ETV Bharat / state

Cooch Behar Pilgrims: আহত পুণ্যার্থীদের দেখতে জলপাইগুড়ি যাচ্ছেন অরূপ

author img

By

Published : Aug 1, 2022, 2:06 PM IST

গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয় 10 পুণ্যার্থীর(Cooch Behar Pilgrims) । রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধায় । বাকি আহত 16 জনকে চ্যাংড়াবান্ধা গ্রামীন হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ৷ সোমবার তাঁদের দেখতে আসেন জলপাইগুড়ির জেলাশাসক(Jalpaiguri District Magistrate) ৷

Jalpaiguri DM visits hospital to see Cooch Behar Pilgrims
Jalpaiguri District Magistrate

জলপাইগুড়ি, 1 অগস্ট: জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকায় জেনারেটরে শর্ট সার্কিট হয়ে 10 জন পুণ্যার্থীরা মৃত্যু হয় । এরপর আহত 16 জনকে চ্যাংড়াবান্ধা গ্রামীন হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ৷ সোমবার আহতদের দেখতে সুপার স্পেশালিটি হাসপাতালে এলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা(Jalpaiguri DM visits hospital to see Cooch Behar Pilgrims) ৷ বিকেলে জলপাইগুড়িতে আহতদের দেখতে আসছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।

এদিন 16 জন আহত পুণ্যার্থীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে(Jalpaiguri Super specialty Hospital) নিয়ে আসা হলেও দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, পিকআপ ভ্যানের মধ্যে ডিজে বাজানোর জন্য একটি জেনারেটর রাখা হয়েছিল সেখান থেকেই শট সার্কিট হয়ে গাড়িতে ৷ আর তাতে 26 জন পুণ্যার্থীর মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে । তাঁরা সবাই কোচবিহার জেলার শীতলকুচি এলাকার বাসিন্দা(Cooch Behar Pilgrims) ।

আহত পুণ্যার্থীদের জলপাইগুড়ি হাসপাতালে দেখতে এলেন জেলাশাসক

আরও পড়ুন: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

এক আহতের আত্মীয় জয়ন্ত বর্মন বলেন, "মর্মান্তিক দুর্ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে । আমার ভাগ্নের ছেলে মারা গিয়েছে । প্রশাসনের উচিত কড়া হাতে উশৃঙ্খল পুণ্যর্থীদের আটকানো ।" জেলাশাসক(Jalpaiguri District Magistrate)জানান, আহতরা ভালো আছেন । তবে ডিজে বাজানোর বিষয় নিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ।

জলপাইগুড়ি, 1 অগস্ট: জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকায় জেনারেটরে শর্ট সার্কিট হয়ে 10 জন পুণ্যার্থীরা মৃত্যু হয় । এরপর আহত 16 জনকে চ্যাংড়াবান্ধা গ্রামীন হাসপাতাল থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ৷ সোমবার আহতদের দেখতে সুপার স্পেশালিটি হাসপাতালে এলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা(Jalpaiguri DM visits hospital to see Cooch Behar Pilgrims) ৷ বিকেলে জলপাইগুড়িতে আহতদের দেখতে আসছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।

এদিন 16 জন আহত পুণ্যার্থীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে(Jalpaiguri Super specialty Hospital) নিয়ে আসা হলেও দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, পিকআপ ভ্যানের মধ্যে ডিজে বাজানোর জন্য একটি জেনারেটর রাখা হয়েছিল সেখান থেকেই শট সার্কিট হয়ে গাড়িতে ৷ আর তাতে 26 জন পুণ্যার্থীর মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে । তাঁরা সবাই কোচবিহার জেলার শীতলকুচি এলাকার বাসিন্দা(Cooch Behar Pilgrims) ।

আহত পুণ্যার্থীদের জলপাইগুড়ি হাসপাতালে দেখতে এলেন জেলাশাসক

আরও পড়ুন: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

এক আহতের আত্মীয় জয়ন্ত বর্মন বলেন, "মর্মান্তিক দুর্ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে । আমার ভাগ্নের ছেলে মারা গিয়েছে । প্রশাসনের উচিত কড়া হাতে উশৃঙ্খল পুণ্যর্থীদের আটকানো ।" জেলাশাসক(Jalpaiguri District Magistrate)জানান, আহতরা ভালো আছেন । তবে ডিজে বাজানোর বিষয় নিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.