জলপাইগুড়ি, ২৪ মার্চ : বামফ্রন্ট লোকসভা ভোটে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রচার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী ভগীরথ চন্দ্র রায় গতকাল হেঁটে জলপাইগুড়ি শহরে ভোট প্রচার শুরু করেন। জলপাইগুড়ি পৌরসভার বামদূর্গ বলে পরিচিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোট প্রচার সারেন তিনি। এই ওয়ার্ডগুলি বামদূর্গ হলেও গতকাল প্রচারে ভগীরথবাবুর সঙ্গে ছিলেন হাতে গোনা কয়েকজন বাম কর্মী ও সমর্থক।
প্রচারে লোক কম থাকার বিষয়ে ভগীরথবাবু বলেন, "আমাদের মিছিলে দলের কর্মী বা সমর্থকরা অংশ নিলে শাসকদলের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ ও অত্যাচার করা হয়। সেই কারণেই আমরা অল্প লোক নিয়ে ভোট প্রচারে বেরিয়েছি।"
ধুপগুড়ির বাসিন্দা ভগীরথবাবু দীর্ঘদিন থেকেই বাম আন্দোলনের সঙ্গে যুক্ত। পেশায় শিক্ষক ছিলেন। জেলার অন্যান্য জায়গায় ভোট প্রচার শুরু করেছেন আগেই। জলপাইগুড়ি শহরে গতকালই প্রথম ভোট প্রচার করেন তিনি।
ভগীরথবাবু বলেন, "লোকসভা ভোটে আমি জিতছি। তৃণমূলের মিথ্যাচার, অত্যাচার রুখতে সাধারণ মানুষই বামফ্রন্টকে ভোট দেবে।"
ভগীরথবাবুর অভিযোগ, বাম সরকারের আমলে তৈরি করা স্কুলবাড়ি, হাসপাতাল, সেতু নীল-সাদা রঙ করে তৃণমূল তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি শহরের অনেক ওয়ার্ডে এখনও পাকা রাস্তা হয়নি।