জলপাইগুড়ি, 3 অক্টোবর : পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ ৷ মৃতের নাম সুনীতা সিদ্ধা (20) ৷ অভিযুক্ত বলরাম মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ৷
মাস ছয়েক আগে ময়নাগুড়ির পূর্ব হারমতির ঘোষেরবাড়ি এলাকার বলরামের সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার ৷ বলরাম রাজমিস্ত্রির কাজ করে ৷ তার মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের তরফে জানা গেছে ৷
স্থানীয়রা জানিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি হত বলরামের ৷ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত ৷ গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল ৷ আজ ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপায় বলরাম ৷ ঘটনাটি জানার পর বাড়ির লোকেরা বলরামকে দড়ি দিয়ে বেঁধে রাখে ৷ এরপর প্রতিবেশীরা এসে বলরামকে মারধর করে ৷ খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ৷
পুলিশ এসে বলরামকে গ্রেপ্তার করে ৷ সেইসময় সে বলে, "একবারেই সব শেষ করে দিলাম ৷ আর কোনও ঝামেলা থাকল না । "
ময়নাগুড়ি থানার IC তমাল দাস বলেন, আজ ভোরে ঘুমের মধ্যেই সুনীতাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয় বলরাম । মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে । স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে সন্দেহে বলরাম খুন করেছে বলে প্রাথমিক ধারণা ৷ তবে তদন্ত শুরু হয়েছে ৷