ETV Bharat / state

পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে খুন, ধৃত ব্যক্তি - jalpaiguri

গলায় কোপ মেরে স্ত্রীকে খুন ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ধৃত স্বামী
author img

By

Published : Oct 3, 2019, 12:42 PM IST

জলপাইগুড়ি, 3 অক্টোবর : পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ ৷ মৃতের নাম সুনীতা সিদ্ধা (20) ৷ অভিযুক্ত বলরাম মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ৷

মাস ছয়েক আগে ময়নাগুড়ির পূর্ব হারমতির ঘোষেরবাড়ি এলাকার বলরামের সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার ৷ বলরাম রাজমিস্ত্রির কাজ করে ৷ তার মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের তরফে জানা গেছে ৷

স্থানীয়রা জানিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি হত বলরামের ৷ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত ৷ গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল ৷ আজ ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপায় বলরাম ৷ ঘটনাটি জানার পর বাড়ির লোকেরা বলরামকে দড়ি দিয়ে বেঁধে রাখে ৷ এরপর প্রতিবেশীরা এসে বলরামকে মারধর করে ৷ খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ৷

দেখুন ভিডিয়োয়


পুলিশ এসে বলরামকে গ্রেপ্তার করে ৷ সেইসময় সে বলে, "একবারেই সব শেষ করে দিলাম ৷ আর কোনও ঝামেলা থাকল না । "

ময়নাগুড়ি থানার IC তমাল দাস বলেন, আজ ভোরে ঘুমের মধ্যেই সুনীতাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয় বলরাম । মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে । স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে সন্দেহে বলরাম খুন করেছে বলে প্রাথমিক ধারণা ৷ তবে তদন্ত শুরু হয়েছে ৷

জলপাইগুড়ি, 3 অক্টোবর : পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ ৷ মৃতের নাম সুনীতা সিদ্ধা (20) ৷ অভিযুক্ত বলরাম মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ৷

মাস ছয়েক আগে ময়নাগুড়ির পূর্ব হারমতির ঘোষেরবাড়ি এলাকার বলরামের সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার ৷ বলরাম রাজমিস্ত্রির কাজ করে ৷ তার মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের তরফে জানা গেছে ৷

স্থানীয়রা জানিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি হত বলরামের ৷ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত ৷ গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল ৷ আজ ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপায় বলরাম ৷ ঘটনাটি জানার পর বাড়ির লোকেরা বলরামকে দড়ি দিয়ে বেঁধে রাখে ৷ এরপর প্রতিবেশীরা এসে বলরামকে মারধর করে ৷ খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ৷

দেখুন ভিডিয়োয়


পুলিশ এসে বলরামকে গ্রেপ্তার করে ৷ সেইসময় সে বলে, "একবারেই সব শেষ করে দিলাম ৷ আর কোনও ঝামেলা থাকল না । "

ময়নাগুড়ি থানার IC তমাল দাস বলেন, আজ ভোরে ঘুমের মধ্যেই সুনীতাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয় বলরাম । মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে । স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে সন্দেহে বলরাম খুন করেছে বলে প্রাথমিক ধারণা ৷ তবে তদন্ত শুরু হয়েছে ৷

Intro:জলপাইগুড়িঃঃ পরকিয়ায় জড়িত স্ত্রী এমন অভিযোগে স্ত্রীক খুন করল স্বামী।ঘুমের ঘোরেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে কুপিয়ে খুন করল তার স্বামী।ছেলে বৌমাকে খুন করেছে দেখেই ছেলেকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিলেন সিদ্ধা পরিবার।ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার অন্তর্গত পুর্ব হারমতি পাঠানের ডাঙ্গা ঘাসের বাড়ি এলাকায়।
Body:ময়নাগুড়ি ভোটপট্টি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।সকাল থেকে ঘটনা জানাজানি হতেই মানুষের ভিড় জমে যায়।ধৃত বলরাম মিস্ত্রীর কাজ করত।এছাড়া তার মানষিক সমস্যা ছিল বলে জানা গেছে। বলরাম জানান এক বারেই সব শেষ করে দিলাম আর কোন ঝামেলাই থাকল না।বলরামের খুনের ঘটনার পর তাকে তার বাবা গোপাল সিদ্ধা ও তার দাদা কানাই সিদ্ধা রশি দিয়ে বেঁধে ফেলেন যাতে সে পালাতে না পারে।এরপির পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেয় ছেলেকে।Conclusion:ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানান পরকিয়ার সন্দেহের বসেই খুন বলে আমাদের ধারনা। ছয় মাস আগেই মৃতা সুনিতা সিদ্ধার সাথে বলরাম সিদ্ধার বিয়ে হয়।তারপর থেকে অশান্তি চলছিল।বলরাম স্ত্রীকে সন্দেহ করত।গতকালও বচসা হয়েছিল।আজ ভোরে ঘুমেই মধ্যেই সুমিতা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে গলায় কোপ দেয় বলরাম।আমরা বলরামকে থানায় ধরে নিয়ে এসেছি কেন খুন তার তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.