ETV Bharat / state

গরমের ছুটির মেয়াদ কমাতে ফের বিক্ষোভ পড়ুয়াদের - reduce

ফের বিক্ষোভ দেখাল বেরুবাড়ি তপশিলি ফ্রি হাইস্কুলের পড়ুয়ারা । অবরোধ করে হলদিবাড়ি রাস্তা । পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে পড়ুয়ারা
author img

By

Published : May 6, 2019, 7:25 PM IST

জলপাইগুড়ি, 6 মে : গরমের ছুটির মেয়াদ কমানোর দাবিতে আগেই স্কুলে বিক্ষোভ দেখিয়েছিল বেরুবাড়ি তপসিলি ফ্রি হাইস্কুলের পড়ুয়ারা । সেই একই দাবিতে আজ পথ অবরোধ করল ওই স্কুলের পড়ুয়ারা । ঘটনাটি জলপাইগুড়ির হলদিবাড়ি এলাকার ।

ফণীর জন্য শুক্রবার (3 মে) ও শনিবার(4 মে) ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার । তারপর থেকেই গরমের ছুটির জন্য স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয় । রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 30 জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি । আর তাতেই ক্ষুব্ধ হয় তপশিলি ফ্রি হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা । তাদের দাবি, সামনেই মাধ্যমিক পরীক্ষা । কিছুদিন আগেই সিলেবাস শুরু হয়েছে । দু'মাস পর পরীক্ষা । দু'মাস যদি ছুটি থাকে, তাহলে সিলেবাস শেষ হবে কী করে? আর তাই ছুটি কমানোর দাবি জানিয়ে 3 মে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।

এই সংক্রান্ত আরও খবর : ফেল করলে সরকার দায়িত্ব নেবে? দু'মাস ছুটির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের

আজ সেই একই দাবিতে স্কুল ড্রেসেই স্কুলের গেটের সামনে বসে থাকে পড়ুয়ারা । কিন্তু কোনও শিক্ষক-শিক্ষিকা না আসায় স্কুল সংলগ্ন হলদিবাড়ি রাস্তা অবরোধ করে পড়ুয়ারা । অবরোধে সামিল হয় অভিভাবকরাও । অবরোধের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে । ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ । পরে জলপাইগুড়ি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

জলপাইগুড়ি, 6 মে : গরমের ছুটির মেয়াদ কমানোর দাবিতে আগেই স্কুলে বিক্ষোভ দেখিয়েছিল বেরুবাড়ি তপসিলি ফ্রি হাইস্কুলের পড়ুয়ারা । সেই একই দাবিতে আজ পথ অবরোধ করল ওই স্কুলের পড়ুয়ারা । ঘটনাটি জলপাইগুড়ির হলদিবাড়ি এলাকার ।

ফণীর জন্য শুক্রবার (3 মে) ও শনিবার(4 মে) ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার । তারপর থেকেই গরমের ছুটির জন্য স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয় । রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 30 জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি । আর তাতেই ক্ষুব্ধ হয় তপশিলি ফ্রি হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা । তাদের দাবি, সামনেই মাধ্যমিক পরীক্ষা । কিছুদিন আগেই সিলেবাস শুরু হয়েছে । দু'মাস পর পরীক্ষা । দু'মাস যদি ছুটি থাকে, তাহলে সিলেবাস শেষ হবে কী করে? আর তাই ছুটি কমানোর দাবি জানিয়ে 3 মে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।

এই সংক্রান্ত আরও খবর : ফেল করলে সরকার দায়িত্ব নেবে? দু'মাস ছুটির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের

আজ সেই একই দাবিতে স্কুল ড্রেসেই স্কুলের গেটের সামনে বসে থাকে পড়ুয়ারা । কিন্তু কোনও শিক্ষক-শিক্ষিকা না আসায় স্কুল সংলগ্ন হলদিবাড়ি রাস্তা অবরোধ করে পড়ুয়ারা । অবরোধে সামিল হয় অভিভাবকরাও । অবরোধের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে । ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ । পরে জলপাইগুড়ি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।

Intro:জলপাইগুড়ি ঃ- দুইমাস স্কুল ছুটির প্রতিবাদে আন্দোলনে নামল ছাত্রছাত্রীরা। সরকারি স্কুলছুটির প্রতিবাদে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। স্কুলের দ্রুত চালু দাবিতে আন্দোলনে নামল পড়ুয়ারা। জলপাইগুড়ির বেরুবাড়ি তপসিলি ফ্রি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এদিন পথ অবরোধ করে আন্দোলে নামল।
বেরুবাড়ি তপসিলি ফ্রি হাই স্কুলের এদিন বেশ কিছু ছাত্র স্কুলে হাজির হয়।স্কুল ড্রেসেই স্কুলের সামনে বসে থাকেন দীর্ঘক্ষণ।কিন্তু কোন শিক্ষক শিক্ষিকা না আসায় তারা স্কুলের সামনে জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা অবরোধে সামিল হয়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তায় দুপাশে দীর্ঘ গাড়ির আটকে পরে। ঘটনায় জেরে বিপাকে পরেন সাধারণ মানুষ।কিছু অভিভাবক সহ স্থানীয়রাও অবরোধে সামিল হন। স্কুলের ছাত্র ছাত্রীদের অভিযোগ, টানা দুই মাস ধরে স্কুল বন্ধ রয়েছে। স্কুল বন্ধ থাকলে বিপাকে পড়বেন পড়ুয়ারা। মাধ্যমিকের সিলেবাস পুরন হবে না। সিলেবাস পুরন না হলে তারা ফেল করবে।তাই অবিলম্বে যাতে তাদের ক্লাস চালু হয় তার দাবি তারা জানিয়েছে। কারন এই স্স্কুলের বেশির ভাগ ছাত্রছাত্রীই গ্রামের এবং তারা স্কুলের শিক্ষকদের পড়াশোনার উপর নির্ভরশীল। গৃহ শিক্ষক নেই কি করবে এই অবস্থায় তারা বুঝতে পারছেন না।তাই তারা চাইছে দ্রুত স্কুলের পঠনপাঠন শুরু হোক।ন্যায্য কোন সমস্যা হলে ছুটি হোক কিন্তু অবাঞ্ছিত স্কুল বন্ধ তারা মেনে নেবে না বলে জানায় পুজা রায় নামে এক ছাত্রী।Body:WB_JAL_06MAY_STUDENT_AGITATION_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_06MAY_STUDENT_AGITATION_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.