরি করা হয়েছে । সংক্রমণ বাড়ার ফলে জেলায় কোরোনা হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে চলেছেন জেলা স্বাস্থ্য বিভাগ ।
কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় জানান, " মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বলা হয়েছে কোরোনা হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর জন্য । তিনি জানিয়েছেন, জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে COVID হাসপাতাল গড়ে তোলা হয়েছে । সেখানে SARI বিভাগের পাশাপাশি কোরোনা পজ়িটিভ রোগীদের জন্য 175 টি বেডের ব্যবস্থা রাখা আছে । তবে আমরা বেডের সংখ্যা আরও বাড়াব ।"
সরকারি পরিসংখ্যান অনুযায়ী জলপাইগুড়ি জেলায় এখন পর্যন্ত 17 জন কোরোনায় আক্রান্ত । তার মধ্যে 5 জন সুস্থ হয়েছেন । বর্তমানে জলপাইগুড়ির কোরোনা পজ়িটিভরা বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে চিকিৎসাধীন রয়েছেন । জেলায় পরিযায়ী শ্রমিক আসার পর থেকেই কোরোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে । তাই আগে থেকেই চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়ে রাখতে চলেছে স্বাস্থ্য বিভাগ ।