ETV Bharat / bharat

দিল্লিতে পরিবারের তিন সদস্য খুনে চাঞ্চল্যকর তথ্য, হত্যাকাণ্ড ঘটিয়েছে ছেলে অর্জুন - DELHI TRIPLE MURDER

দক্ষিণ দিল্লিতে পরিবারের তিন সদস্যকে খুন ৷ পুলিশ জানিয়েছে, পারিবারিক কহলের কারণে অর্জুন, তার বাবা-মা ও বোনকে খুন করছে ৷

TRIPLE MURDER IN DELHI
একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2024, 10:55 AM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন করার অভিযোগ ৷ বুধবার সকালে ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির নেব সরাই থানা এলাকার দেবলি গ্রামে ৷ বাড়ির ছেলে সকালে হাঁটতে যাওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ছিল প্রতিবেশীদেরে ৷ পরে পুলিশ জানায়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দম্পতির ছেলে অর্জুন ৷

সকালে বাড়িতে মা, বাবা ও বোন তিনজন ছিলেন ৷ অভিযোগ, সেই সময় কেউ ছুড়ি নিয়ে হামলা চালায় তাদের উপর ৷ ঘরে ঢুকে তিন জনকেই কুপিয়ে খুন করে আততায়ী। নিহত হন রাজেশ (55), কোমল (47) এবং তাঁদের মেয়ে কবিতা (23)। সকালে হেঁটে বাড়িতে ফিরে বাবা, মা ও বোন তিন জনকেই মৃত অবস্থায় দেখতে পায় ছেলেটি। সেই পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে কে এই খুনের সঙ্গে জড়িত তারও খোঁজ চালাতে থাকে পুলিশ ৷

মৃত দম্পতির ছেলে সকালে হাঁটতে গিয়েছিল। বাড়িতে পৌঁছে মা, বাবা ও বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ৷ এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নেব সরাই থানার পুলিশ। তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ কী কারণে এই তিন জনকে খুন করা হল সে বিষয়ে ধন্ধে এলাকাবসী।

প্রতিবেশীরা জানান, সকালে মায়ের সঙ্গে কথা হয় ছেলের ৷ জিমে যাওয়ার সময় মায়ের সঙ্গে কথা বলে গেটে তালা লাগাতে বলে। এক প্রতিবেশী এও জানান, ওদের বাড়ির মূল দরজায় ভিতরে ও বাইরে দুই দিক থেকে ইন্টারলক সিস্টেম রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে নেব সরাই থানার পুলিশ। পাশাপাশি রাস্তায় ও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখে পুলিশ ৷ দম্পতির ছেলে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ৷

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন করার অভিযোগ ৷ বুধবার সকালে ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির নেব সরাই থানা এলাকার দেবলি গ্রামে ৷ বাড়ির ছেলে সকালে হাঁটতে যাওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ছিল প্রতিবেশীদেরে ৷ পরে পুলিশ জানায়, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দম্পতির ছেলে অর্জুন ৷

সকালে বাড়িতে মা, বাবা ও বোন তিনজন ছিলেন ৷ অভিযোগ, সেই সময় কেউ ছুড়ি নিয়ে হামলা চালায় তাদের উপর ৷ ঘরে ঢুকে তিন জনকেই কুপিয়ে খুন করে আততায়ী। নিহত হন রাজেশ (55), কোমল (47) এবং তাঁদের মেয়ে কবিতা (23)। সকালে হেঁটে বাড়িতে ফিরে বাবা, মা ও বোন তিন জনকেই মৃত অবস্থায় দেখতে পায় ছেলেটি। সেই পুলিশকে খবর দেয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে কে এই খুনের সঙ্গে জড়িত তারও খোঁজ চালাতে থাকে পুলিশ ৷

মৃত দম্পতির ছেলে সকালে হাঁটতে গিয়েছিল। বাড়িতে পৌঁছে মা, বাবা ও বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখে সে ৷ এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নেব সরাই থানার পুলিশ। তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ কী কারণে এই তিন জনকে খুন করা হল সে বিষয়ে ধন্ধে এলাকাবসী।

প্রতিবেশীরা জানান, সকালে মায়ের সঙ্গে কথা হয় ছেলের ৷ জিমে যাওয়ার সময় মায়ের সঙ্গে কথা বলে গেটে তালা লাগাতে বলে। এক প্রতিবেশী এও জানান, ওদের বাড়ির মূল দরজায় ভিতরে ও বাইরে দুই দিক থেকে ইন্টারলক সিস্টেম রয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে নেব সরাই থানার পুলিশ। পাশাপাশি রাস্তায় ও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখে পুলিশ ৷ দম্পতির ছেলে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.