ETV Bharat / state

বকেয়া মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ , রাতে বাগান ছাড়লেন ম্যানেজার - jalpaiguri

বকেয়া পাননি ৷ সেজন্য অসন্তোষ প্রকাশ করেছিলেন শ্রমিকরা ৷ এই অবস্থায় রাতে চা বাগান ছেড়ে চলে গেলেন ম্যানেজার ৷ ঘটনাটি জলপাইগুড়ি জয়পুর চা বাগানের ।

ছবি
author img

By

Published : Oct 13, 2019, 1:31 PM IST

Updated : Oct 13, 2019, 2:30 PM IST

জলপাইগুড়ি , 13 অক্টোবর : বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষের জের ৷ রাতেই চা বাগান ছেড়ে চলে গেলেন ম্যানেজার ৷ ঘটনাটি জলপাইগুড়ি জয়পুর চা বাগানের । উৎসবের মধ্যে চা বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে শ্রমিকদের । কর্মহীন হয়ে পড়েছেন জয়পুর চা বাগানের প্রায় 1500 শ্রমিক । কী কারণে চলে গেছে কর্তৃপক্ষ তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

শনিবার সকালেই শ্রমিকদের নজরে পড়ে বাগানের ম্যানেজার ও অন্য কর্মীরা নেই । কোনও নোটিশ ছাড়াই বাগান ছেড়ে ম্যানেজারের চলে যাওয়ায় ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা । ফ্যাক্টরির সামনে বিক্ষোভও দেখান তাঁরা ।

চা শ্রমিকরা বলেন, তাঁদের একমাসের মজুরি বকেয়া রয়েছে ৷ 1 অক্টোবর থেকে বিভিন্ন সময় টাকা দেওয়ার কথা বলা হয়েছে ৷ কিন্তু, টাকা দেওয়া হয় ৷ 11 তারিখ ফের বকেয়া দেওয়ার কথা বলা হয় ৷ ওইদিন টাকা না পেয়ে ম্যানেজারকে ঘেরাও করেন শ্রমিকরা ৷ তখন আগামী 14 ও 15 তারিখ সেই টাকা মেটানোর কথাও জানায় কতৃর্পক্ষ । নোটিশও দেওয়া হয় ৷ কিন্তু এরপরই রাতে মালিকপক্ষের বাগান ছেড়ে চলে যাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বাগান বন্ধ থাকার কারণে চা পাতা পচে যাচ্ছে । এই খবর পাওয়া মাত্রই সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন । শ্রমিক নেতা দেবব্রত নাগ বলেন, " শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের কোনওরকম অসন্তোষ হয়নি । তাঁরা কেন পালিয়ে গেল বুঝতে পারলাম না । আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বাগান খোলার চেষ্টা করছি তাড়াতাড়ি । " আগামীকাল বাগান খোলা নিয়ে জলপাইগুড়ির ITPA-এর অফিসে দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষ উপস্থিত থাকবে ৷

জলপাইগুড়ি , 13 অক্টোবর : বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষের জের ৷ রাতেই চা বাগান ছেড়ে চলে গেলেন ম্যানেজার ৷ ঘটনাটি জলপাইগুড়ি জয়পুর চা বাগানের । উৎসবের মধ্যে চা বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে শ্রমিকদের । কর্মহীন হয়ে পড়েছেন জয়পুর চা বাগানের প্রায় 1500 শ্রমিক । কী কারণে চলে গেছে কর্তৃপক্ষ তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।

শনিবার সকালেই শ্রমিকদের নজরে পড়ে বাগানের ম্যানেজার ও অন্য কর্মীরা নেই । কোনও নোটিশ ছাড়াই বাগান ছেড়ে ম্যানেজারের চলে যাওয়ায় ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা । ফ্যাক্টরির সামনে বিক্ষোভও দেখান তাঁরা ।

চা শ্রমিকরা বলেন, তাঁদের একমাসের মজুরি বকেয়া রয়েছে ৷ 1 অক্টোবর থেকে বিভিন্ন সময় টাকা দেওয়ার কথা বলা হয়েছে ৷ কিন্তু, টাকা দেওয়া হয় ৷ 11 তারিখ ফের বকেয়া দেওয়ার কথা বলা হয় ৷ ওইদিন টাকা না পেয়ে ম্যানেজারকে ঘেরাও করেন শ্রমিকরা ৷ তখন আগামী 14 ও 15 তারিখ সেই টাকা মেটানোর কথাও জানায় কতৃর্পক্ষ । নোটিশও দেওয়া হয় ৷ কিন্তু এরপরই রাতে মালিকপক্ষের বাগান ছেড়ে চলে যাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বাগান বন্ধ থাকার কারণে চা পাতা পচে যাচ্ছে । এই খবর পাওয়া মাত্রই সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন । শ্রমিক নেতা দেবব্রত নাগ বলেন, " শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের কোনওরকম অসন্তোষ হয়নি । তাঁরা কেন পালিয়ে গেল বুঝতে পারলাম না । আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বাগান খোলার চেষ্টা করছি তাড়াতাড়ি । " আগামীকাল বাগান খোলা নিয়ে জলপাইগুড়ির ITPA-এর অফিসে দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষ উপস্থিত থাকবে ৷

Intro:জলপাইগুড়িঃ- বকেয়া টাকা নিয়ে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বাগান ছেড়ে চলে গেল বাগান কতৃপক্ষ। রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গেল জলপাইগুড়ি জয়পুর চা বাগানের ম্যানেজার। পুজোর মধ্যে চা বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পরেছে শ্রমিক দের। কর্মহীন হয়ে পরেছে জয়পুর চা বাগানের প্রায় ১৫০০ শ্রমিক। কি কারনে বাগান ছেড়ে চলে গেছে বাগান কর্তৃপক্ষ তা নিয়ে ধোয়াশা।
Body:আজ সকাল থেকেই শ্রমিকদের নজরে পরে বাগানের ম্যানেজার সহ অন্যান্য কর্মিরা নেই। বাগানে কোন নোটিশ ছাড়া বাগান ছেড়ে ম্যামেজার চলে যাওয়ায় ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা।চা শ্রমিক মেঘনাথ ব্রাক্ষ্মন,সুশীলা দাদ বলেন আমাদের বকেয়া টাকা না দিয়েই মালিকপক্ষ চা বাগান ছেড়ে রাতের অন্ধকারে চলে গেছে। এদিন বাগানের ফ্যাক্টরির সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

শ্রনিকরা জানান তাদের মজুরি বকেয়া রয়েছে। পুজোর আগে দেবার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এক তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে বললেও তা দেওয়া হয়নি। কিছু টাকা দেবার কথা থাকলেও দেওয়া হয়নি।পুজোর মধ্যে আমাদের সকলেরই টাকা দরকার। এখন টাকা না পেলে কি করে চলবে।আমরা চাই বাগান খুলুক আমরা কাজ করি।Conclusion:এদিকে গতকাল ১১ তারিখে টাকা দেবার কথা থাকলেও বকেয়া টাকা না পেয়ে বাগানের ম্যানেজার ঘেরাও করে বাগানের শ্রমিকরা।শ্রমিকদের দাবি বাগান কতৃপক্ষ বকেয়া টাকা আগামী ১৪ ও ১৫তারিখ দেবেন। গতকাল তার নোটিশও দেয় বাগান কতৃপক্ষ। পুজোর মধ্যে মালিকপক্ষের বাগান ছেড়ে পালিয়ে যাওয়াতে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।ফ্যাক্টরি বন্ধ থাকার কারনে চা পাতা পচছে। বাগান কতৃপক্ষ বাগাম ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পরতেই সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন।শ্রমিক নেতা দেবব্রত নাগ বলেন শ্রমিকদের সাথে মালিকপক্ষের কোন রকম অসন্তোষের কিছুই হয়নি। তারা কেন পালিয়ে গেলে৷ বুঝতে পারলাম না।কোন ঝামেলা হলে পুলিশ জানত কিন্তু রাজগঞ্জ থানার পুলিশ জানত। আজও কোন ঝামেলা নেই।আমরা মালিকপক্ষের সাথে কথা বলে বাগান খোকার চেস্টা করছি খুব তাড়াতাড়ি। এদিন মালিকপক্ষের সাথে যোগাযোগ করা যায়নি।
Last Updated : Oct 13, 2019, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.