ETV Bharat / state

হাতে গোনা লোক নিয়ে জলপাইগুড়িতে প্রচার শুরু বামপ্রার্থীর - ভোট প্রচার

বামফ্রন্ট প্রার্থীর প্রচার শুরু জলপাইগুড়িতে।

campaign
author img

By

Published : Mar 24, 2019, 3:41 AM IST

জলপাইগুড়ি, ২৪ মার্চ : বামফ্রন্ট লোকসভা ভোটে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রচার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী ভগীরথ চন্দ্র রায় গতকাল হেঁটে জলপাইগুড়ি শহরে ভোট প্রচার শুরু করেন। জলপাইগুড়ি পৌরসভার বামদূর্গ বলে পরিচিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোট প্রচার সারেন তিনি। এই ওয়ার্ডগুলি বামদূর্গ হলেও গতকাল প্রচারে ভগীরথবাবুর সঙ্গে ছিলেন হাতে গোনা কয়েকজন বাম কর্মী ও সমর্থক।

ভিডিয়োয় শুনুন ভগীরথ চন্দ্র রায়ের বক্তব্য

প্রচারে লোক কম থাকার বিষয়ে ভগীরথবাবু বলেন, "আমাদের মিছিলে দলের কর্মী বা সমর্থকরা অংশ নিলে শাসকদলের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ ও অত্যাচার করা হয়। সেই কারণেই আমরা অল্প লোক নিয়ে ভোট প্রচারে বেরিয়েছি।"

ধুপগুড়ির বাসিন্দা ভগীরথবাবু দীর্ঘদিন থেকেই বাম আন্দোলনের সঙ্গে যুক্ত। পেশায় শিক্ষক ছিলেন। জেলার অন্যান্য জায়গায় ভোট প্রচার শুরু করেছেন আগেই। জলপাইগুড়ি শহরে গতকালই প্রথম ভোট প্রচার করেন তিনি।

ভগীরথবাবু বলেন, "লোকসভা ভোটে আমি জিতছি। তৃণমূলের মিথ্যাচার, অত্যাচার রুখতে সাধারণ মানুষই বামফ্রন্টকে ভোট দেবে।"

ভগীরথবাবুর অভিযোগ, বাম সরকারের আমলে তৈরি করা স্কুলবাড়ি, হাসপাতাল, সেতু নীল-সাদা রঙ করে তৃণমূল তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি শহরের অনেক ওয়ার্ডে এখনও পাকা রাস্তা হয়নি।

জলপাইগুড়ি, ২৪ মার্চ : বামফ্রন্ট লোকসভা ভোটে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রচার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী ভগীরথ চন্দ্র রায় গতকাল হেঁটে জলপাইগুড়ি শহরে ভোট প্রচার শুরু করেন। জলপাইগুড়ি পৌরসভার বামদূর্গ বলে পরিচিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোট প্রচার সারেন তিনি। এই ওয়ার্ডগুলি বামদূর্গ হলেও গতকাল প্রচারে ভগীরথবাবুর সঙ্গে ছিলেন হাতে গোনা কয়েকজন বাম কর্মী ও সমর্থক।

ভিডিয়োয় শুনুন ভগীরথ চন্দ্র রায়ের বক্তব্য

প্রচারে লোক কম থাকার বিষয়ে ভগীরথবাবু বলেন, "আমাদের মিছিলে দলের কর্মী বা সমর্থকরা অংশ নিলে শাসকদলের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ ও অত্যাচার করা হয়। সেই কারণেই আমরা অল্প লোক নিয়ে ভোট প্রচারে বেরিয়েছি।"

ধুপগুড়ির বাসিন্দা ভগীরথবাবু দীর্ঘদিন থেকেই বাম আন্দোলনের সঙ্গে যুক্ত। পেশায় শিক্ষক ছিলেন। জেলার অন্যান্য জায়গায় ভোট প্রচার শুরু করেছেন আগেই। জলপাইগুড়ি শহরে গতকালই প্রথম ভোট প্রচার করেন তিনি।

ভগীরথবাবু বলেন, "লোকসভা ভোটে আমি জিতছি। তৃণমূলের মিথ্যাচার, অত্যাচার রুখতে সাধারণ মানুষই বামফ্রন্টকে ভোট দেবে।"

ভগীরথবাবুর অভিযোগ, বাম সরকারের আমলে তৈরি করা স্কুলবাড়ি, হাসপাতাল, সেতু নীল-সাদা রঙ করে তৃণমূল তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি শহরের অনেক ওয়ার্ডে এখনও পাকা রাস্তা হয়নি।

Intro:WB_JAL_23MAR_CPI(M)_PRACHAR_ABHIJIT_7203427


Body:WB_JAL_23MAR_CPI(M)_PRACHAR_ABHIJIT_7203427


Conclusion:জলপাইগুড়িঃ-বাম সরকারের আমলেই তৈরী করা স্কুল বাড়ি,হাসপাতাল, সেতু নীল সাদা রঙ করেই তৃনমুল প্রচার চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি শহরের ওয়ার্ড গুলোতেও রাস্তা পাকা হয়নি বলে অভিযোগ করলেন বাম প্রার্থী ভগীরথ রায়।মানুষ আজ তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। এই রাজ্যের শৈরাচারী শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই।মিথ্যাচার করছে তৃনমুল।


জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত প্রার্থী ভগীরথ চন্দ্র রায় আজ পায়ে হেঁটে জলপাইগুড়ি শহরে ভোট প্রচার শুরু করলেম।জলপাইগুড়ি পুরসভার বাম দূর্গ বলে পরিচিত ১,২,৩ নং ওয়ার্ডে ভোট প্রচার করেন প্রার্থী। ওয়ার্ড গুলি বাম দূর্গ হলেও প্রার্থীর সঙ্গে বাম কর্মী ও সমর্থক ছিলেন হাতে গোনা।


যদিও প্রার্থী ভগীরথ রায়ের  সাফাই আমাদের মিছিল কর্মী সমর্থকরা অংশ নিলে শাসক দলের পক্ষথেকে তাদের উপর আক্রমন ও অত্যাচার করা হয় সেকারনেই আমরা অল্প কিছু লোক নিয়ে ভোট প্রচার করছি।এবারে ভোটের মুল প্রচার হবে তৃনমুলের অত্যাচার ও মিথ্যে প্রতিশ্রুতি এই গুলি লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে।ধুপগুড়ির বাসিন্দা পেশায় প্রাক্তন শিক্ষক দীর্ঘদিন থেকে বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী এই প্রাক্তন শিক্ষক।জেলার অন্যান্য জায়গায় ভোট প্রচার আগেই শুরু করলেও জলপাইগুড়ি শহরে আজই প্রথম ভোট প্রচার শুরু করলেন এই বাম মনোনিত প্রার্থী। জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত  ১নং এবং ২নং ওয়ার্ডের কাঁচা রাস্তা দিয়ে প্রচার করলেন পাশাপাশি তৃনমুল পরিচালিত পুরসভার এই অনুউন্নয়নকে এলাকার সাধারন মানুষের মধ্যে তুলে ধরেন ভগীরথ বাবু।ভগীরথ চন্দ্র রায় আরো বলেন এবারে লোকসভা ভোটে তিনি জিতবেন পাশাপাশি তৃনমুলের মিথ্যাচার, অত্যাচার এই সবের বিরুদ্ধে এবার সাধারন মানুষ বামফন্টকে ভোট দেবে।           

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.