ETV Bharat / state

রাস্তায় চিতাবাঘের পায়ের ছাপ, আতঙ্কে পূর্ব শালবাড়ির বাসিন্দারা - saalbari

রাস্তায় চিতাবাঘের পায়ের ছাপ। ভয়ে ঘর থেকে বেরোতে পারছে না স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে বনবিভাগ ও ময়নাগুড়ি থানার পুলিশকে।

জঙ্গল
author img

By

Published : Feb 5, 2019, 9:24 AM IST

ময়নাগুড়ি, ৫ ফেব্রুয়ারি : চিতাবাঘের আতঙ্কে কার্যত ঘর ছেড়ে বেরোতে পারছে না ময়নাগুড়ির পূর্ব শালবাড়ি এলাকার বাসিন্দারা। রবিবার রাতে ওই গ্রামের বেশ কয়েকজন চিতাবাঘ দেখতে পায়। তার গর্জন শুনতে পায় বলে দাবি করে। গতকাল সকালে চিতাবাঘের পায়ের ছাপ রাস্তায় দেখা যায় বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আতঙ্কে এলাকার লোকজন সকাল থেকে অনেকেই বাড়ি ছাড়েনি। খবর পেয়ে বনবিভাগ ও ময়নাগুড়ি থানার পুলিশ ওই এলাকায় যায়। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের পটকা দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা তন্ময় রায় বলেন, "এলাকার সবাই এখন আতঙ্কে আছে। বনবিভাগকে জানানো হয়েছে। পুলিশকেও জানানো হয়েছে। চাষিরা মাঠে যেতে পারছে না। সন্ধের পর বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে।"

রামশাই মোবাইল রেঞ্জের বিট অফিসার ভূপতি শীল বলেন, "পায়ের ছাপ বোঝা যাচ্ছে না। অনেকটা মুছে গেছে। এর আগেও এই গ্রামের পাশেই একটা চিতাবাঘ পাওয়া গেছিল। নজরদারির পাশাপাশি প্রয়োজনে খাঁচা পাতা হবে।"

ময়নাগুড়ি, ৫ ফেব্রুয়ারি : চিতাবাঘের আতঙ্কে কার্যত ঘর ছেড়ে বেরোতে পারছে না ময়নাগুড়ির পূর্ব শালবাড়ি এলাকার বাসিন্দারা। রবিবার রাতে ওই গ্রামের বেশ কয়েকজন চিতাবাঘ দেখতে পায়। তার গর্জন শুনতে পায় বলে দাবি করে। গতকাল সকালে চিতাবাঘের পায়ের ছাপ রাস্তায় দেখা যায় বলেও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আতঙ্কে এলাকার লোকজন সকাল থেকে অনেকেই বাড়ি ছাড়েনি। খবর পেয়ে বনবিভাগ ও ময়নাগুড়ি থানার পুলিশ ওই এলাকায় যায়। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের পটকা দেওয়া হয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা তন্ময় রায় বলেন, "এলাকার সবাই এখন আতঙ্কে আছে। বনবিভাগকে জানানো হয়েছে। পুলিশকেও জানানো হয়েছে। চাষিরা মাঠে যেতে পারছে না। সন্ধের পর বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে।"

রামশাই মোবাইল রেঞ্জের বিট অফিসার ভূপতি শীল বলেন, "পায়ের ছাপ বোঝা যাচ্ছে না। অনেকটা মুছে গেছে। এর আগেও এই গ্রামের পাশেই একটা চিতাবাঘ পাওয়া গেছিল। নজরদারির পাশাপাশি প্রয়োজনে খাঁচা পাতা হবে।"


New Delhi, Feb 05 (ANI): President Ram Nath Kovind graced the annual opening of Mughal Garden. President Kovind was accompanied by First Lady Savita Kovind. They posed together for a photograph. Mughal Garden at Rashtrapati Bhavan is one of the most beautiful gardens of the world. It will open for the public to visit from February 06 to March 10.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.