জলপাইগুড়ি, 6 এপ্রিল: দিন দিন মোবাইল গেমে আসক্তি বেড়েই চলছিল ৷ যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পড়াশোনা ৷ মোবাইল গেমের আসক্তি কাটাতে মঙ্গলবার সন্ধ্যায় ছেলেকে বকাবকি করেছিলেন মা ৷ সেই অভিমানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ছেলে ৷ জলপাইগুড়ির বানারহাট থানার অর্ন্তগত ফটকটারি এলাকার ঘটনা ৷ মৃত পড়ুয়া অমিত রায় (15) নাথুয়া বানিয়াপাড়া চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র (Student Died by Suicide) ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাইরে থেকে বাড়িতে এসে মোবাইলে গেম খেলতে শুরু করে অমিত ৷ তা দেখেই ছেলেকে বকাবকি করে মা ৷ এমনকী অমিতের মেবাইলও কেড়ে নেন তিনি ৷ তারপরেই ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অমিত ৷ এই প্রসঙ্গেই মৃত ছাত্রের ভবানী রায় বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ঢুকেই মোবাইলে গেম খেলতে বসে অমিত । এতেই ওর মা বকাবকি করলে ছেলে এই কান্ড ঘটায় অমিত ৷’’ প্রতিবেশী ভীষ্মদেব রায় বলেন, ‘‘মোবাইলে গেমের জন্য শাসন করতে গিয়ে মোবাইল কেড়ে নেওয়ায় এই ঘটনা (Student Died by Suicide)।’’
আরও পডুন : Mobile Game : মোবাইলে গেম খেলতে না-পেয়ে আত্মঘাতী ছাত্রী
তড়িঘড়ি অমিতকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷