জলপাইগুড়ি, 6 মে : গরমের ছুটির মেয়াদ কমানোর দাবিতে আগেই স্কুলে বিক্ষোভ দেখিয়েছিল বেরুবাড়ি তপসিলি ফ্রি হাইস্কুলের পড়ুয়ারা । সেই একই দাবিতে আজ পথ অবরোধ করল ওই স্কুলের পড়ুয়ারা । ঘটনাটি জলপাইগুড়ির হলদিবাড়ি এলাকার ।
ফণীর জন্য শুক্রবার (3 মে) ও শনিবার(4 মে) ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার । তারপর থেকেই গরমের ছুটির জন্য স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয় । রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 30 জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি । আর তাতেই ক্ষুব্ধ হয় তপশিলি ফ্রি হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা । তাদের দাবি, সামনেই মাধ্যমিক পরীক্ষা । কিছুদিন আগেই সিলেবাস শুরু হয়েছে । দু'মাস পর পরীক্ষা । দু'মাস যদি ছুটি থাকে, তাহলে সিলেবাস শেষ হবে কী করে? আর তাই ছুটি কমানোর দাবি জানিয়ে 3 মে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।
এই সংক্রান্ত আরও খবর : ফেল করলে সরকার দায়িত্ব নেবে? দু'মাস ছুটির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের
আজ সেই একই দাবিতে স্কুল ড্রেসেই স্কুলের গেটের সামনে বসে থাকে পড়ুয়ারা । কিন্তু কোনও শিক্ষক-শিক্ষিকা না আসায় স্কুল সংলগ্ন হলদিবাড়ি রাস্তা অবরোধ করে পড়ুয়ারা । অবরোধে সামিল হয় অভিভাবকরাও । অবরোধের জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে । ফলে বিপাকে পড়ে সাধারণ মানুষ । পরে জলপাইগুড়ি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।