ETV Bharat / state

Facebook Page Hacking: হ্যাক করে পোস্ট হল অশ্লীল ছবি, তড়িঘড়ি ফেসবুক পেজ ডিলিট করলেন সাংসদ - তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক

সাংসদের পেজে অশ্লীল ছবি দেখেই বিষয়টি তাঁকে জানিয়েছিলেন শুভাকাঙ্খীরা ৷ তড়িঘড়ি সেই পোস্ট ডিলিট করে তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক লিখলেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ৷

Etv Bharat
প্রকাশচিক বরাইক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 5:28 PM IST

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদের সোশাল মিডিয়ার পেজে অশ্লীল ছবি । দেখামাত্রই নিজের ফেসবুক পেজ ডিলিট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক । আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশচিক বরাইকের ফেসবুক পেজে হঠাৎই ভেসে ওঠে অশ্লীল ছবি । আর তা প্রকাশ্যে আসতেই বুধবার বিপাকে পড়েন তৃণমূল সাংসদ ।

ফেসবুক পেজটিতে অশ্লীল ছবি পোস্ট হওয়ার কারণে তাঁর শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে শুরু করেন সাংসদকে ৷ এরপর বিষয়টি দেখমাত্রই তিনি সংশ্লিষ্ট অশ্লীল পোস্টটি ডিলিট করেন ৷ এরপর ওই পেজে তিনি লেখেন, ‘প্রকাশচিক বরাইক অফিসিয়াল’ নামে ফেসবুক পেজটি হ্যাক হয়েছে । আজ থেকে এই পেজটি আর থাকছে না ।" তবে এই ঘটনা প্রথমবার নয় । এর আগেও একবার হ্যাক হয়েছিল তাঁর ফেসবুক অ্যাকাউন্ট । ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারের সময় ফেসবুক লাইভ করা হয়েছিল । তাতে ব্যাপক সাড়া পড়ে । এরপরই নাকি পেজটিতে অশ্লীল ছবি পোস্ট করা হয় ।

আরও পড়ুন : মদ্যপ অবস্থায় ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগে গ্রেফতার প্রিন্সিপাল

এদিন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক জানান, তাঁর অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে । তাতে অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে । আমি সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হচ্ছি । দেখামাত্রই ফেসবুক পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে । আর আমার শুভাকাঙ্ক্ষী ও ফলোয়ারদের ম্যাসেজ করে জানিয়ে দিয়েছি যে পেজটি আর থাকছে না ।

এদিকে বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলার সাইবার পুলিশ থানার আইসি কেনেথ ফনিং জানান, সাংসদের ফেসবুক পেজ হ্যাক হবার বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলেই বিষয়টি খতিয়ে দেখা হবে ।

আরও পড়ুন : সোশাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট থেকে মহিলাদের অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার যুবক

জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদের সোশাল মিডিয়ার পেজে অশ্লীল ছবি । দেখামাত্রই নিজের ফেসবুক পেজ ডিলিট করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক । আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশচিক বরাইকের ফেসবুক পেজে হঠাৎই ভেসে ওঠে অশ্লীল ছবি । আর তা প্রকাশ্যে আসতেই বুধবার বিপাকে পড়েন তৃণমূল সাংসদ ।

ফেসবুক পেজটিতে অশ্লীল ছবি পোস্ট হওয়ার কারণে তাঁর শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে শুরু করেন সাংসদকে ৷ এরপর বিষয়টি দেখমাত্রই তিনি সংশ্লিষ্ট অশ্লীল পোস্টটি ডিলিট করেন ৷ এরপর ওই পেজে তিনি লেখেন, ‘প্রকাশচিক বরাইক অফিসিয়াল’ নামে ফেসবুক পেজটি হ্যাক হয়েছে । আজ থেকে এই পেজটি আর থাকছে না ।" তবে এই ঘটনা প্রথমবার নয় । এর আগেও একবার হ্যাক হয়েছিল তাঁর ফেসবুক অ্যাকাউন্ট । ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের প্রচারের সময় ফেসবুক লাইভ করা হয়েছিল । তাতে ব্যাপক সাড়া পড়ে । এরপরই নাকি পেজটিতে অশ্লীল ছবি পোস্ট করা হয় ।

আরও পড়ুন : মদ্যপ অবস্থায় ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগে গ্রেফতার প্রিন্সিপাল

এদিন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক জানান, তাঁর অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে । তাতে অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে । আমি সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হচ্ছি । দেখামাত্রই ফেসবুক পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে । আর আমার শুভাকাঙ্ক্ষী ও ফলোয়ারদের ম্যাসেজ করে জানিয়ে দিয়েছি যে পেজটি আর থাকছে না ।

এদিকে বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলার সাইবার পুলিশ থানার আইসি কেনেথ ফনিং জানান, সাংসদের ফেসবুক পেজ হ্যাক হবার বিষয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলেই বিষয়টি খতিয়ে দেখা হবে ।

আরও পড়ুন : সোশাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট থেকে মহিলাদের অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার যুবক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.