ETV Bharat / state

প্যাঙ্গোলিন সহ ধৃত 5 - Pangolin

প্যাঙ্গোলিন সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা ।

মৃত প্যাঙ্গোলিন
author img

By

Published : May 7, 2019, 1:26 PM IST

Updated : May 7, 2019, 1:32 PM IST

জলপাইগুড়ি, 7 মে : এক প্যাঙ্গোলিন সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । জলপাইগুড়ির কালিঝোড়া এলাকার ঘটনা । ধৃতরা হল অর্জুন রাই (২৬), গোপীলাল দর্জি (৪৪) , কমল সুনদাস(৫২), উমেশ সুব্বা(৪৪) ও সন্তোষ কুমার (৪৪)। ধৃতরা সবাই সিকিমের বাসিন্দা । এর মধ্যে অর্জুন পেশায় সিভিল ইঞ্জিনিয়র ।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় দত্তের বক্তব্য

জলপাইগুড়ি বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, " প্যাঙ্গোলিন পাচার করার খবর পেয়ে আমরা বাংলা-সিকিম সীমান্ত এলাকায় নজরদারি চালাই । সীমান্ত এলাকায় সিকিম নম্বরের একটি গাড়িকে আমরা আটক করি । তল্লাশি চালিয়ে গাড়িতে রাখা একটি ব্যাগের ভিতর থেকে একটি মৃত প্যাঙ্গোলিন পাওয়া যায় । গাড়িতে পাঁচজন ছিল। সবাইকে গ্রেপ্তার করি । এরা ৭০ হাজার টাকা কেজি দরে ভুটানে ৭ কেজি ওজনের প্যাঙ্গোলিনটিকে বিক্রি করত।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে । আগামিকাল ধৃতদের আদালতে তোলা হবে।

জলপাইগুড়ি, 7 মে : এক প্যাঙ্গোলিন সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । জলপাইগুড়ির কালিঝোড়া এলাকার ঘটনা । ধৃতরা হল অর্জুন রাই (২৬), গোপীলাল দর্জি (৪৪) , কমল সুনদাস(৫২), উমেশ সুব্বা(৪৪) ও সন্তোষ কুমার (৪৪)। ধৃতরা সবাই সিকিমের বাসিন্দা । এর মধ্যে অর্জুন পেশায় সিভিল ইঞ্জিনিয়র ।

ভিডিয়োয় শুনুন সঞ্জয় দত্তের বক্তব্য

জলপাইগুড়ি বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, " প্যাঙ্গোলিন পাচার করার খবর পেয়ে আমরা বাংলা-সিকিম সীমান্ত এলাকায় নজরদারি চালাই । সীমান্ত এলাকায় সিকিম নম্বরের একটি গাড়িকে আমরা আটক করি । তল্লাশি চালিয়ে গাড়িতে রাখা একটি ব্যাগের ভিতর থেকে একটি মৃত প্যাঙ্গোলিন পাওয়া যায় । গাড়িতে পাঁচজন ছিল। সবাইকে গ্রেপ্তার করি । এরা ৭০ হাজার টাকা কেজি দরে ভুটানে ৭ কেজি ওজনের প্যাঙ্গোলিনটিকে বিক্রি করত।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে । আগামিকাল ধৃতদের আদালতে তোলা হবে।

Intro:জলপাইগুড়ি ঃসিকিম থেকে ভুটানে প্যাঙ্গোলিন মেরে পাচার করতে গিয়ে ধৃত ৫ জন।ধৃতদের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার। বেলাকোবা রেঞ্জের কর্মিদের সাফল্য।

জলপাইগুড়ি বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান আমাদের কাছে খব্র আসে সিকিম থেকে প্যাঙ্গোলিন পাচার করা হচ্ছে ভুটানে সেইমত আমরা বাংলা সিকিম সীমান্তে নজরদারি চালাই এবং সিকিম নম্বরের একটি গাড়িকে ধরি।গাড়িতে সবজী ছিল তাদের ভেতরেই একটি ব্যাগে এই মৃত প্যাঙ্গোলিনটিকে পাপ্যা যায়।আমরা গাড়িতে থাকা পাঁচজনকেই গ্রেপ্তার করি আজ ভোরে। ধৃতদের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার।এরা ৭০ হাজার টাকা কেজি দরে ভুটানে ৭ কেজি ওজমের প্যাঙ্গোলিনটিকে বিক্রি করত তার আগেই আমরা ধরে ফেলি।তাদের জিজ্ঞাসাবাদ করে জানা হবে কোথায় থেকে তারা এটা পেল।আগামিকাল তাদের আদালতে তোলা হবে।
ধৃতরা হলেন অর্জুন রাই (২৬) তিনি সিভিল ইঞ্জিনিয়ার, গোপিলাল দর্জি (৪৪),কমল সুনদাস(৫২),উমেশ সুব্বা(৪৪),সন্তোষ কুমার (৪৪)। ধৃতরা সবাই সিকিমের বাসিন্দা।

Body:WB_JAL_07MAY_PANGOLIN_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_07MAY_PANGOLIN_ABHIJIT_7203427
Last Updated : May 7, 2019, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.