ETV Bharat / state

সিকিমে বৃষ্টি, আটকে 300 পর্যটক ; প্লাবিত জলপাইগুড়ির একাধিক এলাকা - teesta river

বৃষ্টির ফলে তিস্তা নদীর জল বেড়ে যাওয়ায় খোলা হয় গজলডোবা ব্যারেজের গেট । প্লাবিত হয় তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা । জারি হলুদ সংকেত ।

সিকিমে বৃষ্টির জেরে প্লাবন ও ধস
author img

By

Published : Jun 18, 2019, 10:30 PM IST

গ্যাংটক ও জলপাইগুড়ি, 18 জুন : সিকিমে বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম সহ তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা । আটকে 300 পর্যটক । ইতিমধ্যেই তাঁদের উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন । পাশাপাশি রাজ্যের তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে।

সিকিমে ক্রমাগত বৃষ্টি হওয়ায় জেমু সহ বেশ কিছু এলাকায় ধস নামে । তার জেরে বন্ধ হয়ে যায় কিছু রাস্তা । ইতিমধ্যেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । ধস সরিয়ে রাস্তায় গাড়ি চালানো গেলেই পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনা হবে ।

সিকিম প্রশাসনের কর্তারা জানান, দ্রুত ধস সরিয়ে রাস্তা খোলার কাজ চলছে । সমস্ত পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে । ইতিমধ্যেই কিছু রাস্তা খুলেছে । তবে, বহু রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে । এ নিয়ে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।

অন্যদিকে সিকিমের বৃষ্টির জেরে তিস্তা নদীতে জল বেড়ে যায় । তাই আজ গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়া হয় । 4571.52 কিউমেক জল ছাড়া হয় । আর তাতেই ঘটে বিপত্তি । তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে তিস্তার জল । প্লাবিত হয় মালবাজার মহকুমা ও ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা । জলবন্দী হয়ে পড়ে অনেক পরিবার ।

সুরক্ষার কথা মাথায় রেখে তিস্তানদীর দোমহনি থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ পর্যন্ত এলাকায় আজ হলুদ সংকেত জারি করে সেচ দপ্তর । পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সুরক্ষিত জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে ।

গ্যাংটক ও জলপাইগুড়ি, 18 জুন : সিকিমে বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম সহ তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা । আটকে 300 পর্যটক । ইতিমধ্যেই তাঁদের উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন । পাশাপাশি রাজ্যের তিস্তা নদীর দোমহনী থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে।

সিকিমে ক্রমাগত বৃষ্টি হওয়ায় জেমু সহ বেশ কিছু এলাকায় ধস নামে । তার জেরে বন্ধ হয়ে যায় কিছু রাস্তা । ইতিমধ্যেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । ধস সরিয়ে রাস্তায় গাড়ি চালানো গেলেই পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনা হবে ।

সিকিম প্রশাসনের কর্তারা জানান, দ্রুত ধস সরিয়ে রাস্তা খোলার কাজ চলছে । সমস্ত পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে । ইতিমধ্যেই কিছু রাস্তা খুলেছে । তবে, বহু রাস্তা ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে । এ নিয়ে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ।

অন্যদিকে সিকিমের বৃষ্টির জেরে তিস্তা নদীতে জল বেড়ে যায় । তাই আজ গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়া হয় । 4571.52 কিউমেক জল ছাড়া হয় । আর তাতেই ঘটে বিপত্তি । তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে তিস্তার জল । প্লাবিত হয় মালবাজার মহকুমা ও ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা । জলবন্দী হয়ে পড়ে অনেক পরিবার ।

সুরক্ষার কথা মাথায় রেখে তিস্তানদীর দোমহনি থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ পর্যন্ত এলাকায় আজ হলুদ সংকেত জারি করে সেচ দপ্তর । পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সুরক্ষিত জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে ।

Intro:
জলপাইগুড়ি :সিকিমে ক্রমাগত বৃষ্টির জের। তিস্তানদী হলুদ সংকেত জারি করলো সেচ দপ্তর। আজ সকালে গজল ডোবা তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হয়।ফলে তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা তিস্তার জল ঢুকে পরেছে।

এদিন সকাল থেকে তিস্তার গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তায়।অসংরক্ষিত বেশকিছু জায়গা ফের প্লাবিত।গজলডোবা ব্যারেজ থেকে ৪৫৭১.৫২ কিউমেক জল ছাড়া হয়।জলবন্দি পরে অনেক পরিবার।

তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অসংরক্ষিত এলাকায়।তিস্তানদীর দোমহনী থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জ পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে।
পাহাড়ে লাগাতার বৃস্টির ফলে তিস্তানদীতে জল বেড়েছে তাই পাহাড় থেকে নেমে আসা তিস্তানদীতে জল বেড়ে যাওয়ায় গাজোল ডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ায় ফের প্লাবিত হয়েছে মালবাজার মহকুমার ও ময়নাগুড়ির বিস্তির্ন এলাকা।

তিস্তানদীর জল গাজোলডোবা ব্যারেজ থেকে ছাড়ার পর ময়নাগুড়ি ব্লক ও মালবাজার মহকুমার চাঁপাডাঙার বিস্তির্ন এলাকায় জল ঢুকে প্লাবিত হয়ে যায়। শতাধিক লোক প্লাবিত। পার্শ্ববর্তী এলাকা থেকে নদীর পাশে বসবাসকারী মানুষদের সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।




Body:WB_JAL_18JUNE_TISTA_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_18JUNE_TISTA_ABHIJIT_7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.