ETV Bharat / state

সার্কিট বেঞ্চ : শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে জলপাইগুড়িতে আইনমন্ত্রী - jalpaiguri

জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানের তোড়জোড় এখন তুঙ্গে। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের চত্বরে তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আজ আইনমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি সার্কিট হাউজে জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।

circuit bench
author img

By

Published : Mar 4, 2019, 8:38 PM IST

জলপাইগুড়ি, ৪ মার্চ : জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানের তোড়জোড় এখন তুঙ্গে। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের চত্বরে তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আজ আইনমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি সার্কিট হাউজে জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি ও প্রশাসনের অন্য আধিকারিকরা খতিয়ে দেখেন অনুষ্ঠানস্থান।

অনুষ্ঠানস্থানে হাইকোর্টের বিচারপতি, উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়কদের জন্য বসার জায়গা করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও আলাদা জায়গা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আইনমন্ত্রী বলেন, " সার্কিট বেঞ্চের উদ্বোধন ৯ মার্চ হবে। আর ১১ মার্চ থেকে সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে। তার আগে আমরা সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে নিলাম। উদ্বোধনস্থানে বেশি লোকের বসার জায়গা হবে না। অনুষ্ঠান যাতে বেশি লোক দেখতে পায় সেজন্য শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রমুখ।

জলপাইগুড়ি, ৪ মার্চ : জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানের তোড়জোড় এখন তুঙ্গে। সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনের চত্বরে তৈরি হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ। আজ আইনমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি সার্কিট হাউজে জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি ও প্রশাসনের অন্য আধিকারিকরা খতিয়ে দেখেন অনুষ্ঠানস্থান।

অনুষ্ঠানস্থানে হাইকোর্টের বিচারপতি, উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়কদের জন্য বসার জায়গা করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও আলাদা জায়গা থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আইনমন্ত্রী বলেন, " সার্কিট বেঞ্চের উদ্বোধন ৯ মার্চ হবে। আর ১১ মার্চ থেকে সার্কিট বেঞ্চের কাজ শুরু হবে। তার আগে আমরা সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে নিলাম। উদ্বোধনস্থানে বেশি লোকের বসার জায়গা হবে না। অনুষ্ঠান যাতে বেশি লোক দেখতে পায় সেজন্য শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রমুখ।

Intro:জলপাইগুড়িঃঃসার্কিট বেঞ্চের পাশে ছোট্ট পরিসরের মধ্যেই হাইকোর্টের সার্কিট বেঞ্চের অনুষ্ঠান হতে চলেছে। সার্কিট বেঞ্চের কম্পাউন্ডের পাশেই ফাঁকা জায়গাটিতেই  অনুষ্ঠান করার তোড়জোড় শুরু হয়ে গেল। আজ আইনমন্ত্রী মলয় ঘটক জলপাইগুড়ি সার্কিট হাইজে এসে প্রশাসনিক বৈঠক করেন জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে।বৈঠকের পরে জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা সরেজমিনে খতিয়ে দেখেন অনুষ্ঠান স্থল।


অনুষ্ঠান স্থলে সাধারন মানুষের পক্ষে অনুষ্ঠানস্থল্র গিয়ে অনুষ্ঠান দেখা হবে না বললেই চলে।কারন অনুষ্ঠান মঞ্চ থেকে ফি জোন মাত্র ৩০ ফুট।এরপর বিচারপতিরা বসবেন।উত্তরবঙ্গের সাংসদ বিধায়করা বসবেন।সংবাদ মাধ্যমের জন্য মঞ্চ থেকে সোজাসুজি একেবারে পেছনে ব্যবস্থা করা হয়েছে।সংবাদ মাধ্যমের জন্য উচু বেদি করে দেওয়া হচ্ছে বলে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক জানিয়েছেন।


আইন মন্ত্রী জানান হাইকোর্ট সার্কিট বেঞ্চের উদ্বোধন আগামি ৯ তারিখ হবে। তার আগে আমরা সমস্ত বিষয় গুলি নিয়ে আলোচনা করে নিলাম।পাশপাশি সার্কিট বেঞ্চের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানেও অনুষ্ঠান হচ্ছে ফলে বাইরে লোক বেশি বসার জায়গা থাকবে না। তার জন্য শহরের বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন দেওয়া হবে। সা র্কিট বেঞ্চের উদ্বোধনের দিন আসতে পারেন রাজ্যের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠি,মুখ্যমন্ত্রী সহ কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।   ইতিমধ্যেই সার্কিট বেঞ্চের উদ্বোধনের জন্য মঞ্চের কাজ শুরু হয়ে গেছে। 

   




Body:WB_JAL_04MAR_8000_CIRCUIT_BENCH_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_04MAR_8000_CIRCUIT_BENCH_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.