ETV Bharat / state

উত্তরবঙ্গে 14টি বন্ধ চা বাগানে শ্রমিকদের কোয়ারানটিনের বিশেষ ব্যবস্থা - উত্তরবঙ্গের খবর

দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 14টি বন্ধ চা বাগানে ফিরে আসা শ্রমিকদের কোয়ারানটিনের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । বন্ধ চা বাগানের কোয়ারানটিন সেন্টারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । 16 তারিখ পর্যন্ত অনেক ট্রেন ঢুকবে । ফলে প্রচুর শ্রমিক আসবে । তাই রাজ্যে ফেরা শ্রমিকদের কোনও অসুবিধা না হয় তা দেখা হচ্ছে বলে গৌতম দেব জানান ।

tea garden
tea garden
author img

By

Published : Jun 9, 2020, 9:41 PM IST

জলপাইগুড়ি, 9জুন : দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 14টি বন্ধ চা বাগানে ফিরে আসা শ্রমিকদের কোয়ারানটিনের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব এই বিষয়ে জানান । চা বাগান এলাকায় ট্রুন্যাটের মাধ্যমে কোরোনা পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে ।

খোলা চা বাগানের বাগান কর্তৃপক্ষ বাগানের কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করছে । কিন্তু বন্ধ চা বাগানের কোনও মালিকপক্ষ না থাকার কারণে সেখানে সমস্যা প্রকট হচ্ছে । তাই তিন জেলার বন্ধ চা বাগানে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারানটিন সেন্টার করার উদ্যোগ নিল রাজ্য সরকার । পাশাপাশি কোয়ারানটিন সেন্টারে থাকাকালীনই তাঁদের সোয়াব পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে । নেগেটিভ রিপোর্ট এলে তাঁদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন মন্ত্রী গৌতম দেব ।

বন্ধ চা বাগানের কোয়ারানটিন সেন্টারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । 16 তারিখ পর্যন্ত অনেক ট্রেন ঢুকবে । ফলে প্রচুর শ্রমিক আসবে । তাই রাজ্যে ফেরা শ্রমিকদের কোনও অসুবিধা না হয় তা দেখা হচ্ছে বলে গৌতম দেব জানান । আজ জলপাইগুড়িতে এসে সার্কিট হাউজ়ে জলপাইগুড়ির জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি এবং পুলিশ সুপার অভিষেক মোদির সঙ্গে বৈঠক করেন ।

গৌতম দেব বলেন, “জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগানে ট্রুন্যাটের মাধ্যমে কোরোনা পরীক্ষার জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয়েছে । ডাবগ্রাম ও ফুলবাড়িতে কোনও কোয়ারানটিন সেন্টার নেই । তাই সেখানে কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে । শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তরের তথ্য আদান প্রদানের খামতি থাকছে । তাই সামঞ্জস্য করার জন্য সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরবিক্রম রাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে । তিনি উত্তরকন্যার সামনে পথসাথীতে বসে কাজ করবেন । এছাড়া চা বাগানে পরিযায়ী এলেই আগে কোয়ারানটিনে 14 দিন থাকার পরেই কাজে নেওয়ার কথা বলা হয়েছে ।”

জলপাইগুড়ি, 9জুন : দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার 14টি বন্ধ চা বাগানে ফিরে আসা শ্রমিকদের কোয়ারানটিনের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । আজ পর্যটন মন্ত্রী গৌতম দেব এই বিষয়ে জানান । চা বাগান এলাকায় ট্রুন্যাটের মাধ্যমে কোরোনা পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে ।

খোলা চা বাগানের বাগান কর্তৃপক্ষ বাগানের কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা করছে । কিন্তু বন্ধ চা বাগানের কোনও মালিকপক্ষ না থাকার কারণে সেখানে সমস্যা প্রকট হচ্ছে । তাই তিন জেলার বন্ধ চা বাগানে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারানটিন সেন্টার করার উদ্যোগ নিল রাজ্য সরকার । পাশাপাশি কোয়ারানটিন সেন্টারে থাকাকালীনই তাঁদের সোয়াব পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে । নেগেটিভ রিপোর্ট এলে তাঁদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানালেন মন্ত্রী গৌতম দেব ।

বন্ধ চা বাগানের কোয়ারানটিন সেন্টারের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । 16 তারিখ পর্যন্ত অনেক ট্রেন ঢুকবে । ফলে প্রচুর শ্রমিক আসবে । তাই রাজ্যে ফেরা শ্রমিকদের কোনও অসুবিধা না হয় তা দেখা হচ্ছে বলে গৌতম দেব জানান । আজ জলপাইগুড়িতে এসে সার্কিট হাউজ়ে জলপাইগুড়ির জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি এবং পুলিশ সুপার অভিষেক মোদির সঙ্গে বৈঠক করেন ।

গৌতম দেব বলেন, “জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চা বাগানে ট্রুন্যাটের মাধ্যমে কোরোনা পরীক্ষার জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলা হয়েছে । ডাবগ্রাম ও ফুলবাড়িতে কোনও কোয়ারানটিন সেন্টার নেই । তাই সেখানে কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে । শিলিগুড়ি পৌরনিগমের সঙ্গে জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তরের তথ্য আদান প্রদানের খামতি থাকছে । তাই সামঞ্জস্য করার জন্য সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বীরবিক্রম রাইকে দায়িত্ব দেওয়া হচ্ছে । তিনি উত্তরকন্যার সামনে পথসাথীতে বসে কাজ করবেন । এছাড়া চা বাগানে পরিযায়ী এলেই আগে কোয়ারানটিনে 14 দিন থাকার পরেই কাজে নেওয়ার কথা বলা হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.