জলপাইগুড়ি, 8 মে : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সুসজ্জিত ট্যাবলো বের করল জলপাইগুড়ি জেলা পুলিশ । ট্যাবলোতে রবীন্দ্রনাথের ছবি ৷ আর মাইকে বাজছে রবীন্দ্রনাথের গান । সঙ্গে মুখ্যমন্ত্রীর কোরোনা সচেতনতা বার্তা । লকডাউনের জেরে সব অনুষ্ঠান বাতিল হলেও শারীরিক দূরত্ব বজায় রেখে র্যালি বের করল জলপাইগুড়ি জেলা পুলিশ ।
আজ সকালে জলপাইগুড়ি কোতয়ালি থানার সামনে থেকে সুসজ্জিত ট্যাবলোটিকে ফ্ল্যাগ অফ করেন জেলা পুলিশ সুপার অভিষেক মোদি ৷ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথারাও ইলওয়াড সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পাশাপাশি মুখ্যমন্ত্রীর লেখা কোরোনা সচেতনতার গানও বাজানো হয় ৷ তেমনি সামাজিক দূরত্ব মেনে পুলিশ কর্মীরা র্যালিতে হেঁটেছেন ।
আজ এই ভাবেই জলপাইগুড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করে জেলা পুলিশ ৷ জলপাইগুড়ি জেলার প্রত্যেক থানা এলাকাতেই পুলিশ কর্মীরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেন ।
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, " রবীন্দ্রজয়ন্তীর শোভা যাত্রার পাশাপাশি কোরোনা নিয়ে সচেতনতার প্রচারও চালানো হয়েছে জেলা জুড়ে । "