ETV Bharat / state

Sampriti Pal: ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-15 ভারতীয় দলে জলপাইগুড়ির সম্প্রীতি পাল - ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া

ব্যাডমিন্টনে সাব-জুনিয়র অনূর্ধ্ব 15 ভারতীয় দলে (Sub-Junior Under-15 Indian Team) সুযোগ পেল জলপাইগুড়ির সম্প্রীতি পাল (Sampriti Pal) ৷ থাইল্যান্ডে আগামী 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জলপাইগুড়ি সেন্ট পলস স্কুলের ছাত্রী সম্প্রীতি পাল ৷

jalpaiguri-sampriti-pal-gets-chance-in-sub-junior-u-15-indian-badminton-team
Jalpaiguri Sampriti Pal Gets Chance in Sub-Junior U-15 Indian Badminton Team
author img

By

Published : Oct 21, 2022, 8:56 PM IST

জলপাইগুড়ি, 21 অক্টোবর: জাতীয় ব্যাডমিন্টন দলে জায়গা করে নিল জলপাইগুড়ির সম্প্রীতি পাল (Sampriti Pal) ৷ ব্যাডমিন্টনে সাব-জুনিয়র অনূর্ধ্ব 15 ভারতীয় দলে (Sub-Junior Under-15 Indian Team) সুযোগ পেল জলপাইগুড়ির সম্প্রীতি ৷ জলপাইগুড়ির মেয়ের সাব-জুনিয়র অনূর্ধ্ব 15 সিঙ্গলসে ভারতীয় দলে সিঙ্গলসে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া এলাকায় ৷

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার Badminton Association of India () পক্ষ থেকে জানা গিয়েছে, থাইল্যান্ডে আগামী 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জলপাইগুড়ি সেন্ট পলস স্কুলের ছাত্রী সম্প্রীতি পাল ৷ এই এশিয়া চ্যাম্পিয়শিপে যারা ভারতের হয়ে খেলবেন, তাঁদের মধ্যে একমাত্র সম্প্রীতি পশ্চিমবঙ্গ থেকে সুযোগ পয়েছে ৷ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে 14-25 নভেম্বর পর্যন্ত ট্রেনিং ক্যাম্প করে জাতীয় দলের খেলোয়াড়রা থাইল্যান্ড যাবে ৷

জলপাইগুড়ি বেগুনটারির বাসিন্দা পেশায় শিক্ষক সৌরভ পালের মেয়ের এমন সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রীড়ামহল ৷ বাবার ব্যাডমিন্টন খেলা দেখেই ছোটবেলা থেকে অনুপ্রাণিত সম্প্রীতি ৷ বাবার হাত ধরেই জলপাইগুড়ি ইন্ডোর গেমস প্লেয়ার অ্যাসোসিয়েশনের কোর্টে যেত সে ৷ সেখান থেকেই শুরু ৷ 6 বছরের বয়সেই ব্যাডমিন্টন নিয়ে খেলা শুরু সম্প্রীতির ৷ প্রথম কোচ সোমনাথ সরকার ও মিঠুন সাহার হাত ধরেই পথ চলা শুরু ৷ জলপাইগুড়ির জিগপাতে কোচিং শুরু করে সে ৷ এর পর অরূপ বৈদ্যর কাছে কোচিং ৷ রাজ্যের হয়ে খেললে সম্প্রীতি অরূপ বৈদ্যর কাছেই কোচিং নেন ৷

ব্যাডমিন্টনে সাব-জুনিয়র অনূর্ধ্ব-15 ভারতীয় দলে জলপাইগুড়ির সম্প্রীতি পাল

আরও পড়ুন: কিদাম্বি শ্রীকান্তকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

2015 সালে অল ইন্ডিয়া জুনিয়র ব্যান্ডমিন্টন চ্যাম্পিয়নশিপে 8 বছর বয়সেই সাফল্য পায় সম্প্রীতি পাল ৷ অল ইন্ডিয়া জুনিয়র ব্যান্ডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইস্ট জোনের খেলা সেই কলকাতা অনূর্ধ্ব-9 এর চ্যাম্পিয়ন হয় সম্প্রীতি ৷ এরপর গোপিচাঁদ ও প্রকাশ পাড়ুকোন কোচিং ক্যাম্পে অনুশীলন করার আবেদন করেন সম্প্রীতির বাবা ৷ 2015 সালে বেঙ্গালুরুতে পাড়ুকোন ক্যাম্পে যায় সম্প্রীতি ৷ প্রকাশ পাড়ুকোন সম্প্রীতির খেলা দেখা তাকে 2016 সালের জুলাই মাসে তাঁর ব্যান্ডমিন্টন অ্যাকাডেমিতে ভর্তি নিয়ে নেন ৷ সেন্টপলস স্কুলে স্পেশাল ক্যাডার হিসেবে পড়াশোনা করছে নবম শ্রেণির ছাত্রী ৷ 2019 সালে অনূর্ধ্ব-13 বিভাগে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রীতি ৷

সম্প্রীতি জানিয়েছে, বাবাকে দেখেই প্রথমে খেলা শুরু ৷ এখন প্রকাশ পাড়ুকোন অ্যাকেডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে সে ৷ ভালো খেলে ভারতকে পদক এনে দেওয়াই লক্ষ্য তার ৷ অলিম্পিক্সে যেতে চায় সম্প্রীতি ৷ মেয়ের সাফল্যে খুশি বাবা সৌরভ পাল ৷ তিনি জানান, মেয়ে ভালো খেলুক এটাই চাই ৷ সেন্ট পলস স্কুল সর্বাঙ্গিন ভাবে সম্প্রীতিকে সহযোগিতা করে চলেছে বলে জানায় সম্প্রীতির পরিবার ৷

জলপাইগুড়ি, 21 অক্টোবর: জাতীয় ব্যাডমিন্টন দলে জায়গা করে নিল জলপাইগুড়ির সম্প্রীতি পাল (Sampriti Pal) ৷ ব্যাডমিন্টনে সাব-জুনিয়র অনূর্ধ্ব 15 ভারতীয় দলে (Sub-Junior Under-15 Indian Team) সুযোগ পেল জলপাইগুড়ির সম্প্রীতি ৷ জলপাইগুড়ির মেয়ের সাব-জুনিয়র অনূর্ধ্ব 15 সিঙ্গলসে ভারতীয় দলে সিঙ্গলসে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া এলাকায় ৷

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার Badminton Association of India () পক্ষ থেকে জানা গিয়েছে, থাইল্যান্ডে আগামী 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জলপাইগুড়ি সেন্ট পলস স্কুলের ছাত্রী সম্প্রীতি পাল ৷ এই এশিয়া চ্যাম্পিয়শিপে যারা ভারতের হয়ে খেলবেন, তাঁদের মধ্যে একমাত্র সম্প্রীতি পশ্চিমবঙ্গ থেকে সুযোগ পয়েছে ৷ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে 14-25 নভেম্বর পর্যন্ত ট্রেনিং ক্যাম্প করে জাতীয় দলের খেলোয়াড়রা থাইল্যান্ড যাবে ৷

জলপাইগুড়ি বেগুনটারির বাসিন্দা পেশায় শিক্ষক সৌরভ পালের মেয়ের এমন সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রীড়ামহল ৷ বাবার ব্যাডমিন্টন খেলা দেখেই ছোটবেলা থেকে অনুপ্রাণিত সম্প্রীতি ৷ বাবার হাত ধরেই জলপাইগুড়ি ইন্ডোর গেমস প্লেয়ার অ্যাসোসিয়েশনের কোর্টে যেত সে ৷ সেখান থেকেই শুরু ৷ 6 বছরের বয়সেই ব্যাডমিন্টন নিয়ে খেলা শুরু সম্প্রীতির ৷ প্রথম কোচ সোমনাথ সরকার ও মিঠুন সাহার হাত ধরেই পথ চলা শুরু ৷ জলপাইগুড়ির জিগপাতে কোচিং শুরু করে সে ৷ এর পর অরূপ বৈদ্যর কাছে কোচিং ৷ রাজ্যের হয়ে খেললে সম্প্রীতি অরূপ বৈদ্যর কাছেই কোচিং নেন ৷

ব্যাডমিন্টনে সাব-জুনিয়র অনূর্ধ্ব-15 ভারতীয় দলে জলপাইগুড়ির সম্প্রীতি পাল

আরও পড়ুন: কিদাম্বি শ্রীকান্তকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

2015 সালে অল ইন্ডিয়া জুনিয়র ব্যান্ডমিন্টন চ্যাম্পিয়নশিপে 8 বছর বয়সেই সাফল্য পায় সম্প্রীতি পাল ৷ অল ইন্ডিয়া জুনিয়র ব্যান্ডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইস্ট জোনের খেলা সেই কলকাতা অনূর্ধ্ব-9 এর চ্যাম্পিয়ন হয় সম্প্রীতি ৷ এরপর গোপিচাঁদ ও প্রকাশ পাড়ুকোন কোচিং ক্যাম্পে অনুশীলন করার আবেদন করেন সম্প্রীতির বাবা ৷ 2015 সালে বেঙ্গালুরুতে পাড়ুকোন ক্যাম্পে যায় সম্প্রীতি ৷ প্রকাশ পাড়ুকোন সম্প্রীতির খেলা দেখা তাকে 2016 সালের জুলাই মাসে তাঁর ব্যান্ডমিন্টন অ্যাকাডেমিতে ভর্তি নিয়ে নেন ৷ সেন্টপলস স্কুলে স্পেশাল ক্যাডার হিসেবে পড়াশোনা করছে নবম শ্রেণির ছাত্রী ৷ 2019 সালে অনূর্ধ্ব-13 বিভাগে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রীতি ৷

সম্প্রীতি জানিয়েছে, বাবাকে দেখেই প্রথমে খেলা শুরু ৷ এখন প্রকাশ পাড়ুকোন অ্যাকেডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে সে ৷ ভালো খেলে ভারতকে পদক এনে দেওয়াই লক্ষ্য তার ৷ অলিম্পিক্সে যেতে চায় সম্প্রীতি ৷ মেয়ের সাফল্যে খুশি বাবা সৌরভ পাল ৷ তিনি জানান, মেয়ে ভালো খেলুক এটাই চাই ৷ সেন্ট পলস স্কুল সর্বাঙ্গিন ভাবে সম্প্রীতিকে সহযোগিতা করে চলেছে বলে জানায় সম্প্রীতির পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.