ETV Bharat / state

10 বছরের পুরোনো যন্ত্রপাতি নিয়ে কাজ চলছে, আক্ষেপ NDRF-এর DG-র

author img

By

Published : Sep 18, 2019, 2:39 PM IST

আজ শিলিগুড়িতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিজিওনাল রেসপন্স সেন্টার (RRC)-র উদ্বোধন করেন NDRF-এর ডিরেক্টর জেনেরাল সত্যনারায়ণ প্রধান । তাঁর আক্ষেপ, "বাহিনীর কর্মী সংকট রয়েছে । পরিকাঠামো সংকট রয়েছে । এছাড়াও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে । বিপর্যয় মোকাবিলায় 316 রকমের যন্ত্রপাতি নিয়ে যে উদ্ধারকাজ চালানো হয় তা অন্তত দশ বছরের পুরোনো ।"

রিজিওনাল রেসপন্স সেন্টার

শিলিগুড়ি, 18 সেপ্টেম্বর : দেশজুড়ে বড় বিপর্যয় হলেই ডাক পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর । বন্যা, ভূমিকম্প বা সাইক্লোনের পাশাপাশি সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রেও কাজ করে এই বাহিনী । তবে বাহিনীর প্রধানের আক্ষেপ, কর্মী সংকট ছাড়াও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পরিকাঠামোর অভাব রয়েছে তাঁদের । আজ শিলিগুড়িতে NDRF-এর DG বলেন, "আমাদের যন্ত্রপাতি সবই অন্তত 10 বছরের পুরোনো । চেষ্টা করছি এই সমস্যা থেকে পরিত্রাণের ।"

আজ শিলিগুড়িতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিজিওনাল রেসপন্স সেন্টার (RRC)-র উদ্বোধন করেন NDRF-এর ডিরেক্টর জেনেরাল সত্যনারায়ণ প্রধান । তাঁর আক্ষেপ, "বাহিনীর কর্মী সংকট রয়েছে । পরিকাঠামো সংকট রয়েছে । এছাড়াও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে । বিপর্যয় মোকাবিলায় 316 রকমের যন্ত্রপাতি নিয়ে যে উদ্ধারকাজ চালানো হয় তা অন্তত দশ বছরের পুরোনো ।" আরও বলেন, "এই কারণেই এবার অত্যাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, নিউক্লিয়ার ডিজ়াস্টার হলে তা মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করার কাজ শুরু করা হয়েছে । পাশাপাশি পরিকাঠামো বিস্তারে বিভিন্ন রাজ্যে রিজিওনাল রেসপন্স সেন্টার তৈরি করা হচ্ছে । তা সম্পূর্ণ হলে বিপর্যয়ের ক্ষেত্রে আরও দ্রুত উদ্ধারকাজে নামা সম্ভব হবে ।"

শিলিগুড়িতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিজিওনাল রেসপন্স সেন্টার (RRC)-র উদ্বোধন,Machinery old is 10-year, siliguri
রিজিওনাল রেসপন্স সেন্টার উদ্বোধনে NDRF-এর ডিরেক্টর জেনেরাল সত্যনারায়ণ প্রধান

কর্মী সংকট প্রসঙ্গে DG বলেন, "আমরা চাইছি আমাদের কেন্দ্রীয় বাহিনীর মতই রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি হোক । তা আরও শক্তিশালী হোক । পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় আমরা NDRF বন্ধু তৈরির চেষ্টা করছি । ইতিমধ্যে রাজ্যে রাজ্যে স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছি । কারণ, বিপর্যয় হলে গোল্ডেন আওয়ারে স্থানীয় এই প্রশিক্ষিত বন্ধুরাই সবচেয়ে ভালো উদ্ধারকাজ চালাতে পারবেন । এর পাশাপাশি বিভিন্ন স্কুলেও ছেলেমেয়েদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি ।" DG আরও বলেন, "ওড়িশায় সাইক্লোনের সময়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশিক্ষিত চল্লিশ হাজার বন্ধুকে নিয়ে আমরা 48 ঘণ্টায় 12 লাখ মানুষকে সরিয়ে নিতে পেরেছিলাম । ফলে প্রাণহানি কার্যত সামান্য হয়েছিল ।"

শিলিগুড়ি, 18 সেপ্টেম্বর : দেশজুড়ে বড় বিপর্যয় হলেই ডাক পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর । বন্যা, ভূমিকম্প বা সাইক্লোনের পাশাপাশি সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রেও কাজ করে এই বাহিনী । তবে বাহিনীর প্রধানের আক্ষেপ, কর্মী সংকট ছাড়াও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পরিকাঠামোর অভাব রয়েছে তাঁদের । আজ শিলিগুড়িতে NDRF-এর DG বলেন, "আমাদের যন্ত্রপাতি সবই অন্তত 10 বছরের পুরোনো । চেষ্টা করছি এই সমস্যা থেকে পরিত্রাণের ।"

আজ শিলিগুড়িতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিজিওনাল রেসপন্স সেন্টার (RRC)-র উদ্বোধন করেন NDRF-এর ডিরেক্টর জেনেরাল সত্যনারায়ণ প্রধান । তাঁর আক্ষেপ, "বাহিনীর কর্মী সংকট রয়েছে । পরিকাঠামো সংকট রয়েছে । এছাড়াও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে । বিপর্যয় মোকাবিলায় 316 রকমের যন্ত্রপাতি নিয়ে যে উদ্ধারকাজ চালানো হয় তা অন্তত দশ বছরের পুরোনো ।" আরও বলেন, "এই কারণেই এবার অত্যাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, নিউক্লিয়ার ডিজ়াস্টার হলে তা মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করার কাজ শুরু করা হয়েছে । পাশাপাশি পরিকাঠামো বিস্তারে বিভিন্ন রাজ্যে রিজিওনাল রেসপন্স সেন্টার তৈরি করা হচ্ছে । তা সম্পূর্ণ হলে বিপর্যয়ের ক্ষেত্রে আরও দ্রুত উদ্ধারকাজে নামা সম্ভব হবে ।"

শিলিগুড়িতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিজিওনাল রেসপন্স সেন্টার (RRC)-র উদ্বোধন,Machinery old is 10-year, siliguri
রিজিওনাল রেসপন্স সেন্টার উদ্বোধনে NDRF-এর ডিরেক্টর জেনেরাল সত্যনারায়ণ প্রধান

কর্মী সংকট প্রসঙ্গে DG বলেন, "আমরা চাইছি আমাদের কেন্দ্রীয় বাহিনীর মতই রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি হোক । তা আরও শক্তিশালী হোক । পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় আমরা NDRF বন্ধু তৈরির চেষ্টা করছি । ইতিমধ্যে রাজ্যে রাজ্যে স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছি । কারণ, বিপর্যয় হলে গোল্ডেন আওয়ারে স্থানীয় এই প্রশিক্ষিত বন্ধুরাই সবচেয়ে ভালো উদ্ধারকাজ চালাতে পারবেন । এর পাশাপাশি বিভিন্ন স্কুলেও ছেলেমেয়েদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি ।" DG আরও বলেন, "ওড়িশায় সাইক্লোনের সময়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশিক্ষিত চল্লিশ হাজার বন্ধুকে নিয়ে আমরা 48 ঘণ্টায় 12 লাখ মানুষকে সরিয়ে নিতে পেরেছিলাম । ফলে প্রাণহানি কার্যত সামান্য হয়েছিল ।"

Intro:দেশ জুড়ে বড় বিপর্যয় হলেই ডাক পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। বন্যা, ভূমিকম্প বা সাইক্লোনের পাশাপাশি সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রেও উদ্ভূত পরিস্থিতিতে কাজ করে এই বাহিনী। তবে বাহিনীর প্রধানের আক্ষেপ কর্মী সংকট ছাড়াও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পরিকাঠামোর অভাব রয়েছে তাদের। আজ শিলিগুড়িতে NDRF এর DG বলেন আমাদের যন্ত্রপাতি সবই অন্তত দোষ বছরের পুরনো। চেষ্টা করছি এই সমস্যা থেকে পরিত্রানের।


Body:আজ শিলিগুড়িতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর রিজিওনাল রেসপন্স সেন্টারের উদ্বোধন করেন ডিরেক্টর জেনারেল সত্য নারায়ন প্রধান।
তিনি বলেন বাহিনীর কর্মী সংকট রয়েছে। রয়েছে পরিকাঠামো সংকট। এছাড়াও আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। বিপর্যয় মোকাবিলায় 316 রকমের যন্ত্রপাতি নিয়ে যে উদ্ধারকাজ চালানো হয় তা অন্তত দশ বছরের পুরনো।
ডিজি বলেন এই কারণেই এবার অত্যাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, নিউক্লিয়ার ডিজাস্টার হলে তা মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম ইত্যাদি বাহিনীর অন্তর্ভুক্ত করার কাজ শুরু করা হচ্ছে। পাশাপাশি পরিকাঠামো বিস্তারে বিভিন্ন রাজ্যে রিজিওনাল রেসপন্স সেন্টার তৈরি করা হচ্ছে। তা সম্পূর্ণ হলে বিপর্যয়ের ক্ষেত্রে আরো দ্রুত উদ্ধারকাজে নাম সম্ভব হবে।

কর্মী সংকট প্রসঙ্গে ডিজি বলেন আমরা চাইছি আমাদের কেন্দ্রীয় বাহিনীর মতোই রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি হোক। তা আরো শক্তিশালী হোক। এর পাশাপাশি বিপর্যয় মোককবিলায় আমরা NDRF বন্ধু তৈরি করার চেষ্টা করছি। ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে আমরা স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছি। কারণ বিপর্যয় হলে গোল্ডেন আওয়ারে স্থানীয় এই প্রশিক্ষিত বন্ধুরাই সবচেয়ে ভাল উদ্ধার কাজ চালাতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন স্কুলেও ছেলেমেয়েদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি।


এদিন ডিজি বলেন ওড়িশায় সাইক্লোনের সময়ে এই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশিক্ষিত চল্লিশ হাজার বন্ধু মিলেই আমরা 48 ঘন্টায় 12 লক্ষ লোককে সরিয়ে নিতে পেরেছিলাম। ফলে প্রাণহানি কার্যত সামান্য হয়েছিল।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.