ETV Bharat / state

নেই পর্যাপ্ত মাস্ক, কলকাতায় দরবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের - কোরোনাভাইরাস খবর

মাস্ক অপর্যাপ্ত । মাস্ক আনতে কলকাতায় পাঠানো হল স্বাস্থ্যকর্মীকে । যদিও জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, যে সংখ্যক মাস্ক রয়েছে তা দিয়ে আপাতত কাজ চলে যাবে।

নেই পর্যাপ্ত মাস্ক
নেই পর্যাপ্ত মাস্ক
author img

By

Published : Mar 18, 2020, 8:08 PM IST

Updated : Mar 18, 2020, 9:20 PM IST

জলপাইগুড়ি, 18 মার্চ : জলপাইগুড়ি জেলায় কয়েক হাজার স্বাস্থ্যকর্মী থাকলেও মাস্ক রয়েছে মাত্র 250টি । জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে নেই N95 মাস্কও । কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়নি মাস্ক । মাস্কের জন্য কলকাতায় দরবার করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । কলকাতায় পাঠানো হয়েছে এক স্বাস্থ্য কর্মীকেও ।

আগামীকাল কলকাতা থেকে মাস্ক এলে তারপর স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক । পর্যাপ্ত মাস্ক না থাকায় জেলায় কোনও স্বাস্থ্যকর্মীকেই এখনও পর্যন্ত মাস্ক দেওয়া হয়নি বলেও জানান তিনি । এদিকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে নিজেদের খরচে মাস্ক কিনে রোগী দেখতে দেখা গেল চিকিৎসকদের ।

মাস্ক অপর্যাপ্ত । মাস্ক আনতে কলকাতায় পাঠানো হল স্বাস্থ্যকর্মীকে ।

রমেন্দ্রনাথবাবু বলেন, "আমাদের জেলায় এখনও স্টকে 250টি মাস্ক রয়েছে । স্যানিটাইজ়ার রয়েছে প্রায় 1 হাজারের মতো । জেলার প্রতিটি ব্লকে স্যানিটাইজ়ার দেওয়া হয়েছে । আমাদের জেলায় এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি । ফলে মাস্কের প্রয়োজন এখন হচ্ছে না । কোথাও কেউ কোরোনা পজেটিভ জানতে পারলে সেখানেই আমরা মাস্ক বিতরণ করব । সেখানকার স্বাস্থ্য কর্মীদের মাস্ক দেওয়া হবে । এখন 250টি থ্রি লেয়ার সার্জিকাল মাস্ক রয়েছে । N95 মাস্ক আমাদের কাছে নেই । "

জলপাইগুড়ি, 18 মার্চ : জলপাইগুড়ি জেলায় কয়েক হাজার স্বাস্থ্যকর্মী থাকলেও মাস্ক রয়েছে মাত্র 250টি । জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে নেই N95 মাস্কও । কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয়নি মাস্ক । মাস্কের জন্য কলকাতায় দরবার করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । কলকাতায় পাঠানো হয়েছে এক স্বাস্থ্য কর্মীকেও ।

আগামীকাল কলকাতা থেকে মাস্ক এলে তারপর স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক । পর্যাপ্ত মাস্ক না থাকায় জেলায় কোনও স্বাস্থ্যকর্মীকেই এখনও পর্যন্ত মাস্ক দেওয়া হয়নি বলেও জানান তিনি । এদিকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে নিজেদের খরচে মাস্ক কিনে রোগী দেখতে দেখা গেল চিকিৎসকদের ।

মাস্ক অপর্যাপ্ত । মাস্ক আনতে কলকাতায় পাঠানো হল স্বাস্থ্যকর্মীকে ।

রমেন্দ্রনাথবাবু বলেন, "আমাদের জেলায় এখনও স্টকে 250টি মাস্ক রয়েছে । স্যানিটাইজ়ার রয়েছে প্রায় 1 হাজারের মতো । জেলার প্রতিটি ব্লকে স্যানিটাইজ়ার দেওয়া হয়েছে । আমাদের জেলায় এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি । ফলে মাস্কের প্রয়োজন এখন হচ্ছে না । কোথাও কেউ কোরোনা পজেটিভ জানতে পারলে সেখানেই আমরা মাস্ক বিতরণ করব । সেখানকার স্বাস্থ্য কর্মীদের মাস্ক দেওয়া হবে । এখন 250টি থ্রি লেয়ার সার্জিকাল মাস্ক রয়েছে । N95 মাস্ক আমাদের কাছে নেই । "

Last Updated : Mar 18, 2020, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.