ETV Bharat / state

কলকাতা কর্পোরেশনের 'সন্দীপ ঘোষ' কে ? প্রশ্ন তুলে আন্দোলনে ইঞ্জিনিয়াররা - KMC - KMC

Engineers of KMC raising questions: কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার চিফ ম্যানেজার পার্সনেলের অফিস অভিযানের ডাক দিয়েছে।

Engineers of KMC
কলকাতা কর্পোরেশনের 'সন্দীপ ঘোষ' কে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 9:05 AM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় তৎকালীন অধ্যক্ষ-সহ একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে ৷ শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির ঘটনা নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ এই ঘটনায় তাঁরে গ্রেফতার করেছে ইডি ৷ এবার কেএমসি-র ইঞ্জিনিয়াররা কর্পোরেশনের অভ্যন্তরে এমনই প্রভাবশালী দুর্নীতিপরায়ণ এক আধিকারিক আছে বলে দাবি করেছেন। সেই অধিকারীকদের বিরুদ্ধেই এবার আন্দোলনে নামছেন কেএমসি-র বাম সমর্থিত ইঞ্জিনিয়াররা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "সম্প্রতি আরজি করের ঘটনায় আমরা সন্দীপ ঘোষের মতন একটি লোককে দেখতে পেয়েছি, যিনি প্রভাবশালী প্রশাসনের খুব কাছের এবং অত্যন্ত দুর্নীতি পরায়ণ ৷ যাকে ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে ৷ ঠিক এমনই লোক আছে কলকাতা কর্পোরেশনেও আছে ৷ তাদের বিরুদ্ধে এবার আমাদের কলকাতা কর্পোরেশনের পুর ইঞ্জিনিয়াররা আন্দোলনে নামছে। আমরা পার্সোনাল ডিপার্টমেন্টের চিফ ম্যানেজারের পদত্যাগ চেয়ে আজ অভিযানে সামিল হব। আমাদের মিছিল কলকাতা কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে পার্সোনাল ডিপার্টমেন্টে চিপ ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হবে ৷"

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বর্তমানে আরজি করের ঘটনা নানা ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেছে ৷ সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসায় প্রশাসনের মধ্যে কাউকে পাইয়ে দেওয়া অথবা টাকার বিনিময়ে কাজ করার সিন্ডিকেট বা ব়্যাকেটও প্রকাশ পেয়েছে ৷ কলকাতা কর্পোরেশনেও এমন বেশ কিছু সিন্ডিকেট আছে বলেই দাবি করছেন পৌর ইঞ্জিনিয়াররা ৷ তাঁদের দাবি, পুুরো বিষয়টি সামনে আনতে হবে ৷ এই চক্রে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় তৎকালীন অধ্যক্ষ-সহ একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে ৷ শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতির ঘটনা নাম জড়িয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ৷ এই ঘটনায় তাঁরে গ্রেফতার করেছে ইডি ৷ এবার কেএমসি-র ইঞ্জিনিয়াররা কর্পোরেশনের অভ্যন্তরে এমনই প্রভাবশালী দুর্নীতিপরায়ণ এক আধিকারিক আছে বলে দাবি করেছেন। সেই অধিকারীকদের বিরুদ্ধেই এবার আন্দোলনে নামছেন কেএমসি-র বাম সমর্থিত ইঞ্জিনিয়াররা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "সম্প্রতি আরজি করের ঘটনায় আমরা সন্দীপ ঘোষের মতন একটি লোককে দেখতে পেয়েছি, যিনি প্রভাবশালী প্রশাসনের খুব কাছের এবং অত্যন্ত দুর্নীতি পরায়ণ ৷ যাকে ইতিমধ্যেই ইডি গ্রেফতার করেছে ৷ ঠিক এমনই লোক আছে কলকাতা কর্পোরেশনেও আছে ৷ তাদের বিরুদ্ধে এবার আমাদের কলকাতা কর্পোরেশনের পুর ইঞ্জিনিয়াররা আন্দোলনে নামছে। আমরা পার্সোনাল ডিপার্টমেন্টের চিফ ম্যানেজারের পদত্যাগ চেয়ে আজ অভিযানে সামিল হব। আমাদের মিছিল কলকাতা কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে পার্সোনাল ডিপার্টমেন্টে চিপ ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হবে ৷"

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বর্তমানে আরজি করের ঘটনা নানা ক্ষেত্রেই প্রভাব বিস্তার করেছে ৷ সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসায় প্রশাসনের মধ্যে কাউকে পাইয়ে দেওয়া অথবা টাকার বিনিময়ে কাজ করার সিন্ডিকেট বা ব়্যাকেটও প্রকাশ পেয়েছে ৷ কলকাতা কর্পোরেশনেও এমন বেশ কিছু সিন্ডিকেট আছে বলেই দাবি করছেন পৌর ইঞ্জিনিয়াররা ৷ তাঁদের দাবি, পুুরো বিষয়টি সামনে আনতে হবে ৷ এই চক্রে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.