ETV Bharat / state

পাচারের আগেই নাকা তল্লাশিতে উদ্ধার 563টি মাদকের বাক্স

Illegal Liquor seized: ধূপগুড়ি পুলিশের তৎপরতায় আটকে গেল বেআইনী মাদক পাচার ৷ উদ্ধার হয় 563টি মাদকের বাক্স ৷ ঘটনায় গ্রেফতার লরি চালক ৷

illegal Liquor seized
নাকা তল্লাশি উদ্ধার 563টি মাদকের বাক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 7:41 AM IST

জলপাইগুড়ি, 1 ডিসেম্বর: পুলিশি সক্রিয়তায় ভেস্তে গেল মাদক পাচার ৷ তুষের বস্তার আড়ালে বেআইনি মাদক পাচার করতে গিয়ে ধৃত অভিযুক্ত ৷ বৃহস্পতিবার নাকা তল্লাশিতে ধূপগুড়ি থানার পুলিশ অবৈধ মাদক- সহ একটি লরি আটক করে ৷ উদ্ধার হয় 563টি মাদকের বাক্স ৷ গ্রেফতার করা হয়েছ লরি চালক বাপি দাসকে ৷ অভিযুক্ত ত্রিপুরার ধর্মনগরের চুরাইবাড়ি এলাকার বাসিন্দা ৷

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে একটি অসম নম্বরের লরিতে বিপুল পরিমান অবৈধ মাদক পাচার করা হচ্ছে । খবর পেয়েই ধূপগুড়ি থানার পুলিশ স্থানীয় হরিমন্দির সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে । তল্লশিতেই গয়েরকাটার দিক থেকে অসম নম্বরের একটি লরিকে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয় । প্রথমে লরিতে তল্লাশি চালালে ধানের তুষের বস্তা মেলে । এপরই এই বস্তা থেকে মাদকের হদিশ পাওয়া যায় । বিপুল পরিমাণ মাদকের বাক্স উদ্ধার হয় তুষের বস্তা থেকে ৷ লরি সহ চালককে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে পুলিশ লরি চালককে গ্রেফতার করে ৷

জানা গিয়েছে মাদকের বাক্সগুলি অরুণাচল প্রদেশ এবং অসম রাজ্যের নাম উল্লেখ রয়েছে । ধৃত লরি চালক বাপি দাস জানান, গৌহাটি থেকে তিনি লরিটি নিয়ে আসছিলেন তিনি । জেলার ডেপুটি পুলিশ সুপার অপরাধ বিক্রমজিৎ লামা বলেন, ''563 টি বেআইনি মাদকের বাক্স উদ্ধার হয়েছে । যেগুলি ভিন রাজ্য থেকে অবৈধ ভাবে পাচার হচ্ছিল । পুলিশ খবর পেয়ে সেগুলি উদ্ধার করে । লরি চালককেও গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । আজ লরি চালককে আদালতে তোলা হবে ।

গত রবিবার ডুয়ার্সের বানারহাট থানার মরাঘাট মোড় এলাকায় বাস থেকে উদ্ধার হয় প্রায় 50 কেজি গাঁজা । গ্রেফতার হয় তিন মহিলা । সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই বিপুল পরিমান মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. দেদার বিকোচ্ছে মাদক, কড়ি ফেললে হাতে নারী শরীরও ! চাঁচল এখন যেন 'উড়তা পঞ্জাব'
  2. আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ, এনসিবির জালে দুই বিদেশি নাগরিক
  3. গাইঘাটায় মাদক তৈরির কারবার, বিপুল হেরোইন-সহ ধৃত 4

জলপাইগুড়ি, 1 ডিসেম্বর: পুলিশি সক্রিয়তায় ভেস্তে গেল মাদক পাচার ৷ তুষের বস্তার আড়ালে বেআইনি মাদক পাচার করতে গিয়ে ধৃত অভিযুক্ত ৷ বৃহস্পতিবার নাকা তল্লাশিতে ধূপগুড়ি থানার পুলিশ অবৈধ মাদক- সহ একটি লরি আটক করে ৷ উদ্ধার হয় 563টি মাদকের বাক্স ৷ গ্রেফতার করা হয়েছ লরি চালক বাপি দাসকে ৷ অভিযুক্ত ত্রিপুরার ধর্মনগরের চুরাইবাড়ি এলাকার বাসিন্দা ৷

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে একটি অসম নম্বরের লরিতে বিপুল পরিমান অবৈধ মাদক পাচার করা হচ্ছে । খবর পেয়েই ধূপগুড়ি থানার পুলিশ স্থানীয় হরিমন্দির সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু করে । তল্লশিতেই গয়েরকাটার দিক থেকে অসম নম্বরের একটি লরিকে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয় । প্রথমে লরিতে তল্লাশি চালালে ধানের তুষের বস্তা মেলে । এপরই এই বস্তা থেকে মাদকের হদিশ পাওয়া যায় । বিপুল পরিমাণ মাদকের বাক্স উদ্ধার হয় তুষের বস্তা থেকে ৷ লরি সহ চালককে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে পুলিশ লরি চালককে গ্রেফতার করে ৷

জানা গিয়েছে মাদকের বাক্সগুলি অরুণাচল প্রদেশ এবং অসম রাজ্যের নাম উল্লেখ রয়েছে । ধৃত লরি চালক বাপি দাস জানান, গৌহাটি থেকে তিনি লরিটি নিয়ে আসছিলেন তিনি । জেলার ডেপুটি পুলিশ সুপার অপরাধ বিক্রমজিৎ লামা বলেন, ''563 টি বেআইনি মাদকের বাক্স উদ্ধার হয়েছে । যেগুলি ভিন রাজ্য থেকে অবৈধ ভাবে পাচার হচ্ছিল । পুলিশ খবর পেয়ে সেগুলি উদ্ধার করে । লরি চালককেও গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । আজ লরি চালককে আদালতে তোলা হবে ।

গত রবিবার ডুয়ার্সের বানারহাট থানার মরাঘাট মোড় এলাকায় বাস থেকে উদ্ধার হয় প্রায় 50 কেজি গাঁজা । গ্রেফতার হয় তিন মহিলা । সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই বিপুল পরিমান মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন:

  1. দেদার বিকোচ্ছে মাদক, কড়ি ফেললে হাতে নারী শরীরও ! চাঁচল এখন যেন 'উড়তা পঞ্জাব'
  2. আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ, এনসিবির জালে দুই বিদেশি নাগরিক
  3. গাইঘাটায় মাদক তৈরির কারবার, বিপুল হেরোইন-সহ ধৃত 4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.