ETV Bharat / state

KLO Chief Jeevan Singh স্বাধীনতার আগে কেএলও প্রধান জীবন সিংয়ের ভিডিয়ো ভাইরাল - কেএলও এর চিফ জীবন সিংয়ের ভিডিয়ো ফের ভাইরাল

আমরা ভারতের মাটিতে বাঁচতে চাই। ভারতের স্বাধীনতার 75 বছর হলেও আমরা এখনও পরাধীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোড় হাত করে গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্য ফিরিয়ে দেবার আবেদন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (KLO) এর প্রধান জীবন সিংয়ের (KLO Chief Jeevan Singhs Video Viral on 75 Years of Independence)।

KLO Chief Jeevan Singh
কেএলও এর চিফ জীবন সিং
author img

By

Published : Aug 13, 2022, 9:34 PM IST

জলপাইগুড়ি, 13 অগস্ট: "ভারতের মাটিতে বাঁচতে চাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে রাজ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আজাদির এই অমৃত মহোৎসবের আনন্দ আমরা এভাবেই নিতে চাই ৷" ভিডিয়ো বার্তায় এমনটাই দাবি জীবন সিংয়ের (KLO Chief Jeevan Singh's Video Viral on 75 Years of Independence)।

বিজেপির সর্বভারতীয় সভাপতি তাঁদের পাশে রয়েছে বলেও দাবি করেছেন জীবন সিং। অপারেশন ফ্ল্যাশ আউটের পর 30 বছর ধরে পালিয়ে থাকা কেএলও প্রধানের সুর অনেকটাই নরম হল। ভারতের মাটিতে বাঁচার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

জীবন সিংয়ের ভাইরাল হওয়া ভিডিয়োতে তিনি দাবি করেন, "আমরা এখনও ভাষার স্বীকৃতি পেলাম না। ভারত সরকার কোচ কামতাপুর জনগণের দুঃখদুর্দশা বোঝা তো দূরের কথা রাজনৈতিক আশা আকাঙ্খাও পূরণ করেনি। কোচ কামতাপুরের সংগ্রামী জনগণের ওপর চালালো অপারেশন কামতাপুর, অপারেশন ভুটান ফ্ল্যাশ আউটও চালানো হয়। আমরাও চাই এই মাটিতে বাঁচতে। আজ কোচ কামরাপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন পৃথক রাজ্যের জন্য। সঙ্গে বিধায়ক, সাংসদরাও জোটবদ্ধ হয়েছেন।"

আরও পড়ুন: ভিডিয়ো বার্তায় মমতা-অভিষেককে হুঁশিয়ারি ! শালীনতার মাত্রা ছাড়ালেন কেএলও নেতা

তিনি আরও বলেন, "কোচ কামতাপুরের উন্নয়নের জন্য, কোচ কামতাপুরের মুক্তির জন্য, উন্নতির জন্য, কোচ কামতাপুর রাজ্য অনিবার্য হয়েছে। এই দাবিকে সমর্থন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও আরএসএস। আমরা মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোড় হাত করে বলছি ৷ আপনারা আগ্রহ করে কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী, সংবিধান মোতাবিক কোচ কামতাপুর মানুষের জন্য গ্রেটার কোচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য ফিরিয়ে দিন।"

এছাড়াও তিনি বলেন, "কামতাপুরের রাজ্যের জনগণকে মুক্তি দিন। আজাদির এই অমৃত মহোৎসবের আনন্দ নিতে দিন। আসুন ভারতের স্বাধীনতার 75তম দিবসে দুঃখ করি। স্বাধীন ভারতে আমরা পরাধীন। 75 বছর পরেও কামতাপুরী ভাষার স্বীকৃতি পেলাম না। আমরা লাখ লাখ জীবন উৎস্বর্গ করে এই রাজ্য উদ্ধার করবই।"

জলপাইগুড়ি, 13 অগস্ট: "ভারতের মাটিতে বাঁচতে চাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে রাজ্য ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আজাদির এই অমৃত মহোৎসবের আনন্দ আমরা এভাবেই নিতে চাই ৷" ভিডিয়ো বার্তায় এমনটাই দাবি জীবন সিংয়ের (KLO Chief Jeevan Singh's Video Viral on 75 Years of Independence)।

বিজেপির সর্বভারতীয় সভাপতি তাঁদের পাশে রয়েছে বলেও দাবি করেছেন জীবন সিং। অপারেশন ফ্ল্যাশ আউটের পর 30 বছর ধরে পালিয়ে থাকা কেএলও প্রধানের সুর অনেকটাই নরম হল। ভারতের মাটিতে বাঁচার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

জীবন সিংয়ের ভাইরাল হওয়া ভিডিয়োতে তিনি দাবি করেন, "আমরা এখনও ভাষার স্বীকৃতি পেলাম না। ভারত সরকার কোচ কামতাপুর জনগণের দুঃখদুর্দশা বোঝা তো দূরের কথা রাজনৈতিক আশা আকাঙ্খাও পূরণ করেনি। কোচ কামতাপুরের সংগ্রামী জনগণের ওপর চালালো অপারেশন কামতাপুর, অপারেশন ভুটান ফ্ল্যাশ আউটও চালানো হয়। আমরাও চাই এই মাটিতে বাঁচতে। আজ কোচ কামরাপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন পৃথক রাজ্যের জন্য। সঙ্গে বিধায়ক, সাংসদরাও জোটবদ্ধ হয়েছেন।"

আরও পড়ুন: ভিডিয়ো বার্তায় মমতা-অভিষেককে হুঁশিয়ারি ! শালীনতার মাত্রা ছাড়ালেন কেএলও নেতা

তিনি আরও বলেন, "কোচ কামতাপুরের উন্নয়নের জন্য, কোচ কামতাপুরের মুক্তির জন্য, উন্নতির জন্য, কোচ কামতাপুর রাজ্য অনিবার্য হয়েছে। এই দাবিকে সমর্থন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও আরএসএস। আমরা মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোড় হাত করে বলছি ৷ আপনারা আগ্রহ করে কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী, সংবিধান মোতাবিক কোচ কামতাপুর মানুষের জন্য গ্রেটার কোচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য ফিরিয়ে দিন।"

এছাড়াও তিনি বলেন, "কামতাপুরের রাজ্যের জনগণকে মুক্তি দিন। আজাদির এই অমৃত মহোৎসবের আনন্দ নিতে দিন। আসুন ভারতের স্বাধীনতার 75তম দিবসে দুঃখ করি। স্বাধীন ভারতে আমরা পরাধীন। 75 বছর পরেও কামতাপুরী ভাষার স্বীকৃতি পেলাম না। আমরা লাখ লাখ জীবন উৎস্বর্গ করে এই রাজ্য উদ্ধার করবই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.