ETV Bharat / state

"যে ঘরটিতে রেশনের চাল উদ্ধার হয়েছে তা BJP-র অফিস নয়" - jalpaiguri

এক রেশন দোকানের মালিক BJP-র ছেড়ে দেওয়া পার্টি অফিসেই গুদাম ঘর বানিয়েছিল ।

রেশনের চাল উদ্ধার হওয়া ঘরটি BJP-র পার্টি অফিস নয়
রেশনের চাল উদ্ধার হওয়া ঘরটি BJP-র পার্টি অফিস নয়
author img

By

Published : May 2, 2020, 12:03 AM IST

জলপাইগুড়ি, 1 মে: লোকসভা নির্বাচনের জন্য নেওয়া BJP-র কার্যালয়ে রেশনের চাল উদ্ধারকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল । এমনকী তৃণমুল নেতা অনুব্রত মণ্ডলও বিষয়টি নিয়ে আসরে নেমেছিলেন । কিন্তু ওই ঘরটি BJP-র কার্যালয় নয় বলে জানা গেছে । এক রেশন দোকানের মালিক BJP-র ছেড়ে দেওয়া পার্টি অফিসেই গুদাম ঘর বানিয়েছিল ।

বিষয়টি নিশ্চিত করে ধুপগুড়ি ব্লকের তেলিপাড়ার বাসিন্দা ওই দোকানের মালিক গৌরাঙ্গচন্দ্র দাস জানান, "BJP আমার তেলিপাড়ার দোকান ঘরটি পার্টি অফিস করার জন্য ভাড়া নিয়েছিল । পরে অফিসটি ছেড়ে দেয় । এরপর লকডাউনে প্রচুর খাদ্য সামগ্রী আসবে তাই স্থানীয় রেশন ডিলার ওই খালি ঘরটি চায় । আমি দোকান ঘরটি 1000 টাকা মাসিক ভাড়ায় রেশন ডিলারকে দিয়েছি । তাই এখানে BJP পার্টি অফিসে চাল মজুত করার কোনও প্রশ্ন নেই । BJP-র পার্টি অফিস থাকায় কিছু ঝান্ডা-ফেস্টুন রয়ে গেছে । স্থানীয়রা সবাই বিষয়টি জানেন ।" এদিকে না জানিয়ে দোকান ঘরে রেশনের খাদ্যসামগ্রীর গোডাউন বানানোর অপরাধে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে খাদ্য দপ্তর ।

এদিকে BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আমরা ওই ঘরটি লোকসভা নির্বাচনের জন্য ভাড়া নিয়েছিলাম । পরে ঘরটি ছেড়ে দিই । এরপর ওই ঘরের মালিক কাকে ভাড়া দেবে বা কী রাখবে তার জন্য BJP তো দায়ি নয় । এখন তৃণমূল সেটাকে ইশু বানাচ্ছে ।"

জলপাইগুড়ি, 1 মে: লোকসভা নির্বাচনের জন্য নেওয়া BJP-র কার্যালয়ে রেশনের চাল উদ্ধারকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল । এমনকী তৃণমুল নেতা অনুব্রত মণ্ডলও বিষয়টি নিয়ে আসরে নেমেছিলেন । কিন্তু ওই ঘরটি BJP-র কার্যালয় নয় বলে জানা গেছে । এক রেশন দোকানের মালিক BJP-র ছেড়ে দেওয়া পার্টি অফিসেই গুদাম ঘর বানিয়েছিল ।

বিষয়টি নিশ্চিত করে ধুপগুড়ি ব্লকের তেলিপাড়ার বাসিন্দা ওই দোকানের মালিক গৌরাঙ্গচন্দ্র দাস জানান, "BJP আমার তেলিপাড়ার দোকান ঘরটি পার্টি অফিস করার জন্য ভাড়া নিয়েছিল । পরে অফিসটি ছেড়ে দেয় । এরপর লকডাউনে প্রচুর খাদ্য সামগ্রী আসবে তাই স্থানীয় রেশন ডিলার ওই খালি ঘরটি চায় । আমি দোকান ঘরটি 1000 টাকা মাসিক ভাড়ায় রেশন ডিলারকে দিয়েছি । তাই এখানে BJP পার্টি অফিসে চাল মজুত করার কোনও প্রশ্ন নেই । BJP-র পার্টি অফিস থাকায় কিছু ঝান্ডা-ফেস্টুন রয়ে গেছে । স্থানীয়রা সবাই বিষয়টি জানেন ।" এদিকে না জানিয়ে দোকান ঘরে রেশনের খাদ্যসামগ্রীর গোডাউন বানানোর অপরাধে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে খাদ্য দপ্তর ।

এদিকে BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আমরা ওই ঘরটি লোকসভা নির্বাচনের জন্য ভাড়া নিয়েছিলাম । পরে ঘরটি ছেড়ে দিই । এরপর ওই ঘরের মালিক কাকে ভাড়া দেবে বা কী রাখবে তার জন্য BJP তো দায়ি নয় । এখন তৃণমূল সেটাকে ইশু বানাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.