জলপাইগুড়ি , 13 অক্টোবর : বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষের জের ৷ রাতেই চা বাগান ছেড়ে চলে গেলেন ম্যানেজার ৷ ঘটনাটি জলপাইগুড়ি জয়পুর চা বাগানের । উৎসবের মধ্যে চা বাগান বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে শ্রমিকদের । কর্মহীন হয়ে পড়েছেন জয়পুর চা বাগানের প্রায় 1500 শ্রমিক । কী কারণে চলে গেছে কর্তৃপক্ষ তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ।
শনিবার সকালেই শ্রমিকদের নজরে পড়ে বাগানের ম্যানেজার ও অন্য কর্মীরা নেই । কোনও নোটিশ ছাড়াই বাগান ছেড়ে ম্যানেজারের চলে যাওয়ায় ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা । ফ্যাক্টরির সামনে বিক্ষোভও দেখান তাঁরা ।
চা শ্রমিকরা বলেন, তাঁদের একমাসের মজুরি বকেয়া রয়েছে ৷ 1 অক্টোবর থেকে বিভিন্ন সময় টাকা দেওয়ার কথা বলা হয়েছে ৷ কিন্তু, টাকা দেওয়া হয় ৷ 11 তারিখ ফের বকেয়া দেওয়ার কথা বলা হয় ৷ ওইদিন টাকা না পেয়ে ম্যানেজারকে ঘেরাও করেন শ্রমিকরা ৷ তখন আগামী 14 ও 15 তারিখ সেই টাকা মেটানোর কথাও জানায় কতৃর্পক্ষ । নোটিশও দেওয়া হয় ৷ কিন্তু এরপরই রাতে মালিকপক্ষের বাগান ছেড়ে চলে যাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
বাগান বন্ধ থাকার কারণে চা পাতা পচে যাচ্ছে । এই খবর পাওয়া মাত্রই সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন । শ্রমিক নেতা দেবব্রত নাগ বলেন, " শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের কোনওরকম অসন্তোষ হয়নি । তাঁরা কেন পালিয়ে গেল বুঝতে পারলাম না । আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে বাগান খোলার চেষ্টা করছি তাড়াতাড়ি । " আগামীকাল বাগান খোলা নিয়ে জলপাইগুড়ির ITPA-এর অফিসে দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষ উপস্থিত থাকবে ৷