ETV Bharat / state

Red Panda and Leopard Skin Recovered চিতাবাঘ ও রেড পান্ডার চামড়া উদ্ধার, গ্রেফতার নেপালের 3 বাসিন্দা - আন্তর্জাতিক পাচার চক্র

পাচারের আগে উদ্ধার রেড পান্ডা ও চিতাবাঘের চামড়া (Red Panda and Leopard Skin Recovered) ৷ মঙ্গলবার বৈকুণ্ঠপুর বনবিভাগের তৎপরতায় উদ্ধার করা হয়েছে বন্যপ্রাণীর চামড়াগুলি ৷ অভিযুক্ত 3 পাচারকারী নেপালের বাসিন্দা ৷ চামড়গুলি চিনে পাচারের চেষ্টায় ছিল পাচারকারীরা ৷

Red Pandas and Leopards Skin Recover
উদ্ধার চিতা ও রেড পান্ডার চামড়া
author img

By

Published : Aug 17, 2022, 1:37 PM IST

জলপাইগুড়ি, 17 অগস্ট: বৈকুণ্ঠপুর বন কর্মীদের তৎপরতায় গ্রেফতার হল তিন চোরা পাচারকারী (Red Pandas and Leopards Skin Recover) ৷ ধৃতরা সকলেই নেপালের বাসিন্দা ৷ আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত ৷ ধৃতরা হল চন্দ্র প্রকাশ চেমজং(35),সানবা লিম্বু (25), ইয়াকপু শেরপা (37) ৷ ধৃতদের কাছ থেকে দু’টি রেড পান্ডার চামড়া ও একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে ৷

বৈকুন্ঠপুর বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নেপালের টাপলিজং মিকিয়াখোলা থেকে এই বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে আসা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে । বনকর্মীদের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগে করে পাচার করা হচ্ছিল চামড়াগুলি । সেগুলি নেপাল থেকে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁওতে হস্তান্তরের কথা ছিল । পাচারকারীরা নেপাল-ভুটান ও চিনের আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ।

নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পিড্বলুডি মোড় এলাকায় পাচারকারীদের বাইকে নেপালের নম্বর দেখে বনকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা বাইকে তল্লাশি চালান ৷ তখনই উদ্ধার হয় বহুমূল্যের চিতাবাঘের ও রেড পান্ডার চামড়া ৷

উদ্ধার হওয়া চিতা ও রেড পান্ডার চামড়া

আরও পড়ুন: পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক, ধৃত তিন

প্রসঙ্গত, প্রাথমিকভাবে বৈকুণ্ঠপুর বনকর্মীদের অনুমান, ধৃত পাচরকারীরা ডেলিভারির কাজ করত ৷ 30 লক্ষ টাকার বিনিময়ে ভুটান সীমান্ত দিয়ে চিনে পাচার করার ছক কষেছিল তারা ৷

জলপাইগুড়ি, 17 অগস্ট: বৈকুণ্ঠপুর বন কর্মীদের তৎপরতায় গ্রেফতার হল তিন চোরা পাচারকারী (Red Pandas and Leopards Skin Recover) ৷ ধৃতরা সকলেই নেপালের বাসিন্দা ৷ আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত ৷ ধৃতরা হল চন্দ্র প্রকাশ চেমজং(35),সানবা লিম্বু (25), ইয়াকপু শেরপা (37) ৷ ধৃতদের কাছ থেকে দু’টি রেড পান্ডার চামড়া ও একটি চিতাবাঘের চামড়া উদ্ধার হয়েছে ৷

বৈকুন্ঠপুর বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নেপালের টাপলিজং মিকিয়াখোলা থেকে এই বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে আসা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে । বনকর্মীদের চোখে ধুলো দিতে স্কুল ব্যাগে করে পাচার করা হচ্ছিল চামড়াগুলি । সেগুলি নেপাল থেকে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁওতে হস্তান্তরের কথা ছিল । পাচারকারীরা নেপাল-ভুটান ও চিনের আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ।

নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত পিড্বলুডি মোড় এলাকায় পাচারকারীদের বাইকে নেপালের নম্বর দেখে বনকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা বাইকে তল্লাশি চালান ৷ তখনই উদ্ধার হয় বহুমূল্যের চিতাবাঘের ও রেড পান্ডার চামড়া ৷

উদ্ধার হওয়া চিতা ও রেড পান্ডার চামড়া

আরও পড়ুন: পাচারের আগে মালদায় উদ্ধার দুর্লভ তক্ষক, ধৃত তিন

প্রসঙ্গত, প্রাথমিকভাবে বৈকুণ্ঠপুর বনকর্মীদের অনুমান, ধৃত পাচরকারীরা ডেলিভারির কাজ করত ৷ 30 লক্ষ টাকার বিনিময়ে ভুটান সীমান্ত দিয়ে চিনে পাচার করার ছক কষেছিল তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.