ETV Bharat / state

গ্রিল ভেঙে রাস্তায় কোরোনা হাসপাতালের রোগী, আটকে রাখলেন স্থানীয়রা

স্যালাইনের হাতল দিয়ে কোরোনা হাসপাতালের জানালা ভেঙে পালালেন কোরোনার উপসর্গ থাকা এক প্রবীণ । কোরোনা হাসপাতাল থেকে বেরিয়ে আসায় এলাকা স্যানিটাইজ় করার দাবি স্থানীয়দের ।

COVID-19
কোরোনা
author img

By

Published : Jul 22, 2020, 7:36 PM IST

Updated : Jul 23, 2020, 12:45 AM IST

জলপাইগুড়ি, 22 জুলাই : কোরোনা হাসপাতালের জানালা ভেঙেপালালেন রোগী । নীরব দর্শক হয়ে রইলেন নিরাপত্তারক্ষীরা । জলপাইগুড়ির ঘটনা । পরেতাঁকে রায়কতপাড়া শনি মন্দির এলাকা থেকে উদ্ধার করে জলপাইগুড়ি থানার পুলিশ । তাঁকেহাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ।

আজ সকালে জলপাইগুড়ির বিশ্ববাংলা COVID-19হাসপাতাল থেকে পালান কোরোনারউপসর্গ থাকা ওই প্রবীণ। পালিয়ে হাসপাতাল সংলগ্ন শনি মন্দিরের কাছে বসেছিলেন তিনি ।নার্সরা খবর দিলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেন । তাঁকেদেখামাত্রই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়রা তাঁকে ঘিরে ফেলেন । খবর পেয়েপুলিশ এসে ওই ব্যক্তিকে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে যায় । কোরোনা হাসপাতালথেকে রোগী বেরিয়ে আসায় এলাকা স্যানিটাইজ় করার দাবি জানান স্থানীয়রা ।
গ্রিল ভেঙে রাস্তায় কোরোনা হাসপাতালের রোগী

এদিকে সদর হাসপাতালের সুপার ডা. গয়ারাম নস্কর বলেন, "কোরোনা হাসপাতালের SARI বিভাগ থেকে স্যালাইনের হাতল দিয়ে জানালা ভেঙে পালিয়ে যান একজন । তাঁকে ফের রায়কতপাড়া এলাকা থেকে ধরে নিয়ে আসা হয়েছে । তিনি হাসপাতালে থাকতে চাইছেন না ।"

জলপাইগুড়ি, 22 জুলাই : কোরোনা হাসপাতালের জানালা ভেঙেপালালেন রোগী । নীরব দর্শক হয়ে রইলেন নিরাপত্তারক্ষীরা । জলপাইগুড়ির ঘটনা । পরেতাঁকে রায়কতপাড়া শনি মন্দির এলাকা থেকে উদ্ধার করে জলপাইগুড়ি থানার পুলিশ । তাঁকেহাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ।

আজ সকালে জলপাইগুড়ির বিশ্ববাংলা COVID-19হাসপাতাল থেকে পালান কোরোনারউপসর্গ থাকা ওই প্রবীণ। পালিয়ে হাসপাতাল সংলগ্ন শনি মন্দিরের কাছে বসেছিলেন তিনি ।নার্সরা খবর দিলে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দেন । তাঁকেদেখামাত্রই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়রা তাঁকে ঘিরে ফেলেন । খবর পেয়েপুলিশ এসে ওই ব্যক্তিকে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে যায় । কোরোনা হাসপাতালথেকে রোগী বেরিয়ে আসায় এলাকা স্যানিটাইজ় করার দাবি জানান স্থানীয়রা ।
গ্রিল ভেঙে রাস্তায় কোরোনা হাসপাতালের রোগী

এদিকে সদর হাসপাতালের সুপার ডা. গয়ারাম নস্কর বলেন, "কোরোনা হাসপাতালের SARI বিভাগ থেকে স্যালাইনের হাতল দিয়ে জানালা ভেঙে পালিয়ে যান একজন । তাঁকে ফের রায়কতপাড়া এলাকা থেকে ধরে নিয়ে আসা হয়েছে । তিনি হাসপাতালে থাকতে চাইছেন না ।"

Last Updated : Jul 23, 2020, 12:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.