ETV Bharat / state

কাটমানির টাকা ফেরত চাওয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ - Jalpaiguri

ময়নাগুড়িতে কাটমানি ফেরত চাইলে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে ।

প্রতীকি ছবি
author img

By

Published : Aug 20, 2019, 10:25 PM IST

জলপাইগুড়ি, 20 অগাস্ট : কাটমানির টাকা ফেরত চাইতে গেলে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল উপপ্রধান-সহ চারজনের বিরুদ্ধে । ময়নাগুড়ির ঘটনা । মহিলা বর্তমানে মাদার অ্যান্ড চাইল্ড হাবে চিকিৎসাধীন ।

অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক মহিলার কাছ থেকে 7 হাজার টাকা নিয়েছিলেন উপপ্রধান । কাটমানি নিয়েও ঘরের ব্যবস্থা করে দেননি উপপ্রধান । 14 অগাস্ট সেই টাকা ফেরত চাইতে গেলে মহিলাকে উপপ্রধান সহ চারজন গণধর্ষণ করে । পাশাপাশি তাঁর যৌনাঙ্গে বেগুন ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ।

মহিলা জানান, ঘটনার কথা এতদিন তিনি লজ্জায় বলতে পারেননি । গতকাল ওই মহিলা উপপ্রধান সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ।

জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্ডুপ শেরপা জানান, একটা গণধর্ষণের অভিযোগ এসেছে । ময়নাগুড়ি থানার পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 20 অগাস্ট : কাটমানির টাকা ফেরত চাইতে গেলে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল উপপ্রধান-সহ চারজনের বিরুদ্ধে । ময়নাগুড়ির ঘটনা । মহিলা বর্তমানে মাদার অ্যান্ড চাইল্ড হাবে চিকিৎসাধীন ।

অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক মহিলার কাছ থেকে 7 হাজার টাকা নিয়েছিলেন উপপ্রধান । কাটমানি নিয়েও ঘরের ব্যবস্থা করে দেননি উপপ্রধান । 14 অগাস্ট সেই টাকা ফেরত চাইতে গেলে মহিলাকে উপপ্রধান সহ চারজন গণধর্ষণ করে । পাশাপাশি তাঁর যৌনাঙ্গে বেগুন ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ।

মহিলা জানান, ঘটনার কথা এতদিন তিনি লজ্জায় বলতে পারেননি । গতকাল ওই মহিলা উপপ্রধান সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ।

জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্ডুপ শেরপা জানান, একটা গণধর্ষণের অভিযোগ এসেছে । ময়নাগুড়ি থানার পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

Intro:জলপাইগুড়িঃ-সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেবার জন্য টাকা নিলেও ঘর দেয়নি উপপ্রধান।উপপ্রধানের বাড়িতে কাটমানির টাকা চাইতে গেলে মহিলাকে গনধর্ষনের পর যৌনাঙ্গে বেগুন ঢুকিয়ে দেবার অভিযোগ উঠল উপপ্রধানের বিরুদ্ধে।মহিলা গুরুতর অবস্থায় মাদার এন্ড চাইল্ড হাবে চিকিৎসাধীন। Body:অভিযোগ ময়নাগুড়ি থানা এলাকায় এক মহিলা সরকারি প্রকল্পের জন্য কাটমানি দিয়েছিলেন উপপ্রধানকে। কিন্তু ঘর পায়নি।ঘর না পেয়ে সেই সাত হাজার টাকা ফেরত চাইতে গেলে গৃহবধুকে গনধর্ষণের অভিযোগ উঠলো ময়নাগুড়ি সাপটিবাড়ি ২এর উপপ্রধান সহ আরো তিনজনের বিরুদ্ধে।উপপ্রধান সহ মোট চারজনের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে।।মহিলার অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত উপপ্রধান পলাতক।তার স্ত্রী অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন।

ময়নাগুড়ি সাপটিবাড়ি ২নং গ্রামপঞ্চায়েতের সজনারটারি এলাকার বাসিন্দা এক মহিলা তার নিজের বাড়িতে সরকারি ঘরের জন্য উপপ্রধানকে দেওয়া ৭হাজার টাকা দিয়েছিলেন। দীর্ঘ দিন থেকে ঘর না পাওয়ায় গত বুধবার উপপ্রধানের বাড়িতে ঘরের কাটমানির টাকা ফেরত চাইতে যান
। অভিযোগ টাকা ফেরত চাওয়া মাত্রই মহিলাকে টেনে ঘড়ের ভেতরে নিয়ে গিয়ে উপপ্রধান সহ তার আরও তিন সাগরেদ মিলে চারজন গনধর্ষণ করে তার যৌনাঙ্গে বেগুন ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।Conclusion:জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) ডেন্ডুপ শেরপা জানিয়েছেন আমরা একটা গন ধর্ষনের অভিযোগ পেয়েছি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ময়নাগুড়ি থানার পুলিশকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.