জলপাইগুড়ি, 3 অগস্ট: ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা বন্দি হল পূর্ণবয়স্ক চিতাবাঘ । গতমাসের পর এই নিয়ে দ্বিতীয়বার খাঁচা বন্দি করা হয়েছে চিতাবাঘকে । বৃহস্পতিবার ভোরে ডুয়ার্সের নাগরাকাটার ভগৎপুর চা বাগানে চিতাবাঘটিকে খাঁচায় বন্দি করা হয় ৷ চিতাবাঘ বন্দি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শয়ে শয়ে স্থানীয় মানুষ সেখানে ভিড় জমাতে থাকেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খুনিয়া রেঞ্জের বনকর্মীরাও ৷ এরপর সেখান থেকে খাঁচা-সহ চিতাবাঘটিকে নিয়ে চলে যাওয়া হয় ।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া রেঞ্জের সজল দে বলেন, "চিতাবাঘটি খাঁচায় ধরা পরার পর আমরা তার প্রাথমিক চিকিৎসার করব ৷ এরপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।" ভগৎপুর চা বাগানের সহকারী ম্যানেজার অশোক ঝা বলেন, "আজ একটি চিতাবাঘ খাঁচা বন্দি হয়েছে ৷ তবে চা বাগানের 5 ও 19 নম্বর সেকশনেও চিতাবাঘের অস্তিত্ব বোঝা যাচ্ছে । এ বিষয়ে চা বাগানের শ্রমিকদের সতর্ক করা হয়েছে ।"
তবে চিতাবাঘ বন্দি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে স্বস্তি মিললেও শ্রমিকদের মধ্যে আতঙ্ক কিন্তু কাটছে না ৷ কারণ শ্রমিকদের দাবি, বাগানে চিতাবাঘের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে । ফলে একটি বন্দি হলেও আরও চিতাবাঘ ঘুড়ে বেড়াচ্ছে এলাকায় । এর আগে গত 22 জুলাই ভগৎপুর চা বাগানের 15 নম্বর সেকশন থেকে খাঁচা বন্দি হয়েছিল একটি চিতাবাঘ ।
আরও পড়ুন: 200 মিটার টেনে নিয়ে গেল চিতাবাঘ, হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা
এ দিন চিতাবাঘটিকে ধরতে ভগৎপুর চা বাগানের 8 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা ছিল । সেই টোপেই ধরা পরে পূর্ণ বয়স্ক চিতাবাঘ । জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে চা বাগান থেকে একটি গরুকে তুলে নিয়ে যায় চিতাবাঘটি । একটি গরুকে মেরে ফেলে সে । তারপরেই চা বাগানের 8 নম্বর সেকশনে খাঁচা পাতার ব্যবস্থা করে বনবিভাগ ।