অমৃতসর, 4 ডিসেম্বর: স্বর্ণমন্দিরে শিরোমনি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য় করে চলল গুলি ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷
গুলি চলার সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন উপস্থিত জনতা ৷ বুধবার সকাল 9টা 30 মিনিটে ঘটনাটি ঘটেছে ৷ হামলাকারী নারায়ণ সিং চৌড়াকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ হরপাল সিং জানিয়েছেন, ধৃত নারায়ণ সিং দল খালসার সদস্য ৷
এদিনের এই হামলার খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল ৷ সেই কারণে, গত কয়েকদিন ধরে ধৃত ব্যক্তির উপর নজর রাখা হয় বলে জানান এডিসিপি ৷ ঘটনা প্রসঙ্গে শিরোমনি অকালি দলের শীর্ষ নেতা দলজিৎ সিং চিমা সাংবাদিকদের জানান, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন সুখবীর বাদল ৷ নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত না-থাকলে তাঁকে বাঁচানো যেত না ৷
তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির দায় নেওয়া উচিত সরকারের ৷ সেই সঙ্গে, তাঁর উচিত শীঘ্রই মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া ৷" ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তিনি ৷
ঘটনার কিছুক্ষণের মধ্যেই তার ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ সেখানে সুখবীর বাদলের দিকে এগিয়ে যেতে দেখা যায় এক ব্যক্তিকে ৷ তাঁর কাছে আসতেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালাতেও দেখা যায় হামলাকারীকে ৷ তবে কয়েক মুহূর্তের মধ্য়ে তাঁর দুটি হাঁত ধরে নেন সুখবীর বাদলের পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী ৷ আর তাতেই বেঁচে যান তিনি ৷
ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ প্রাণে বাঁচার জন্য নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান উপস্থিত জনতা ৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দরবার সাহেবে এসে রেইকি করে যান ধৃত নারায়ণ সিং ৷ সেই কারণে, তাঁর উপর সন্দেহ হয় তাদের ৷
প্রসঙ্গত, সুখবীর সিং বাদলের বিরুদ্ধে 'ধর্মকে অবমাননার' অভিযোগ ওঠে ৷ 2015 সালে উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে রাম রহিমকে 'অন্যায় ভাবে' সাহায্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ গত 2 ডিসেম্বর এই মামলায় সুখবীর বাদলকে শাস্তি দেয় শ্রী অকাল তখ্ত সাহেব ৷ তাঁকে গুরুদ্বারের শৌচালয় ও রান্নাঘর পরিষ্কার করার সাজা শোনান অকাল তখ্তের 5 সিং সাহেব ৷ কিন্তু পা ভাঙার কারণে আপাতত হুইলচেয়ারে বসে দরবার সাহেবের দ্বাররক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ৷ বুধবার সাজা পালনের সময় তাঁর উপর হামলা করা হয় ৷