ETV Bharat / state

NRC, CAA-র বিরোধীতায় উত্তরবঙ্গে পথ অবরোধের ডাক KPP-র - 4 জানুয়ারী পথ অবরোধ উত্তরবঙ্গে

"আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীর আদিনিবাসীদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব । উত্তরবঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু হলে আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশাঙ্কা রয়েছে ।" বললেন অতুল রায় ৷

KPP calls road block in North Bengal
অতুল রায়
author img

By

Published : Dec 16, 2019, 6:07 PM IST

জলপাইগুড়ি, 16 ডিসেম্বর : আগামী 4 জানুয়ারি উত্তরবঙ্গে পথ অবরোধের ডাক কামতাপুর পোগ্রেসিভ পার্টির (KPP) । NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র বিরোধীতায় এবার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে KPP । রবিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির টেকাটুলিতে একটি সভায় একথা ঘোষণা করেছেন KPP সভাপতি অতুল রায় ।

তিনি বলেন, "আজ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে এই আইনের বিরোধীতায় প্রচার চালাব । 'নাগরিকত্ব (সংশোধনী) আইন কি নিজে জানুন অন্যকে জানান' এই স্লোগানকে সামনে রেখেই আমরা সচেতেনতা বৃদ্ধি করব । আগামী 20 ডিসেম্বর জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বারক লিপি পেশ করা হবে ।" তিনি আরও বলেন, "এই আইন লাগু হলে আমাদের ক্ষতি হবে বলে আমরা মনে করছি । আমাদের কোন রকম নিরাপত্তা নেই । উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র তাঁদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে ও ভাবছে তা জানার জন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে দ্বারস্থ হচ্ছি ।" তিনি আরও বলেন, "আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশী, আদিনিবাসীদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব । উত্তরবঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু হলে আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবার আশাঙ্কা রয়েছে ।"

প্রয়োজনে উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছেন অতুল রায় । তিনি বলেন, আমরা কখনই ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাসী নই । তাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব।

জলপাইগুড়ি, 16 ডিসেম্বর : আগামী 4 জানুয়ারি উত্তরবঙ্গে পথ অবরোধের ডাক কামতাপুর পোগ্রেসিভ পার্টির (KPP) । NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র বিরোধীতায় এবার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে KPP । রবিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির টেকাটুলিতে একটি সভায় একথা ঘোষণা করেছেন KPP সভাপতি অতুল রায় ।

তিনি বলেন, "আজ থেকে 30 ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে এই আইনের বিরোধীতায় প্রচার চালাব । 'নাগরিকত্ব (সংশোধনী) আইন কি নিজে জানুন অন্যকে জানান' এই স্লোগানকে সামনে রেখেই আমরা সচেতেনতা বৃদ্ধি করব । আগামী 20 ডিসেম্বর জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্বারক লিপি পেশ করা হবে ।" তিনি আরও বলেন, "এই আইন লাগু হলে আমাদের ক্ষতি হবে বলে আমরা মনে করছি । আমাদের কোন রকম নিরাপত্তা নেই । উত্তরবঙ্গের যারা ভূমিপুত্র তাঁদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে ও ভাবছে তা জানার জন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে দ্বারস্থ হচ্ছি ।" তিনি আরও বলেন, "আমরা উত্তরবঙ্গের মূল নিবাসী । উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশী, আদিনিবাসীদের যদি কেন্দ্রীয় সরকার সুরক্ষা না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব । উত্তরবঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) আইন লাগু হলে আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবার আশাঙ্কা রয়েছে ।"

প্রয়োজনে উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছেন অতুল রায় । তিনি বলেন, আমরা কখনই ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাসী নই । তাই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব।

Intro:জলপাইগুড়িঃঃ আগামি ৪ জানুয়ারি উত্তরবঙ্গ জুড়ে চাক্কা জ্যাম করবে প্রোগ্রেসিভ পিপুলস পার্টি।উত্তরবঙ্গের ভুমিপুত্ররা সুরক্ষিত কিনা তা জানতে চেয়ে স্বরাস্ট্র মন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে কামতাপুরি পোগ্রেসিভ পার্টির অতুল গোষ্ঠী।ময়নাগুড়ির টেকাটুলিতে এক সভার মাধ্যমে NRC এবং CAA এর বিরোধীতায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি।

কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির সভাপতি
অতুল রায় বলেন আমরা ১৬ ডিসেম্বর তারিখ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে CAA এর প্রচার চালাব। CAA কি নিজে জানুন অন্যকে জানান এই স্লোগানকে সামি এ রেখেই আমরা সচেতেনতা বৃদ্ধি করব।এরপর আগামি ২০ ডিসেম্বর জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রীর কাছে স্বারক লিপি পেশ করা হবে। এই আইব লাগু হলে আমাদের ক্ষতি হবে বলে আমরা মনে করছি আমাদের কোন রকম সেভ গার্ড নেই তাই আমরা কেন্দ্রের দ্বারস্থ হচ্ছি।আগামি ২ ডিসেম্বর CAA এর কপি পোড়ানো হবে প্রতি ব্লকে ব্লকে।৪ ডিসেম্বর তারিখে উত্তরবঙ্গ জুড়ে চাক্কা জ্যাম করব বলে হুশিয়ারি দিয়েছেন অতুল রায় ।তিনি জানান উত্তরবঙ্গের আমরা যারা ভুমিপুত্র আছি তাদের নিরাপত্তা কি আমাদের জন্য কেন্দ্র সরকার কি ভাবছে তা জানার জন্য আমরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছি। Body:CAA ইস্যুতে যেভাবে অশান্ত হয়েছে রাজ্য আমরা এর তিব্র বিরোধী ।কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায়। আগামি শনিবার ময়নাগুড়িতে আলোচনায় বসে আন্দোলনের রূপরেখা বানাবে কেপিপি। ইতিমধ্যেই আসাম উত্তাল হয়েছে।এরপর উত্তরবঙ্গের রাজবংশীরা CAB ইস্যুতে আন্দোলনে নামলে পরিস্থিতি খারাপ হবে পারে বলে মনে করা হচ্ছে। Conclusion:কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায় হুশিয়ারি দিয়ে বলেন, আমরা
উত্তরবঙ্গের মুল নিবাসী। উত্তরবঙ্গের আদিবাসী, রাজবংশীরা আদি নিবাসী আমাদের যদি সুরক্ষা কেন্দ্রীয় সরকার না দিতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোনলে নামব। উত্তরবঙ্গের CAB লাঘু হলে আমরা আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাবার আশাঙ্কায় রয়েছি।কেন্দ্র সরকার যদি উত্তরবঙ্গে বসবাসকারী ভুমিপুত্রদের যদি রক্ষাকবচ না দেয় কেন্দ্র সরকার তাহলে আমরা আন্দোলনে নামব।এরপর আমরা আলোচনায় বসে আন্দোলনের রূপরেখা তৈরি করেন। উত্তরবঙ্গের সমস্ত সাংসদদের ঘেরাও কর সহ বৃহত্তর আন্দোলনে নামব। আমরা কখনোই ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাসী নই।তাই আমরা গগনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.