জলপাইগুড়ি, 6 অগস্ট: জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ প্রতিবাদে কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানালেন আদালত অবমাননা মামলা করবেন ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল 5 অগস্টের বদলে 6 অগস্ট কিছু কিছু জায়গায় বিজেপি নেতা ও কর্মীদের বাড়ির সামনে ঘেরাও করেছে ৷ যদিও এই ঘটনায় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, তাঁরা আদালতের কোনও নির্দেশই অমান্য করেননি ৷ জলপাইগুড়ির বিজেপি সভাপতির বাড়ি থেকে অনেক দূরে ধরনা মঞ্চে বসেছিলেন তাঁরা ৷
আজ এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ওরা সব জায়গায় এটা করেনি ৷ কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃত বিজেপির নেতাদের বাড়ির কাছে ঘেরাও করেছিল ৷ সেগুলির ফুটেজ আমি আনাচ্ছি ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরেও, তা মানা হয়নি ৷ আমি এই মামলার পিটিশনার হিসেবে এবার আদালত অবমাননার মামলা করব ৷ আর এটা আমার দায়িত্বও ৷ তৃণমূলের লোকজনদের বুঝিয়ে দিতে হবে, তারা বিচার ব্যবস্থার উপরে নয় ৷ ভারতবর্ষে এখনও বিচার ব্যবস্থা সবার উপরে রয়েছে ৷’’
আর যে তৃণমূল নেতার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বাড়ির সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, ‘‘আমরা আদালতের কোনও নির্দেশকে অমান্য করিনি ৷ কোনও নেতার বাড়ি ঘেরা বা বাড়ির সামনে বিক্ষোভ দেখাইনি ৷ অনেক দূরে আমরা মঞ্চ বেঁধে প্রতিবাদ বিক্ষোভ করেছি ৷ এতে কোনও বিজেপি নেতা বা কারও সমস্যা আমরা করিনি ৷’’
আরও পড়ুন: বিজেপি সাংসদের বাড়ির কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, অসভ্যতার চরম নিদর্শন; সরব জগন্নাথ
উল্লেখ্য, 21 জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি ব্লকে তৃণমূল নেতাদের বাড়ির সামনে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন ৷ কিন্তু, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী পত্রপাঠ সেদিনই সেই ঘোষণা বাতিল করে দেন ৷ পাল্টা জানান, কোনও নেতার বাড়ি ঘেরাও হবে না ৷ বাড়ি থেকে দূরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে ৷ কিন্তু, তার জন্য ওই বিজেপি নেতার পরিবারের সদস্যদের যাতে সমস্যা না হয়, সেই নির্দেশ দিয়েছিলেন মমতা ৷
আরও পড়ুন: তৃণমূলের বিক্ষোভের মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, মাইক হাতে রাখলেন বক্তব্যও
পালটা সেই ঘেরাও কর্মসূচি খারিজ করার আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু ৷ সেই মামলার রায়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 5 অগস্ট তৃণমূলের সেই কর্মসূচি বাতিল করে দেয় ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় 6 অগস্ট প্রতিটি ব্লকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধরনার ডাক দেন ৷ অভিযোগ জলপাইগুড়িতে তৃণমূল মোহিত নগর কলোনীতে বিজেপি জেলা সভাপতির বাড়ির পাশে সেই ধরনা মঞ্চ তৈরি করে ৷ যা নিয়ে এবার ফের হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী ৷