জলপাইগুড়ি, 29 জানুয়ারি : এই প্রথম জলপাইগুড়ি শহরে পাখির সমীক্ষা হল। পাওয়া গেল 27টি প্রজাতির পাখি। জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক সংলগ্ন করলা নদীর পাড়ে পাখি সমীক্ষা হয়। এই প্রথম ময়নাগুড়ি দোমোহনী ও জলপাইগুড়ি জুবলি পার্ক এলাকায় এক দিনের সমীক্ষা করা হয়।
জলপাইগুড়ি বনবিভাগের বিভাগীয় বনাধিকারিক মৃদুল কুমার বলেন, ‘‘বনবিভাগের সঙ্গে এক স্বেচ্ছাসেবী সংগঠন এই পাখি সমীক্ষার কাজ করেন। এই প্রথম জলপাইগুড়ি শহরে ও ময়নাগুড়ি দোমোহনী এলাকায় পাখি সমীক্ষা হল৷’’ বনাধিকারিক জানান, ব্ল্যাক আইবিশ, নর্দান ল্যাপইউং-সহ একাধিক বিদেশে পাখি পাওয়া গিয়েছে।
বনাধিকারিক মৃদুল কুমার বলেন, ‘‘জলপাইগুড়ি শহরের তিস্তা নদীর আশপাশে ও দোমোহনী এলাকায় প্রচুর পাখি আসে। কিন্তু আমাদের কাছে তেমন কোনও তথ্য ছিল না। এবার সমীক্ষার ফলে আমাদের কাছে একটা চিত্র উঠে এল। এই প্রথম 27টি প্রজাতির পাখির মধ্যে কিছু বিদেশী পরিযায়ী পাখিরও সন্ধান আমরা পেয়েছি।’’
আরও পড়ুন : হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা
তিনি জানিয়েছেন, সম্প্রতি জলপাইগুড়ি তিস্তা নদীর চরে ডোমেসাইল ক্রেইন নামে বিদেশি পাখি পাওয়া যায়। কিন্তু গতকাল পাখিটি পাওয়া যায়নি বলে ডোমেসাইল ক্রেইনের নাম নথিভুক্ত হয়নি।